চীনের প্রথম প্রেসিডেন্টের নাম কি? এবং তিনি মোট কত বছর ক্ষমতায় ছিলেন? 2004/12/09 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার আটঘরিয়ার পারকোদালিয়া গ্রামের রেডিও ফেয়ার লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা উত্তরঃ মাও ছে তুং হলেন নয়া চীনের প্রথম মহান নেতা । ১৮৯৩ সালের ২৬শে ডিসেম্বর হুনান প্রদেশের শাও শান গ্রামের এক কৃষক পরিবারে তাঁর জন্ম।
|
চীনে সর্ব প্রথম কাগজ আবিস্কৃত হয় কত সালে? 2004/12/02
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামের সি আর আই শ্রোতা সংঘের সভাপতি শহিদুর রহমান শহিদ উত্তরঃ কাগজ আবিস্কার হচ্ছে চীনের প্রাচীনকালের চারটি বিখ্যাত আবিস্কারের অন্যতম। ১৮০০ বছর আগে অর্থাত্ চীনের পূর্ব হান রাজবংশের সময়ে ছাই লুন নামে এক জন কর্মকর্তাগাছের ছাল , কাপড় এবং মাছ ধরা জাল প্রভৃতি নানা রকমের গাছের তন্তু পানির মধ্যে সিদ্ধ করে মিশিয়ে মন্ড তৈরী করে , পাতলা কাগজ আবিস্কার করেন ।
|
চীনা মহিলারা প্রসূতিকালীন অবস্থায় কী ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন ? 2004/11/29 প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বঙ্গের হুগলী জেলার বমনগর গ্রামের শ্রীমতি সুদেষ্ণা বসু
|
চীন সর্ব প্রথম কোন অলিম্পিকে অংশ নেয় ও পদক অর্জন করে ? 2004/11/29 প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বঙ্গের হুগলী জেলার বমনগর গ্রামের শ্রীমতি সুদেষ্ণা বসু
|
চীন কি জাতি সংঘের সদস্য দেশগুলির মধ্যে একটি? 2004/11/25 প্রশ্নকর্তাঃবাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সানফ্লাওয়ার রেডিও লিসেনার্স ক্লাবের আবু ইউসুফ মোলা উত্তরঃ চীন অবশ্যই জাতিসংঘের সদস্য দেশ এবং নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের অন্যতম।
|
চীনের জাতীয় কবির নাম কি এবং তাঁর জন্মস্থান কোথায়? 2004/11/25 প্রশ্নকর্তাঃবাংলাদেশের নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার কান্দাপাড়ার মা রেডিও এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইউসুফ রায়হান । উত্তরঃচীনে অনেক জাতীয় কবি আছেন , ওয়েন ই ডুও হলেন চীনের বিখ্যাত দেশপ্রেমিক কবির অন্যতম ।
|
চীনের বিখ্যাত সিনেমার নায়িকা কে? 2004/11/19 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নরসিংদী জেলার পাঁচদোনার মেহেরপাড়া গ্রামের এফ আই সফিউদ্দিন । উত্তরঃ কুং লি হচ্ছেন চীনের বিখ্যাত নায়িকার অন্যতম। পাশ্চাত্য লোকদের চোখে কুং লি হলেন প্রাচ্যের সুন্দরতমা নারী। তিনি ১৯৬৫ সালে উত্তর-পুর্বচীনের লিয়াও নিন প্রদেশের শেন ইয়াং শহরে জন্ম গ্রহণ করেছেন।
|
চীনে কতটি রাজনৈতিক দল রয়েছে ? 2004/11/11 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের জামালপুর জেলার খাশিমারা গ্রামের এস এম সজল মাহসুদ
উত্তরঃ চীনের ক্ষমতাসীন পার্টি হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি । চীনের কমিউনিস্ট পার্টি ১৯২১ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় । ১৯২১ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ কঠোর সংগ্রাম চালিয়ে সাম্রাজ্যবাদ , সামন্তবাদ এবং আমলাতান্ত্রিক পূঁজিবাদের ক্ষমতা সম্পূর্ণভাবে খর্ব করে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন ।
|
চীনের বৃহত্তম শহরের নাম কি ? 2004/11/11 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গোবিন্দাপুরের ওবেয়দুল ইসলাম উত্তরঃ মার্কিন জাতীয় ভুগোল পত্রিকার প্রকাশিত সর্বশেষ ম্যাপিং উপগ্রহের পর্যবেক্ষণের ফলাফল অনুযায়ী , উ হান হচ্ছে চীনের বৃহত্তম শহর ।
|
চীনের বৃহত্তম গ্রামের নাম কি ? 2004/11/05 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের মিস লাবনী
|
চীনারা ইংরেজী শেখার প্রতি কতটা আগ্রহী ? 2004/11/04 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার বাবুপাড়া গ্রামের ড্রীম ওয়েভ অডিয়্যান্স ক্লাবের সদস্য মোঃ জাহাঙ্গীর কবীর , মোঃ সাইফুল ইসলাম , মোঃ রেজওয়ানুল কবীর এবং মোঃ নওশের আলী
|
চীনের বিখ্যাত যাদু শিল্পীর নাম 2004/10/22 চীনের বিখ্যাত যাদু শিল্পীর নাম কি ? প্রশ্নকর্তাঃ বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জের গাজিপুরের নির্মল রায়
|
চীনের ঐতিহাসিক মসজিদের নাম কি ? এটি কত সালে নির্মান করা হয় ? 2004/10/21 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের লালমনিরহাট জেলার পুর্বদিঘলটারী বসিনটারী গ্রামের মোঃ রাশিদুল ইসলাম (রশিদ)
|
চীনের প্রধান জাতীয় পত্রিকা কোনটি ? পত্রিকাটি কত সাল থেকে প্রচারিত হচ্ছে ? 2004/10/21 প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার সুলতানশাহির লিপন স্মৃতি রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি বি এম ফায়সাল আহমেদ এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের মোঃ জুয়েল উদ্দিন ।
|
|