প্রশ্নকর্তাঃবাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সানফ্লাওয়ার রেডিও লিসেনার্স ক্লাবের আবু ইউসুফ মোলা
উত্তরঃ চীন অবশ্যই জাতিসংঘের সদস্য দেশ এবং নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের অন্যতম। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ আর জাতি সংঘের অন্যান্য সাধারণ সদস্য দেশের অবস্থান এক নয় ।স্থায়ী সদস্য দেশ বিভিন্ন দেশের উত্থাপিত প্রস্তাবের ওপর ভেটো দিতে পারে ।
১৯৪৫ সালের এপ্রিল মাসে জাতি সংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালের নভেম্বর মাসে চীনের প্রতিনিধি উ শিউ ছুয়ান নিরাপত্তা পরিষদে ভাষণদানকালে যুক্তরাষ্ট্র চীনের ভূভাগ তাইওয়ানের ওপর সামরিক আগ্রাসন চালানোর নিন্দা করেছেন। এটা হচ্ছে জাতিসংঘের অধিবেশনে নয়া চীনের কোনো প্রতিনিধির প্রথম উপস্থিতি। ১৯৭১ সালের অক্টোবর মাসে জাতিসংঘের ২৬তম সাধারণ পরিষদে ২৭৫৮ নং সিদ্ধান্ত গৃহীত হয়েছে ,তাতে জাতি সংঘে চীন গণ প্রজাতন্ত্রের যাবতীয় বৈধ অধিকার পুনরুদ্ধার হয়েছে , এবং সঙ্গে সঙ্গে তাইওয়ান কর্তৃপক্ষের প্রতিনিধিকে জাতি সংঘের সকল সংস্থা থেকে বহিষ্কার করা হয়েছে, যাতে চীন গণ প্রজাতন্ত্র চীনের একমাত্র আইনগত সরকারের মর্যাদা নির্ধারণ করা হয়েছে।
|