 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রংপুর জেলার পূর্ব গোয়ালু গ্রামের গোয়ালু ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
উঃ চীনের সংসদ ভবনের নাম মহা-গণ ভবন। মহা গণ ভবন বেইজিংয়ের থিয়েন-আন-মেন মহা-চত্বরের পশ্চিম পাশে অবস্থিত। এটি চীনের জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনের স্থান, এবং চীনের রাষ্ট্রীয় নেতাগণ আর জনসাধারণের রাজনৈতিক ও কূটনৈতিক তত্পরতা আয়োজনের স্থান।
মহা-গণ ভবন ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর স্থাপত্যের আয়তন ১৭১৮০০ বর্গমিটার, রাজপ্রাসাদের সকল স্থাপত্যের আয়তনের চেয়ে বড়। এই ভবনের কেন্দ্রীয় হল হচ্ছে দশ হাজার আসনের বিরাট সভা কক্ষ। এর উত্তর দিকে ৫০০০ আসন বিশিষ্ট এক বিরাট ভোজ সভা কক্ষ। দক্ষিণ দিকে হচ্ছে জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কার্যালয়। মহা-গণ ভবনের এক তলার কেন্দ্রে রাষ্ট্রীয় অভ্যর্থনা হল আছে, সেখানে চীনের পার্টির ও রাষ্ট্রীয় নেতারা সম্মানিত অতিথিদের অভ্যর্থনা করেন। চীনের প্রেসিডেন্ট এখানে নব-নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূতদের দেয়া পরিচয় পত্র গ্রহণ করেন। এর আয়তন ৫৫০ বর্গমিটার।
মহা-গণ ভবনে মোট তিন শতাধিক সভা কক্ষ, বিশ্রাম কক্ষ এবং কার্যালয় আছে। এর মধ্যে চীনের প্রত্যেক প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল , কেন্দ্র-শাসিত মহানগর এবং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নিজস্ব প্রতিনিধি হল আছে, বিভিন্ন অঞ্চলের শিল্পী এবং স্থপতিরা সযত্নে তা সাজিয়েছেন।
|