আজ প্রথমে শুনুন এক জন চতুর্থ শ্রেণীর ছাত্রের চিঠির সারাংশ। যদিও তিনি বড় বড় কোন কথা উল্লেখ করেন নি, তবু তাঁর চিঠি পড়ে আমরা সবাই ভালো লেগেছে। এই ছাত্র হলেন বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ ফয়সাল আহমেদ (শিপলু)। তিনি লিখেছেন, আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি। আপনাদের অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগে। এত ভাল লাগে যে লিখে বুঝাতে পারব না। একদিন রেডিও শুনতে শুনতে আপনাদের অনুষ্ঠান শুনতে পারি, এর পর থেকে রেডিও শুনি এবং নিয়মিত চিঠি লিখি। যখন আপনাদের অনুষ্ঠান শুরু হয়, তখন আমি সব কাজ বাধ দিয়ে রেডিও নিয়ে বসি এবং আপনাদের অনুষ্ঠান শুনি। আপনাদের কাছে আমি একটি কলম চাছি , আপনারা কিছু মনে করবেন না।
শিপলু, তুমি ভালো আছো? তোমার লেখাপড়া কেমন চলছে, চিঠিতে কিন্তু উল্লেখ করলো না। আশা করি, তুমি স্কুলে একজন শ্রেষ্ঠ ছাত্র হক। আমার কাছে উপহার হিসেবে কোন কলম নেই, তবে বিশেষ করে তোমার জন্য আমি চীনের বাজারে গিয়ে এক সুন্দর কলম কিনবো। তুমি এই মাসের মধ্যে পাবে। তা দিয়ে চিঠি লিখবে কিন্তু।
বন্ধুরা, এবার শুনুন বাংলাদেশের জামালপুর জেলার সি আর আই ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরিফুল ইসলাম আরমানের লেখা এক রচনা। রচনার নাম "ভালবাসি সি আর আই" ।
আজ থেকে প্রায় ২ বছর পূর্বে আমার দাদাবাড়ী মাদারগঞ্জে এক চাচার মাধ্যমে জানতে পেরেছিলাম সি আর আই এর বাংলা বিভাগের কথা। তারপর জামালপুরে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে চাঁদা দিয়ে একটি রেডিও কিনবার মধ্য দিয়ে আমরা ২০০১ সালে প্রতিষ্ঠা করেছিলাম সি আর আই ফ্রেন্ডস ক্লাব। যে ক্লাবটি আজ একটি সামাজিক সংগঠনে রূপান্তরিত হয়েছে। কিছু দারিদ্র্যতার অভিশাপে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না। যে দিন থেকে আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠান এর কথা জানতে পারি, সেদিন থেকে আজ পর্যন্ত খুবই কম সংখ্যক অনুষ্ঠান আমি শুনতে পারি নি। আর এ জন্য আমার মনে সবসময় দুঃখ হয়। তবে আমি মনে করি, সি আর আই এ বাংলা অনুষ্ঠান প্রচারের কথা মানুষকে ব্যাপকভাবে জানানো প্রয়োজন। আমাদের জামালপুরের বয়োবৃদ্ধরা ছাড়া নতুন প্রজন্ম এর কথা জানে না। আর নতুন প্রজন্মকে এর কথা জানানোর দায়িত্ব কেবল আমাদের মতই সৃজনশীল শ্রোতাদের। যেখানে সহযোগিতার হাত বাড়িযে দেবে সি আর আই। হয়তো এই সহযোগিতার মাধ্যমে সি আর আই একদিন ছড়িয়ে পড়বে বাঙ্গালি জাতি বা বাংলা ভাষা ভাষীদের ঘরে। সে দিন আর বেশী দেরী নেই। এখন শুধু অপেক্ষার দিন।
সি আর আই ছড়িয়ে পড়ুক সারা বিশ্বের বাংলা ভাষা-ভাষী মানুষের হৃদয়ে । সেই সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সি আর আই বাংলা ভাষা-ভাষীদের কাছে। এই আমাদের প্রত্যাশা।
এই চিঠি লেখার জন্য বন্ধু আরিফুল ইসলাম আরমানকে ধন্যবাদ জানাই। আপনার প্রত্যাশা আমাদেরও বটে।
এবার শুনুন বাংলাদেশের জামালপুর জেলার অন্য এক ক্লাবের চিঠি। লিখেছেন বালিজুরী বাজারের অপরূপা রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মিস কামরুন নাহার শীলা। তিনি লিখেছেন, শ্রোতা ক্লাব নিবন্ধন কার্ড পাঠানোর জন্য আমরা সবাই খুব খুশি হয়েছি। সকল সদস্য আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানিয়েছে। কার্ডটি পাওয়ার পর আমরা সবাই একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করি। আলোচনা অনুষ্ঠানে সি আর আই বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মত বিনিময় করা হয়। সি আর আই কর্তৃক প্রচারিত "খবর" আগে অনেকটা চীন কেন্দ্রিক ছিল , কিন্তু বর্তমানের "খবর" বিশ্ববিস্তৃত ও সর্বজনীন ঘটেছে আমূল পরিবর্তন। অনুষ্ঠান স্থানীয় বেতারের মত খুভ স্পষ্ট শুনা যায় এবং অনুষ্ঠানটি মিডিয়াম ওয়েভে প্রচারিত হওয়ায় খুব উপকৃত হয়েছে। সেই সাথে সি আর আই এর কাছে কৃতজ্ঞ। কারণ গ্রামের সাধারণ শ্রোতাদের শর্টওয়েভ রেডিও কেনার সামর্থ নেই।
|