v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-26 10:55:48    
২০০৪ সালের আগে চীনের আর কোন্ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ? মিস ওয়ার্ল্ড ২০০৪ চীনের কোন্ শহরে অনুষ্ঠিত হয় ?

cri
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়ার পূর্ব ঘাটয়াডাঙ্গা গ্রামের নেট ওয়ার্ক রেডিও এ্যান্ড টি ভি ফ্যান ক্লাবের সভাপতি মসরুর জুনাইদ প্রশ্ন করেছেন ।

    উত্তরঃ পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার অন্যতম "বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা" ১৯৫১ সালে শুরু হয় । এখন পর্যন্ত ৫৪ বার আয়োজিত হয়েছে । এটা হচ্ছে পৃথিবীতে অপেক্ষাকৃত নামকরা এবং প্রভাবশালী বিরাটাকারের প্রতিযোগিতা । প্রতিযোগীরা বিভিন্ন দেশ আর অঞ্চল থেকে আসেন । প্রতি বছরে এর সদর দপ্তর প্রতিযোগিতার আয়োজক দেশ বা অঞ্চল স্থির করে । প্রতিযোগিতার সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সমাজের খ্যাতিসম্পন্ন ব্যক্তি, বাণিজ্য মহলের ক্ষমতাবান লোক, ক্রিড়া এবং বিনোদন মহলের সুপার স্টাররা উপস্থিত থাকেন । এই প্রতিযোগিতা আয়োজক দেশ বা অঞ্চলের জন্য পর্যটন, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় প্রভৃতি নানা শিল্পের উন্নয়ন বয়ে আনে । ২০০১ সাল থেকে চীনের মূলভূভাগ প্রতিনিধি পাঠানো শুরু    করে । ২০০১ সালে চীনের লিবিং মিস চীনা হিসেবে ৫১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, এবং ফাইনালে চতুর্থ স্থান এবং "এশীয় বিউটি কুইন" খেতাব অর্জন করেছেন । ২০০২ সালে উ ইয়াং না ৫২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা দেশ এবং "এশিয়া ও ওশেনিয়ার বিউটি রাণী" খেতাব অর্জন করেছেন । ২০০৩ সালে চীনের প্রতিনিধি কুন ছি ৫৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ব্রঞ্জপদক অর্জন করেছেন ।

    ৫৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ২০০৪ সালে চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে অনুষ্ঠিত হয়েছে । মোট ১১২টি দেম আর অঞ্চল থেকে আসা ১১২ জন সুন্দরী সেবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ।