মিস লিলির উপস্থাপিত "সুরের ভুবন" অনুষ্ঠানটি চীনের প্রখ্যাত ও স্বনামধন্য শিল্পীদের জনপ্রিয় গানে শ্রোতাদের মন জয় করে তুলছে। প্রতিটি গানের অর্থবোধক কথামালা ও মর্মস্পর্শী সুরের মুর্ছনা শ্রোতাদের আপ্লুত করছে। চীনা শিল্পীদের কন্ঠে বাঙ্গালী জাতীয়তাবোধের আলোকে রচিত বাংলা ভাষার বিভিন্ন তাত্পর্যপূর্ণ গান মাঝে-মধ্যে প্রচারের উদ্যোগ নিলে অনুষ্ঠানের গ্রহণযোগ্যতায় স্বকীয় বৈশিষ্টাবলী ফুটে উঠবে।
বিশ্ব বিচিত্রা অনুষ্ঠানে শিশু দিবসের প্রতিপাদ্য বিষয়াদির নানান দিক মিস ইয়াং ওয়েই মিং এর চমত্কার পরিবেশনায় ফুটে উঠেছে। চীন সহ বিভিন্ন দেশে শিশুদের উদ্দেশ্যে পালিত ও আয়োজিত অনুষ্ঠানাদির বিবরণাদি তাত্পর্যপূর্ণ। শিশু দিবস উদযাপনের গুরুত্বাবলী অনুধাবনে এবং সচেতনতা বৃদ্ধিতে আলোচ্য প্রতিবেদনের তথ্যাদি সহায়ক ভূমিকা রাখবে। চীন এবং বাংলাদেশ-ভারতের জনসাধারণের কাছে ঐতিহাসিকভাবে সমাদৃত দিবসের বিশ্লেষণমূলক পরিবেশনা শ্রোতাদের জ্ঞান অর্জনে সহায়তাদানের পাশাপাশি বেতারের উত্কর্যতা বিধানে সচেষ্ট হবে।
মিতালী আসর নতুন অনুষ্ঠানের অন্যতম, বাংলাদেশের রাজশাহী শিক্ষা বোর্ডের মোঃ ইসমাইল হোসেইন এই প্রসঙ্গে লিখেছেন, সি আর আই বাংলা বিভাগের তথ্য সমৃদ্ধ ও বৈচিত্রময় অনুষ্ঠানের নানান বিষয়াদির উপর শ্রোতাদের সুচিন্তিত মতামতের প্রতিফলনে সাজানো মিতালী আসরটি বেশ চিত্তাকর্ষক। শ্রোতাদের চিঠি, ই-মেইল ও ফাক্স বার্তার প্রাপ্তি স্বীকার সহ অর্থপূর্ণ ও দৃষ্টি আকর্ষনীয় মতামত বেতারের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলছে। সি আর আই বেতারের অসংখ্য শ্রোতার চাহিদা ও সন্তুষ্টি বিধানে সপ্তাহে ৪ দিন ভিন্ন ভিন্ন আঙ্গিকে মিতালী প্রচারে উদ্যোগ যথার্থ। মিতালীর বর্তমান চমত্কার পরিবেশনের ধারা ও উপস্থাপনা কৌশল অব্যহিত রেখে প্রচার সময় বাড়ালে তা আরও জনপ্রিয় হয়ে উঠবে।
বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয়াদি স্মরণ করিয়ে দেয়ার লক্ষ্যে প্রচারিত "ইতিহাসের আজ" অনুষ্ঠানটি শ্রোতাদের মাঝে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। চীন ছাড়াও অন্যান্য দেশের তাত্পর্যবহ ঘটনা প্রবাহের তথ্যাদি বেশ আকর্ষনীয়। এ ধরনের অনুষ্ঠান ব্যক্তি তথা দেশ ও জাতির উত্থান-পতনের নানান অজানা তথ্যাদি জানার পাশাপাশি ভবিষ্যত্ প্রজন্মের জন্য গবেষণা কাজে সহায়ক ভূমিকা রাখবে।
---বাংলাদেশের রাজশাহী জেলার রাজশাহী শিক্ষা বোডের মোঃ ইসমাইল হোসেইন
|