নদী হারাতে পারে গতি, চাঁদ হারাতে পারে জ্যোতি
কবির লিখা হারাতে পারে ছন্দ, গান হারাতে পারে সুর।
পাখি যদি না উড়তে পারে আকাশে
তখন ও ভুলব না আমি তোমাকে, প্রিয় সি আর আই
তুমি আছ আমার হৃদয়ে মিশে শুকতারার মতন।
তুমি আছ মিশে বাংলার শত কোটি মানুষের সুখ, দুঃখ আর বেদনার মাঝে।
আর পদ্মা-মেঘনা-ধলেশ্বরীনদীর বাঁকে বাঁকে।
তুমি বাংলার মানুষের মাঝে দিয়েছ নতুন স্বপ্নের ছোঁয়া,
তাইতো তোমাকে যায় না কখনো ভোলা।
----বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুনদিয়ার নামাখামা গ্রামের এম এইচ মাহবুবুর রহমান টিটো
|