v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
 
• পেইচিং অপেরা 2006/01/19
চীনের পেইচিং অপেরাকে "প্রাচ্যের অপেরা" বলা হয়। এটা হচ্ছে চীনের বিখ্যাত রাষ্ট্রীয় বিশুদ্ধ সংস্কৃতির সারভাগ , পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে বলে পেইচিং নামটি এতে যুক্ত হয়েছে।
• থিয়েন আন মেন স্কোয়ার 2006/01/12
থিয়েন আন মেন মহাচত্বর পেইচিং শহরের কেন্দ্রে অবস্থিত , এর উত্তর-দক্ষিণ দৈর্ঘ্য ৮৮০ মিটার, পূর্ব-পশ্চিম চওড়া ৫০০ মিটার , আয়তন ৪ লক্ষ ৪০ হাজার বর্গমিটার, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাচত্বর
• বিশ্ব রাজনীতিতে চীনের অবস্থান কততম? 2006/01/05
চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং অংশীদারিত্বের নীতি অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা এবং সমৃদ্ধিতে সহায়তা করার নীতিতে অবিচল থাকে, আঞ্চলিক শান্তি রক্ষা করা, অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• চীনের আয়তন কত বর্গ কিলোমিটার ও কত বর্গ মাইল? 2005/12/29
    উঃ চীনের স্থলভাগের মোট আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রায় সারা পৃথিবীর স্থলভাগের মোট আয়তনের এক পঞ্চমাংশ। চীনের মূলভূমির উপকূলরেখা ১৮ হাজার কিলোমিটারেরও বেশী দীর্ঘ।
• চীন কতসালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 2005/12/22
    উঃ প্যান্ডা হচ্ছে চীনা জাতির অমূল্য সম্পদ এবং দেশ-বিদেশের চীনারা আর বিশ্বের জনগণের আদরের প্রাণী।
• চীনের সীমান্তবর্তী রাষ্ট্রগুলো কি কি? 2005/12/15
    উঃ ২০০৫ সালের জানুয়ারী মাস পর্যন্ত, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশের সংখ্যা মোট ১৬৬।
•  চীন সমাজতান্ত্রিক না গণতান্ত্রিক দেশ? 2005/12/08
 উঃ চীন অবশ্যই সমাজতান্ত্রিক দেশ। গণ প্রজাতন্ত্রী চীন হলো শ্রমিকশ্রেণীর নেতৃত্বে পরিচালিত এবং শ্রমিক-কৃষক মৈত্রীর ভিত্তিতে প্রতিষ্ঠিত জন-গণতান্ত্রিক একনায়কত্বের একটি সমাজতান্ত্রিক দেশ। সমাজতান্ত্রিক ব্যবস্থা গণপ্রজাতন্ত্রী চীনের মৌলিক ব্যবস্থা ।
• চীন-জাপান যুদ্ধের ব্যাপ্তি ছিলো কত বছর? 2005/12/01
১৯৩৭ সালের জুলাই থেকে ১৯৪৫ সালের আগস্ট মাস পর্যন্ত চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ অব্যাহত ছিল
• চীনের বিবাহ আইন 2005/11/24
চীন গণ-প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ১৯৫০ সালের মে মাসে চীনের প্রথম বিবাহ আইন প্রকাশিত হয়। এর ফলে নারী আর পুরুষের বিয়ের অধিকার আর কর্তব্যে সমতার তত্ত্ব বাস্তবায়িত হয়।
• চীনের সবচেয়ে বড় লাইব্রেরী 2005/11/17
জিংসেং হচ্ছে বিশ্ব বিখ্যাত মূল্যবান ঔষধ। গত কয়েক হাজার বছর ধরে চীনারা মনে করেন, জিংসেং হচ্ছে উচ্চ শ্রেণীর চীনা ভেষজ ঔষধ। তা খেয়ে শরীর শক্তিশালী করা এবং তা দীর্ঘজীবন লাভের জন্যও হিতকর।
• চীনের মহা-খাল 2005/11/10
চীনের মহা-খাল হলো প্রাচীনকালেচীনের একটি মহা-জলসেচ প্রকল্প এবং পৃথিবীতে সবচেয়ে আগে প্রতিষ্ঠিত এবং দূরপাল্লার খাল। এই মহা-খাল হচ্ছে  মহা প্রাচীরের মতোই চীনের প্রাচীনকালের আরেকটি বিস্ময়কর প্রকল্প।
• চীনের বিখ্যাত সাহিত্যিক পা চীন 2005/11/03
পা চীনের আসল নাম লি ইয়াও থাং।  ১৯২১ সালে তাঁর প্রথম প্রবন্ধ প্রকাশের পর ১৯৯৯ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত তিনি মোট ১ কোটি ৩০লাখ অক্ষরের সাহিত্য রচনা করেছেন।
• চীনের প্রধানমন্ত্রী কখন বাংলাদেশে সফর করেছেন? 2005/11/03
১৯৮৯ সালের নভেম্বর মাসে চীনের তত্কালীন প্রধানমন্ত্রী লি পেং বাংলাদেশে আনুষ্ঠানিক মৈত্রী সফর করেন। সফরকালে দু'পক্ষ চীন-বাংলাদেশ পারস্পরিক ভিসা-মুক্ত চুক্তি , বাণিজ্য চুক্তি প্রভৃতি দলিল স্বাক্ষর করেছে।
• চীনের প্রথম এভারেস্ট বিজয়ী কে? 2005/10/27
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহিলা কলেজ পাড়ার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন
• চীনে কি আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়? 2005/10/27
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের সূত্রধর রেডিও লিসনার্স ক্লাবের সহ-সভাপতি প্রিয়তোষ সূত্রধর
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17