"ইতিহাসের অরণ্যে বিচরণ" অনুষ্ঠানে চীনের ইতিহাস সম্পর্কে যে গুলো তথ্য দেন তা আমার ভীষণ ভাল লাগে। ৩১শে আগস্ট এই অনুষ্ঠানে সুরাজ্য শাসিত অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা বেশ চমত্কার লাগল।
---ভারতের অসমের লখিমপুরের অসীম জ্যোতি ঘোষ
আপনাদের সব অনুষ্ঠান আমাদের মনের চাহিদা মত হচ্ছে। প্রত্যেকটি আসর অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। এইখানে "ইতিহাসের অরণ্যে বিচরণ" অনুষ্ঠানের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। কেন না, চীন একটি পুরাতন সভ্যতার কেন্দ্রস্থান। চীনের ইতিহাস হাজার হাজার বছরের। চীনের সভ্যতার , চীনে বিভিন্ন রাজবংশের ইতিহাস, আমাদের জানার কোন উপায় ছিল না। চীনের আন্তর্জাতিক বেতার এর বাংলা অনুষ্ঠান সম্প্রতি ইতিহাস সংক্রান্ত অনুষ্ঠান চালু না করলে হয়ত কোন দিন কোন ভাবেই জানতে পারতাম না। চীন সম্বন্ধে আমার জ্ঞান খুব সামান্যই ছিলো। কিন্তু আজ সি আর আই বাংলা অনুষ্ঠানের কল্যাণে চীন সম্বন্ধে অনেক কিছুই জেনেছি। যদি এই জানা শিশিরের এক বিন্দুর মত। আমি খুব আশাবাদী সি আর আই বাংলা অনুষ্ঠান মহান চীন সম্বন্ধে আরো বেশি বেশি জানাতে সাহায্য করবে। চীনের পুরাতন ইতিহাসের সঙ্গে সঙ্গে আধুনিক চীনের ইতিহাস নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করেন, তবে আমার মত ইতিহাসের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।
আমার ভীষন ভালো লেগেছে গত ৭ই জুলাই মঙ্গলবার "ইতিহাসের অরণ্যে বিচরণ"এ বসন্ত শরতের ও যুদ্ধরত রাজ্য সমুহের ইতিহাস জেনে। এই সময়ের রাজবংশ তাদের শাসনকাল, শাসন পদ্ধতি, সেই যুগের সাহিত্যিক, দর্শন, দার্শনীকের পরিয়ে পেলাম। বিজ্ঞানে তারা অনেক এগিয়ে ছিলেন তা আপনাদের আলোচনা থেকে পরিস্কার। চীন জাতি প্রাচীন থেকেই শিক্ষা, দিশ্যায়, জ্ঞান বিজ্ঞানে মমেস্ট উন্নতি লাভ করেছিলো ঐ রাজবংশের ইতিহাস থেকে জানা গেল।
---ভারতের মুর্শিদাবাদের রাজারামপুরের ওয়ার্ল্ড রেডিও টি ভি লিসনার্স সেন্টার এবং রেব্রাইরির সভাপতি মোঃ আশরাফুল হক
|