বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার মসজিদ পাড়ার ইউনাইটেত রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি শরিফ উদ্দিন দিলু লিখেছেন, বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং আনন্দ পাচ্ছি। সি আর আই অন্যান্য বেতার থেকে আলাদা। "চলোনা ঘুরে আসি" থেকে শুরু করে "রসনা বিলাস" সব কিছুই থাকছে। তবে সংগীতের চীন, সংগীতা ও সংগীত সাগর অনুষ্ঠানগুলি বাদ দিয়ে শ্রোতাদের অনুরোধের গানের আসর চালু করুন। আর সেই আসরে বাংলা , চীনা ও চীনা কন্ঠ শিল্পীর গাওয়া বাংলা গানগুলি বাজিয়ে শোনাবার ব্যবস্থা করলে ভালো হবে। যদি সম্ভব হয় তবে অনুরোধ মত উক্ত আসরে হিন্দী ও উর্দু গান ১টা করে বাজানোর ব্যবস্থা করলে আরো বৈচিত্র আসবে বলে মনে করি। কারণ হিন্দী ও উর্দু ভাষায় আমরা চিঠি লিখতে পারি না।
বন্ধু শরিফ উদ্দিন দিলু , আপনাকে এক সুখবর জানাতে পারি যে, ১ জুলাই থেকে আমাদের নতুন অনুষ্ঠানসুচিতে সপ্তাহে মোট চল্লিশ মিনিটের সংগীত অনুষ্ঠান আছে। একটা হচ্ছে শনিবারের চাওয়া পাওয়া , এতে শ্রোতা বন্ধুদের অনুরোধের বাংলা , হিন্দি, ইংরেজী নানান বৈচিত্র্যময় গান শুনানো হবে। রবিবারের সুরের ভূবনে বিশেষ করে চীনা শিল্পীদের গাওয়া গানগুলো শুনবেন। আশা করি, নানা বিষয়ের প্রতিবেদনগুলোর পাশাপাশি আপনারা গানের মাধ্যমে চীনকে জানতে পারবেন।
অবশেষে শরিফ উদ্দিন দিলু আরো লিখেছেন, নতুন সি আর আই কর্মকর্তা কবীর হুমায়ূন সাহেবের কন্ঠ ভালো।
কবীর হুমায়ূন বেইজিংয়ে লেখাপড়া করার ফাঁকে আমাদের বেতারে পার্ট টাইম কাজ করেছেন তিন মাস। শ্রোতাদেরকে আরো আকর্ষণ করার জন্য তিনি আমাকে নানা প্রস্তাব দিয়েছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন। পরিতাপের কথা , গত ৩০ জুন তিনি বেতারের কাজ ছেড়ে দিয়েছেন এবং স্বদেশে ফিরে যাওয়ার প্রস্তুতিতে আছেন। আশা করি, ভবিষ্যতে তিনি আমাদের একজন চিরস্থায়ী বন্ধু হবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাঁর গত তিন মাসের প্রয়াসের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।
|