প্রশ্নকর্তাঃ বাংলাদেশের মৌলভীবাজার জেলার শমশের নগর চা বাগানের সূত্রধর রেডিও লিসনার্স ক্লাবের সহ-সভাপতি প্রিয় তোষ সূত্রধর
উঃ চীনের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম চৌ চি। তিনি ১৯৪৬ সালের আগস্ট মাসে শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে পেইজিংয়ের ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নেবার পর ১৯৮০ সালে মার্কিন নিউইয়ক স্টেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে যন্ত্রপ্রকৌশল এর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি চীনের এনজিনীয়ারিং এ্যাক্যাডেমির সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালের মার্চ মাস থেকে চীনের শিক্ষা মন্ত্রীর পদে নিযুক্ত হন।
|