v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-13 15:10:51    
চীনারা মাছ ও মাংস এর মধ্যে কোনটি খেতে বেশি পছন্দ করেন?

cri
 প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার কলেজ পাড়ার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন

 উঃ মাছ এবং মাংস উভয় চীনাদের পছন্দীয় খাবার । দক্ষিণ চীনে নদনদী বেশি আছে এবং সমুদ্রের পাশাপাশি অবস্থান আছে বলে দক্ষিণ চীনের লোকেরা মাছ খেতে বেশি পছন্দ করেন। উত্তর চীনের লোকেরা মাংস খেতে পছন্দ করেন। প্রধান খাদ্য হিসেবে উত্তর ও দক্ষিণ চীনের লোকদের পার্থক্যও আছে। যেমন উত্তর চীনের লোকেরা ময়দা দিয়ে তৈরি খাবার বেশি পছন্দ করেন, দক্ষিণ চীনের লোকেরা ভাত খেতে পছন্দ করেন।

চীনে ভারতের মতো বিবাহ উত্সবে যোগ দেওয়ার জন্য আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবীর নিকট আমন্ত্রণ কার্ড প্রেরণের ব্যবস্থা আছে কি?

 প্রশ্নকর্তাঃভারতের আসামের ধুবড়ী জেলার কাজিপাড়া গ্রামের আসাম রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক মেহতাব উদ্দিন আহমেদ

 উঃ আছে অবশ্যই, বিয়ে অনুষ্ঠানের আগে বর এবং কনের পক্ষ থেকে আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবীর কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ কার্ড প্রেরণের ব্যবস্থা আছে। বিয়ের দিনে সবাই একসাথে ভোজসভায় অংশগ্রহণ করেন, এবং নতুন দম্পতির জন্য উপহার দেয়া হয়।

চীনে আবাদযোগ্য জমির পরিমাণ কত?

 প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের ফারিন জুয়েল

 উঃ চীনের ভূভাগের মোট আয়তন বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। কিন্তু আবাদযোগ্য জমির আয়তন খুব কম, কেবল মোট আয়তনের ১৩ ভাগের এক ভাগ। মাথাপিছু জমির আয়তন মাত্র ০.৭৭৭ হেকটর, এই সংখ্যাটি মাত্র পৃথিবীতে মাথাপিছু জমি সম্পদের তিন ভাগের এক ভাগ। বর্তমানে চীনের আবাদযোগ্য জমির আয়তন ১৮৫ কোটি ১০ লক্ষ হেকটর।

চীনে কি বাংলাদেশের মতো বাদাম পাওয়া যায়?

 প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার একই বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মোঃ জুয়েল আহমেদ মল্লিকও প্রশ্ন করেছেন।

 উঃ চীনা বাদাম প্রসঙ্গে আমি কিছু তথ্য দিতে পারি। প্রায় ৩৫০০ বছর আগে বর্তমান ব্রাজিল বা পেরুতে চীনাবাদামের উত্স। এখন চীনাবাদাম এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ ও উত্তর আমেরিকায় উত্পাদিত হয়। ভারত এবং চীনের উত্পাদনের পরিমাণ সারা বিশ্বের মোট উত্পাদন পরিমাণের অর্ধেকেরও বেশি। তাছাড়া, যুক্তরাষ্ট্র, সেনেগাল , সুদান, ব্রাজিল, আর্জেনটিনা, দক্ষিণ আফ্রিকা, ইস্রাইল, মালাউই এবং নাইজেরিয়া প্রভৃতি দেশেও চীনাবাদাম উত্পাদিত হয়। চীন বিশ্বের বৃহত্তম চীনাবাদামের উত্পাদন, পণ্যভোগ এবং রপ্তানি দেশে পরিণত হয়েছে। চীনের বার্ষিক উত্পাদন পরিমাণ ১ কোটি ৫০ লক্ষ টন, তা হচ্ছে পৃথিবীর মোট উত্পাদন পরিমাণের ৪২ শতাংশ । চীনের রপ্তানির পরিমাণ বিশ্ব বাণিজ্য পরিমাণের শতকরা ২৫ ভাগেরও বেশি।

চীনে Private University এর সংখ্যা কত এবং এগুলোর প্রভাব কেমন?

 প্রশ্নকর্তাঃবাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সূত্রধর রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক জনি সূত্রধর

 উঃ এখন চীনে প্রায় তিন হাজারেরও অধিক বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে ১২০০'রও বেশি বেসরকারী বিশ্ববিদ্যালয় আছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের বেসরকারী বিশ্ববিদ্যালয় দ্রুতগতিতে বিকশিত হয়েছে, কিছু কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আকারও বেশ বড়। কিন্তু শিক্ষাদানের মান এবং সুনামের দিকে বেসরকারী বিশ্ববিদ্যালয় আর সরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো বেশ ব্যবধান আছে। ছাত্রছাত্রীদের প্রথম বাছাই এখনো সরকারী বিশ্ববিদ্যালয়।