হলো না ভালোবাসা
বর্তমানে ভালবাসা আমার হলো না
না আছে অর্থ, বিত্ত না আছে সম্পদ।
ইদানীং প্রেম আমার হলো না
না আছে গাড়ী, বাড়ী, না আছে চাকরী।
রোমান্টিক ভালোবাসা আমার হলো না
না আছে গিফ্ট করার মতো টাকা
না আছে রিক্সা চড়ার মতো ভাড়া।
চলতি যুগের ভালবাসা আমার হলো না
না আছে প্যান্ট, শার্ট, না আছে চেহারা স্মার্ট।
আজকালের ভালবাসা আমার হলো না।
---বাংলাদেশের বন্ধু মোঃ মিনহাজুল ইসলাম ।
|