প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলার ওয়ার্ল্ড রেডিও টি ভি লিসনার্স সেন্টার এ্যান্ড লাইব্রেরীর সভাপতি মোঃ আশরাফুল হক
উঃ চীনের জাতীয় সংগীতের নাম "স্বেচ্ছাসেবকদের অগ্রযাত্রা" । এর সুর রচনা করেছেন চীনের বিখ্যাত সুরকার নিয়ে এর। তিনি মাত্র দু বছর সংগীত রচনা করেছেন। তবে ৮টি আলোকচিত্র, ৪টি নাটক সহ বিভিন্ন উপলক্ষে মোট ৪১টি সংগীতের সুর দিয়েছেন । ২৩ বছর বয়সে তিনি জাপানে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।
চীনের জাতীয় সংগীতটি রচনা করেছেন চীনের নাট্য আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিখ্যাত নাট্যকার এবং কবি থিয়েন হান। তিনি বহু নাটক, চলচ্চিত্রের জন্য ব্যাপক প্রভাবশালী গানের কথা লিখেছেন, যেমন " স্বেচ্ছাসেবকদের অগ্রযাত্রা", "স্নাতক হবার গান" ইত্যাদি। এর মধ্যে "স্বেচ্ছাসেবকদের অগ্রযাত্রা" গানটি হাজার হাজার শ্রোতা-সাধারণের মন স্পর্শ করেছে। এই গানটি চীনের উত্তর-দক্ষিণসব অঞ্চলে ছড়িয়ে পড়েছে, চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ থেকে মুক্তি-যুদ্ধ পর্যন্ত প্রচলিত ছিলো, গানটি চীনের ছেলেমেয়েদের স্বদেশের জন্য সংগ্রাম করতে উত্সাহ দিয়েছে। নয়া-চীন প্রতিষ্ঠার পর এই গানটি জাতীয় সংগীত হিসেবে নির্ধারিত হয়েছে।
গানের কথা এমনি,
উঠে দাঁড়াও, যারা দাস হতে চাও না
চলো, রক্ত-মাংসের সুড়কি দিয়ে আমাদের নতুন মহাপ্রাচীর গড়ি।
চীনা জাতি সবচেয়ে বিপদজনক মুহূর্তে পৌঁছেছে,
প্রতিটি মানুষ ডাক দিয়েছে সংগ্রামের ।
দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও
আমরা লাখো মানুষ একটি হৃদয় নিয়ে
পরোয়া করিনা দুশমনের গুলিকে এগিয়ে চলো,
এগিয়ে চলো, চলো।
|