v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-23 11:46:01    
চীনের পররাষ্ট্রনীতির প্রধান প্রধান বিষয়বস্তু কি কি?

cri
 প্রশ্নকর্তাঃবাংলাদেশের নওগাঁ জেলার নিয়ামতপুরের চৌরা পাড়া গ্রামের মোহাঃ আব্দুল্লাহ্ আলমামুন

 উঃ চীন অবিচলিতভাবে স্বাধীন ও স্বতন্ত্র শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি পালন করে। আমাদের পররাষ্ট্রনীতির মৌলিক উদ্দেশ্য হচ্ছে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভূভাগের অখন্ডতা রক্ষা করা। চীনের সংস্কার ও উন্মুক্ততা এবং আধুনিকায়ন নির্মানকাজের জন্য এক সুষ্ঠু আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা, বিশ্বের শান্তি রক্ষা করা, মিলিতভাবে উন্নয়ন ত্বরান্বিত করা।

 চীনের পররাষ্ট্রনীতির প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত আছে, বরাবর স্বাধীন ও স্বতন্ত্র মৌলিক নীতি অনুসরণ করা, যে কোনো বড় দেশ বা রাষ্ট্র গোষ্ঠীর সঙ্গে মিত্র না করা, সামরিক গোষ্ঠী না করা, সমরসজ্জার প্রতিদ্বন্দ্বিতায় অংশ না নেওয়া, সামরিক সম্প্রসারণনা করা।

 চীন আধিপত্যবাদ বিরোধীতা করে, বিশ্বের শান্তি রক্ষা করে, দেশ বড় হোক, ছোট হোক, শক্তিশালি হোক, দুর্বল হোক, দরিদ্র হোক, ধনী হোক, সবাই আন্তর্জাতিক সমাজের সমান সদস্য এমন অধিষ্ঠান সমর্থন করে। চীন মনে করে, রাষ্ট্র ও রাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে পরস্পরের বিবাদ সমাধান করা উচিত। বল প্রয়োগ বা সশস্ত্র শক্তি দিয়ে হুঁমকি দেখানো উচিত নয়, কোন ওজুহাতে অন্য দেশের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না।

 চীন সক্রিয়ভাবে ন্যায়পরায়ণ ও যুক্তিযুক্ত আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠা ত্বরান্বিত করে। শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি এবং অন্যান্য সর্বজনস্বীকৃত আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠার ভিত্তিতে পরিণত হওয়া উচিত।

 চীন পরস্পরের সার্বভৌমত্ব এবং ভূভাগের অখন্ডতা সম্মান করা, পরস্পরকে আগ্রাসন না করা, পরস্পরের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক উপকারিতা, শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে চীন সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা ও উন্নয়ন করতে ইচ্ছুক।

 চীন সার্বিক ক্ষেত্রে বৈদেশিক উন্মুক্ত নীতি কার্যকরী করা, সমতা ও পারস্পরিক উপকারিতার ভিত্তিতে বিভিন্ন দেশ আর অঞ্চলের সঙ্গে ব্যাপক বাণিজ্যিক আদান-প্রদান, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা এবং বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক বিনিময় করতে চায়, মিলিতভাবে অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায়।

 চীন সক্রিয়ভাবে বহুপাক্ষিক কূটনৈতিক তত্পরতায় অংশ নেয়। চীন বিশ্ব শান্তি এবং অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করার এক মজবুত শক্তি।