v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-30 08:47:13    
চীন আন্তর্জাতিক বেতার কয়টি ভাষায় সংবাদ প্রচার করে?

cri
    চীন আন্তর্জাতিক বেতার কয়টি ভাষায় সংবাদ প্রচার করে?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার দুপচাঁচিয়ার ডাকাহার গ্রামের ওমর ফারুক, শেরপুরের কালিযাকৈর গ্রামের মোঃ মোস্তফা জামান সরকার, মাঝিড়ার কালুদাম পুর্বপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন। দিনাজপুর জেলার মোঃ আশাদুজ্জামান (মনি), লালমনিরহাট জেলার মহেন্দ্রনগরের মোঃ মুরাদ চৌধুরী, নওগাঁ জেলার মহাদেবপুরের বাঁশবাড়িয়া গ্রামের মোঃ ইমাজ উদ্দিন প্রমুখ ।

    উঃ ১৯৪১ সালের ৩ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠিত হয়। তখন কেবল প্রতিদিন ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান প্রচার হতো। এখন চীন আন্তর্জাতিক বেতার মোট ৪৩টি ভাষায় সারা বিশ্বের কাছে অনুষ্ঠান প্রচার করে। এর মধ্যে অন্তর্ভুক্তআছে ৩৮টি বিদেশী ভাষা, চীনের ম্যান্ডারিন ভাষা এবং চারটি আঞ্চলিক ভাষা। ২০০৪ সাল পর্যন্ত প্রতিদিন মোট ৩৯২ ঘন্টার অনুষ্ঠান প্রচারিত হয়।

    সি আর আইয়ের উদ্দেশ্য হচ্ছে চীনা জনগণ আর বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যকার সম্পর্ক এবং মৈত্রী বাড়ানো। ২০০৪ সালে সি আর আই মোট ১৬১টি দেশ আর অঞ্চল থেকে আসা ১৮ বিলিয়ন চিঠি পেয়েছে। সারা পৃথিবীতে আমাদের শ্রোতা সংস্থার সংখ্যা দাড়িয়েছে ৩৬০০টিরও বেশি।

    বাংলাদেশের কোন জেলায় শ্রোতা ক্লাবের সংখ্যা বেশী?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীর জগন্নাথদীর শ্রোতা গোলাম সারোয়ার

    উঃ এখন আমাদের তালিকাভুক্ত বাংলাদেশের শ্রোতা সংঘের সংখ্যা ২৩৫টি, ভারতের শ্রোতা সংঘের সংখ্যা ৪৬টি। এর মধ্যে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় শ্রোতা ক্লাব সবচেয়ে বেশি। আপাতত ২০টি আছে। এরপর আরো কয়েকটি জেলায় অপেক্ষাকৃত বেশি শ্রোতা সংঘ আছে। যেমন রাজশাহী জেলায় ১৮টি শ্রোতা সংঘ আছে, খুলনা জেলা এবং ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলায় পৃথক পৃথকভাবে ১৭টি শ্রোতা সংঘ আছে। তাছাড়া বাংলাদেশের বগুড়া, কুষ্টিয়া, পাবনা, চট্টগ্রাম, নওগাঁ, সাতক্ষিরা এবং নারায়নগঞ্জ জেলায়ও অপেক্ষাকৃত বেশি শ্রোতা সংঘ আছে।

    সি আর আই বাংলা বিভাগের কর্মী ও কর্মকর্তা সংখ্যা কত?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার পাইককান্দী গ্রামের কাজী সাইফুল ইসলাম, নারায়নগঞ্জ জেলার সোনার গাঁর আলগীর চর গ্রামের গ্রীণ লাইফ রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মিন ফাইজারুল হক

    উঃ বর্তমানে বাংলা বিভাগের চীনা কর্মীর সংখ্যা ১৮ , বাঙ্গালী বিশেষজ্ঞ আছেন ৩ জন।

    চাওয়া পাওয়া এবং মুখোমুখির মধ্যে পার্থক্য কি ?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের রংপুর জেলার হোসেন আবেদ আলী

    উঃ এই দুটি অনুষ্ঠান শ্রোতাদের নিয়ে গঠিত বিশেষ অনুষ্ঠান। তবে এর মধ্যে কিছু পার্থক্য আছে, চাওয়া পাওয়া আসর আগে প্রধানতঃ শ্রোতাদের চিঠির সারাংশ পড়ে শোনানো হতো, আসছে ১ জুলাই এর পর থেকে এই অনুষ্ঠানে শ্রোতাদের অনুরোধের গান প্রচারিত হবে। মুখোমুখি অনুষ্ঠান হচ্ছে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেয়ার বিশেষ অনুষ্ঠান। আপনি যদি আমাদের বেতার বা চীন সম্পর্কে কোনো প্রশ্ন পাঠাতে চান তাহলে মুখোমুখি আসরে চিঠি পাঠাতে পারেন, আমরা জবাব দিতে প্রস্তুত।