v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-28 13:22:10    
অনুষ্ঠান চাওয়া পাওয়া সম্বন্ধে শ্রোতার মন্তব্য

 


cri
  খবরের পর চাওয়া পাওয়া অনুষ্ঠানটি যেন আমার হৃদয়কে কানায় কানায় ভরে দিয়েছে। জুলাই মাসের সেরা পত্র লেখকদের নাম, ক'জন পুরনো শ্রোতার চিঠির পাঠ, শ্রোতার লেখা প্রবন্ধ পাঠ এবং গান ও কবিতার ছন্দ সব মিলিয়ে এক অনন্য, স্বরনীয় চমত্কার অনুষ্ঠান ছিল এটি। এই ভালো লাগার অনুভূতি শুধু অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। আমার প্রিয় পাই খাই ইউয়ান সাহেবের কবিতা আবৃতি কাজী নজরুল ইসলামের "পথের স্মৃতি" অসাধারণ লেগেছে। আর মাদাম ছা ইয়ের কন্ঠে ঐ কবিতার চীনা অনুবাদ শুনে আমার ভাষা হারিয়ে গিয়েছিল। ভাল লাগার আবেশে। আমার একান্তই আপনার মত আপনশ্রদ্ধেয় প্রফেসার পাই খাই ইউয়েন সাহেবের কবিতা আমি সবসময়ই শুনতে চাই প্রাণভরে শুনতে চাই। কোন উপলক্ষ্য ছাড়াই আমি আমার প্রিয় বেতারের সাথে কন্ঠ মিলিয়ে গেয়ে উঠেছিলাম আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেক্রুয়ারী এবং গেয়েছি শেষ পর্যন্ত। সত্যিই ২৯শে আগস্টের অনুষ্ঠান শুনে আমাকে যেন পরম ভাল লাগার অসুখে ধরেছিল। এ ছাড়া শ্রোতা বন্ধুর লেখা "সি আর আইয়ের শেকঁড়ের সন্ধানে" শীর্ষক রচনাটিও ছিল চমত্কার। আমি মুগ্ধ হয়ে তার প্রবন্ধের প্রতিটি বাক্য যেন গিলেছি। ক'জন পুরনো শ্রোতার যে চিঠিগুলো পাঠ করা হয়েছিল , সে গুলোও ছিল চমত্কার , আশা ব্যাঞ্জক এবং নতুন শ্রোতাদের জন্য প্রেরণামূলক। আমরা যারা পুরনো আছি, আমাদের সকলেরই উচিত্ একই ভাবে চিঠি লেখা এবং সি আর আইকে সমর্থন জানিয়ে যাওয়া।

  ---বাংলাদেশের ঢাকার তেজগাঁওয়ের মোঃ মোস্তফা কামাল

 

  মাননীয় মহিউদ্দিন তাহের ভাই আর মাদাম ইউ কুয়াং ইউয়ের উপস্থাপনায় চাওয়া পাওয়া আর মুখোমুখি অনুষ্ঠানটি আমাকে ভিষন ভালো লাগছে। এই অনুষ্ঠানে আপনারা শ্রোতাদের চিঠিগুলো এতো আন্তরিকতার সাথে পড়েন , তা ছাড়া শ্রোতাদের যে কোনো প্রশ্ন কিংবা প্রস্তাব এতো গুরুত্ব সহকারে বিবেচনা করে দেন তা আর কোন বেতার কেন্দ্র দেয় বলে আমার মনে হয় না। আপনারা ভারত আর বাংলাদেশের উভয় শ্রোতার চিঠি চাওয়া পাওয়া অথবা মুখোমুখিতে সামিল করে অনুষ্ঠান প্রচার করলে অনুষ্ঠান দুটির জনপ্রিয়তার আরো বৃদ্ধি হবে।

  ---ভারতের আসামের ধুবড়ী জেলার কাজিপাড়া গ্রামের আসাম রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক মেহতাব উদ্দিন আহমেদ