 প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বঙ্গের বর্দ্ধমান জেলার সমুদ্র গড়ের শর্ট ওয়েভ ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের প্রদীপ কুমার বসাক
উঃ এখন চীনে বেশ কয়েকটি মোবাইল ফোন সংস্থা আছে, এবং প্রায় সবকটিই দেদার ব্যবসা করছে। এর মধ্যে ১৯৯২ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত জেচিয়াং প্রদেশের নিং পো পোদাও লিমিটেড কোম্পানিকে চীনের বৃহত্তম মোবাইল ফোন প্রতিষ্ঠান বলা যায়। এই কোম্পানি বিশেষ করে মোবাইলজাত দ্রব্য গবেষণা, উত্পাদন এবং বিক্রয় করে। এটা হচ্ছে চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আর চীনের বিজ্ঞান এক্যাডেমির হাই-টেক শিল্পপ্রতিষ্ঠান পর্যালোচনায় অনুমোদিত জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ হাই-টেক শিল্পপ্রতিষ্ঠান।
এই কোম্পানিতে মাস্টারস, ডক্টরেট এবং পোস্টডক্টরেটসহ প্রায় ১০০০ জন গবেষকের একটি দল আছে। পোদাও কোম্পানি তার বার্ষিক বিক্রীজনিত আয়ের ৬ শতাংশ গবেষণা কাজে ব্যয় করে। বহু বছরের প্রচেষ্টার পর পোদাও মোবাইল টেলিযোগাযোগ পণ্যের গুণগত মান চীনে প্রথম শ্রেণীতে দাড়িয়েছে।
পোদাও মোবাইল ফোন একাধিক বার "ব্যবহারকারীদের সবচেয়ে সন্তোষজনক মার্কার পুরস্কার, শ্রেষ্ঠ পরিসেবা পুরস্কার প্রভৃতি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে। ২০০৩ সালে পোদাও মোবাইল ফোন "চীনের বিখ্যাত মার্কার", "পণ্যভোগীদের প্রথম পছন্দের মার্কা" প্রভৃতি গৌরবময় খেতাব অর্জন করেছে। ২০০৪ সালে "পোদাও বার্ড" মার্কা "চীনের নামকরা মার্কা" নির্বাচিত হয়েছে। ২০০০ থেকে ২০০৪ সাল পোদাও মোবাইল পর পর পাঁচ বছর ধরে চীনের তৈরি মোবাইলের বিক্রয়ের পরিমাণের দিক থেকে প্রথম স্থান দখল করেছে।
চীনের অভ্যন্তরে প্রথম শ্রেণীতে বজায় থাকার সঙ্গে সঙ্গে পোদাও কোম্পানি সক্রিয়ভাবে আন্তর্জাতিক বাজার উন্নয়ন করছে, এখন প্রাথমিকভাবে বিদেশে বিক্রয় এবং পরিসেবা নেট প্রতিষ্ঠা করেছে। বর্তমানে পোদাও মোবাইল ইউরোপ, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, স্বাধীন রাষ্ট্র সমূহের কমনওয়েলথ প্রভৃতি অঞ্চলের পঞ্চাশাধিক দেশে রপ্তানী করে, এর মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড ইত্যাদি ইউরোপীয় শিল্পোন্নত দেশ ।
|