চীনের শিক্ষামন্ত্রীর নাম কি? 2005/07/26 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের মৌলভীবাজার জেলার শমশের নগর চা বাগানের সূত্রধর রেডিও লিসনার্স ক্লাবের সহ-সভাপতি প্রিয় তোষ সূত্রধর
ফুটবল খেলার জন্ম কোন্ দেশে? 2005/07/21 এখন সারা বিশ্ব স্বীকার করে যে, ফুটবল খেলার জন্ম প্রায় ২৫০০ বছর আগে চীনের যুদ্ধমান রাজ্য সমূহের যুগে, এ সময়টি কমপক্ষে আধুনিক ফুটবলের জন্মস্থান ব্রিটেনের চেয়ে এক হাজারাধিক বছর পুরনো।
চীনের সংসদ ভবনের নাম কি? চীনের সংসদ ভবনটি কত সালে প্রতিষ্ঠিত ? 2005/07/14 মহা গণ ভবন বেইজিংয়ের থিয়েন-আন-মেন মহা-চত্বরের পশ্চিম পাশে অবস্থিত। এটি চীনের জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনের স্থান, এবং চীনের রাষ্ট্রীয় নেতাগণ আর জনসাধারণের রাজনৈতিক ও কূটনৈতিক তত্পরতা আয়োজনের স্থান।
চীনের সব থেকে বড় মোবাইল ফোন সংস্থার নাম কি? 2005/07/14 ১৯৯২ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত জেচিয়াং প্রদেশের নিং পো পোদাও লিমিটেড কোম্পানিকে চীনের বৃহত্তম মোবাইল ফোন প্রতিষ্ঠান বলা যায়।
চীনারা মাছ ও মাংস এর মধ্যে কোনটি খেতে বেশি পছন্দ করেন? 2005/07/13 দক্ষিণ চীনে নদনদী বেশি আছে এবং সমুদ্রের পাশাপাশি অবস্থান আছে বলে দক্ষিণ চীনের লোকেরা মাছ খেতে বেশি পছন্দ করেন। উত্তর চীনের লোকেরা মাংস খেতে পছন্দ করেন।
চীনের জাতীয় প্রতীক কি? 2005/07/07 চীনের জাতীয় প্রতীকের অর্থ চীনা জনগণের ৪ মে আন্দোলনের পর নতুন গণতান্ত্রীক বিপ্লব একং শ্রমিক শ্রেণীর নেতৃত্বাধীন শ্রমিক আর কৃষকদের মৈত্রীর ভিত্তিতে গণতান্ত্রিক একনায়কত্ববিশিষ্ট নয়া চীনের জন্ম।
চীনের পররাষ্ট্রনীতির প্রধান প্রধান বিষয়বস্তু কি কি? 2005/06/23 চীন অবিচলিতভাবে স্বাধীন ও স্বতন্ত্র শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি পালন করে। চীনের সংস্কার ও উন্মুক্ততা এবং আধুনিকায়ন নির্মানকাজের জন্য এক সুষ্ঠু আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা, বিশ্বের শান্তি রক্ষা করা, মিলিতভাবে উন্নয়ন ত্বরান্বিত করা।