প্রশ্নকর্তাঃবাংলাদেশের বগুড়া জেলার ডাকাহার গ্রামের মোঃ ওমর ফারুক প্রশ্ন করেছেন ।
উত্তর: ১৮৮৮ সালে জার্মানীর বিজ্ঞানী হেইনরিখ হের্জ রেডিও ওয়েভ আবিস্কার করেন । ১৮৯৫ সালে রাশিয়ার পদার্থবিজ্ঞানী আলেক্সান্ডার স্টেফানোভিজ পোপোভ ঘোষণা করেছেন যে, তিনি ৬০০ গজ দূরে রেডিও ওয়েভ পাঠাতে ও গ্রহণ করতে পারেন । ১৯০১ সালে ইতালীর মার্কোনী আটলান্টিক মহাসাগর অন্য প্রান্ডে বেতার তরঙ্গ প্রেরণ করেন । ১৯০৬ সালে কানাডার আবিষ্কারক রেজিনাল্ড ফেসেন্ডেন প্রথমবার এক ধরনের বিশেষ রেডিও আবিষ্কার করেছেন ,কিন্তু সেই রেডিও বর্তমানের রেডিও এক নয় ।
একই বছরে যুক্তরাষ্ট্রের লী দে ফোরেস্ট ফেসেন্ডের আবিষ্কার অনুযায়ী ভাকুয়াম টিউবস রেডিও আবিষ্কার করেছেন । ১৯২৫ সালে যুক্তরাষ্ট্রেরবিদ্যুত প্রকৌশলী আমস্ট্রোং এফ এম রেডিও আবিষ্কার করেছেন । কিন্তু সেই রেডিওর সাইজ খুব বড় । ১৯৫৫ সালে ছোট সাইজের ট্রানসিস্টার রেডিও যুক্তরাষ্ট্র আর জাপানে আবিষ্কৃত হয়েছে ।
|