v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-25 11:19:31    
চীনের জাতীয় কবির নাম কি এবং তাঁর জন্মস্থান কোথায়?

cri
    প্রশ্নকর্তাঃবাংলাদেশের নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার কান্দাপাড়ার মা রেডিও এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইউসুফ রায়হান ।

    উত্তরঃচীনে অনেক জাতীয় কবি আছেন , ওয়েন ই ডুও হলেন চীনের বিখ্যাত দেশপ্রেমিক কবির অন্যতম । ওয়েন ই ডুও এর আসল নাম চিয়াং হুয়া , তিনি কেবল একজন বিখ্যাত কবিই নন , বরং পন্ডিত ও দেশপ্রেমিক গণতান্ত্রিক সৈন্য । ১৮৯৯ সালের ২৪শে নভেম্বর চীনের হুপেই প্রদেশের শি শুয়েই জেলায় একটি কীর্তিমান পরিবারে তাঁর জন্ম। ১৯২২ সালে, তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো আর্টস একাডেমিতে গিয়ে লেখাপড়া করেছেন , তারপর সাহিত্য গবেষণা করেছেন । ১৯২৫ সালের মে মাসে স্বদেশে ফিরে আসার পর, তিনি পর পর ছিংতাও বিশ্ববিদ্যালয় এবং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। ১৯২৩ সালে লাল মোমবাতি নামে তাঁর প্রথম কাব্য সংকলনগ্রন্থ প্রকাশিত হয়েছে , তাতে সাম্রাজ্যবাদের বিরোধিতা এবং দেশপ্রেম প্রতিফলিত হয়েছে । ১৯২৮ সালে < অপ্রচলিত পানি> নামে তাঁর দ্বিতীয় কাব্য-সংকলনগ্রন্থ প্রকাশিত হয়েছে , তাতে গভীর দেশপ্রেমের মর্ম প্রকাশিত হয়েছে । এর পর তিনি প্রাচীন সাহিত্য নিয়ে গবেষণা করেছেন এবং সাহসিকতার সাথে দেশপ্রেমিক গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়েছেন , অবশেষে নিজের মূল্যবান প্রাণ বিসর্জন করেছেন।

    ১৯৯৯ সালে ম্যাকাও চীনের কোলে ফিরে আসার সময়ে, বিশেষ উপহার হিসেবে ম্যাকাও প্রশাসনিক অঞ্চলের একজন আদুরে মিষ্টি ছোট্ট মেয়ে মিষ্টি কন্ঠে <সাত সন্তানের গান> নামে গানটি গেয়েছেন। এই গানের কথা লিখেছেন বিখ্যাত কবি ওয়েন ই ডুও । এই সাত সন্তান মানে পূর্বকালে অন্যান্য দেশের দখলকৃত চীনের সাতটি অঞ্চল , ম্যাকাও হচ্ছে এর অন্যতম । গানটি দ্রুতই সারা দেশে জনপ্রিয় হয়েছে ।