চীনের বৃহত্তম নদীর নাম কি ? এবং হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় কেন ? 2005/02/24 প্রশ্নকর্তাঃবাংলাদেশের পাবনা জেলার কৃষ্ণপুর , লাইব্রেরী বাজারের মোঃ জাকারিয়া হক, নারায়নগঞ্জ জেলার হাউলীপাড়ার মোঃ ওসমান গনি, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আলপনা সেন, নারায়নগঞ্জ জেলার সোনার গাঁ আলগীর চর গ্রামের গ্রীন লাইফ রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মিন ফাইজারুল হক ।
|
চীনের শ্রেষ্ঠ কবি কে এবং শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি ? 2005/02/18 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নড়াইল জেলার দিঘলিয়ার মার্কোনী রেডিও ডি-এক্স ক্লাবের সভাপতি কে এম নজরুল ইসলাম, কুমিল্লা জেলার লাকশামের দোসরী চৌ গ্রামের মোঃ আব্দুস সাত্তার, মোঃ আল-মামুন, মোঃ আঃ হাকিম, মোঃ শহীদুল ইসলাম , ময়মনসিংহ জেলার মল্লিক বাড়ীর আচিক শর্টওয়েভ লিসনার্স ক্লাবের সাধারণ সম্পাদক থিয়ফিল এস রিছিল প্রমুখ ।
|
চীনের মহা প্রাচীরের দৈর্ঘ্য কত? কোন সম্রাট নির্মান করেন এবং কেন? 2005/02/17 প্রশ্নকর্তাঃ ভারতের আসামের বনগাইগাঁও এর মোজাবাড়ি গ্রামের মোঃ আব্দুল কাদের আলি, বাংলাদেশের খুলনা জেলার মোঃ আলরাফুজ্জামান, রাজশাহী জেলার শিবপুরহাটের তোনাপারা গ্রামের এম এ মান্নান, পাবনা জেলার নয়নামতি উত্তর পাড়ার ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ ফিরোজ আলম, নাটোর জেলার ধরাইলের আলাদী গ্রামের উত্তরণ সি আর আই লিসনার্স ক্লাবের মোঃ মশিউর রহমান, ফেনী জেলার পাঁচগাছিয়ার উত্তর কাশিমপুরের কিশোর কান্তি দাস, জামালপুর জেলার সরিষাবাড়ির ব্রাইটলাইফ ওয়াল্র্ড রেডিও ফ্যান ক্লাবের সভাপতি মোঃ সুরুজ্জামান তরফদার প্রমুখ ।
|
পেইচিং এর প্রাচীন নাম কি ? 2005/02/07 প্রশ্নর্কতাঃবাংলাদেশের টাছাইল জেলার আকন্দের বাইদ গ্রামের মোবারক হোসেন প্রশ্ন করেছেন ।
|
চীনের সবচেয়ে উচ্চতম পাহাড়ের নাম কি ? 2005/02/07 প্রশ্নকর্তাঃবাংলাদেশের টাছাইল জেলার আকন্দের বাইদ গ্রামের মো: মোবারক হোসেন,বাংলাদেশের পাবনা জেলার লানকোলমোরা গ্রামের রাফিকুল আজিজ এবং বাংলাদেশের মৌলভী বাজার জেলার সূত্রধর রেডিও লিসেনার্স ক্লাবের মহ-সভাপতি প্রিয়তোষ সূত্রধর প্রশ্ন করেছেন ।
|
চীনের প্রথম ডাকটিকিট কি রকম ছিলো ? দাম কত ছিলো? 2005/02/03 প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বাংলার বীরভূম জেলার ওয়াল্ড রেডিও লিসনার্স ক্লাবের সচিব দেশ মাতৃকা প্রসাদ রায় প্রশ্ন করেছেন ।
|
চীনের পুলিশের পোশাকের রং কি ? 2005/02/03 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ড্রীম ওয়েভ অডিয়েন্স ক্লাবের জাহাঙ্গীর কবীর রাজু প্রশ্ন করেছেন ।
|
এই পর্যন্ত চীনে কয় জন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হয়েছেন এবং তাঁদের নাম কি? 2005/02/03 প্রশ্নকর্তাঃভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলার ওয়ার্ল্ড রেডিও টি ভি লিসনার্স সেন্টার এ্যান্ড লাইব্রেরীর সভাপতি মোঃ আশরাফুল হক প্রশ্ন করেছেন ।
|
চীনের কয়েক জন টেবিল টেনিস খেলোয়াড়ের নাম ও পরিচয় ? 2005/01/27 প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার মহিলা কলেজ পাড়ার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন ।
|
গণ চীনে সরকারী অফিস আদালতে জাতীয় পতাকা প্রতিদিন উত্তোলনকরা হয় কিনা ? 2005/01/20 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নওগাঁ জেলার রাণীনগর থানার বেলতা গ্রামের আলোড়ন রেডিও ফ্যান ক্লাবের ডাক্তার মোঃ সোলায় মান আলী । উত্তরঃচীনের সরকারী অফিস প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করে না । সাধারণত উত্সব বা দিবসের সময়ে সরকারী অফিস জাতীয় পতাকা উত্তোলন করে ।
|
চীনে মোট কয়টি ভাষার লোক বসবাস করেন এবং কি কি ভাষা আছে? 2005/01/13 প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার বিপিন নগরের ডি ডাবলিউ ডি এক্স ফ্যান ক্লাবের মোঃ জসিম উদ্দিন প্রশ্ন করেছেন । উত্তরঃচীন বিশাল এক দেশ বলে বিভিন্ন অঞ্চলে নিজস্ব আঞ্চলিক ভাষা আছে। বিশেষ করে উত্তর চীন আর দক্ষিণ চীনের আঞ্চলিক ভাষা একদম ভিন্ন। যেমন শাংহাই আর কুয়াংচৌ এই দুটি বড় শহরের ভাষা এক জন উত্তর চীনের নাগরিকের কানে বিদেশী ভাষার মতো , বুঝতে খুব কঠিন লাগে । তবে চীনে ৩৪টি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক এলাকা থাকলেও চীনের প্রধান আঞ্চলিক ভাষা আছে ৭ টি। আমরা এক এক করে আপনাদের সংক্ষেপে বলবো।
|
হংকংকে চীনের কাছে কত তারিখে হস্তান্ডর করা হয়? 2005/01/06 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহিলা কলেজ পাড়ার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেনের । উত্তরঃ ১৯৯৭ সালের পয়লা জুলাই , হংকং আনুষ্ঠানিকভাবে চীনের কোলে ফিরে এসেছে । হংকংয়ের প্রত্যাবর্তনের প্রায় আট বছরে এক দেশে দুই সমাজ-ব্যবস্থা, হংকংবাসীদের দ্বারা হংকং শাসন আর উচ্চপর্যায়ের স্বশাসন সাফল্যের সংগে বাস্তবায়িত হয়েছে ।
|
চীন কতগুলি প্রদেশ বা অঙ্গরাজ্য আছে? তাইওয়ান কি চীনের প্রদেশ? 2004/12/30 প্রশ্নকর্তাঃভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার কুটবাপুকুর গ্রামের মিলন চৌধুরী উত্তরঃ চীনে মোট ৩৪টি প্রদেশ বা প্রদেশ পর্যায়ের প্রশাসনিক অঞ্চল আছে , এর মধ্যে অন্তর্ভুক্ত ২৩টি প্রদেশ, ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল , চারটি কেন্দ্র-শাসিত মহানগর এবং দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ।
|
ভাষা দিক থেকে চীনের স্থান কত? 2004/12/23
ভাষা দিক থেকে চীনের স্থান কত? প্রশ্নকর্তাঃবাংলাদেশের খুলনা জেলার ইসলামপুর রোর্ডের মোঃ মনির হোসেন উত্তরঃচীনা ভাষা হচ্ছে চীনের বিভিন্ন জাতির অভিন্ন ভাষা, চীনের কয়েক হাজার বছরের শ্রেষ্ঠ সংস্কৃতি বহন করে, এখন দেশে-বিদেশে মোট ১৩০ কোটিরও বেশি লোক মাতৃভাষা হিসেবে চীনা ভাষা বলেন, এই সংখ্যা বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এবং চীনা ভাষা জাতি সংঘের ছ'টি আনুষ্ঠানিক ভাষার অন্যতম।
|
চীনে সর্বপ্রথম কবে সংবাদপত্র চালু হয়? প্রথম সংবাদপত্রটির নাম কি? 2004/12/16 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার নয়নামতি উত্তরপাড়ার ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম।উত্তরঃ চীনের সর্বপ্রথম সংবাদ পত্রের নাম "ডি বাও", প্রাচীন হান রাজবংশের আমলে শুরু হয়েছে, থাং আর সোং রাজবংশের আমলে জনপ্রিয় হয় এবং ইউয়ান, মিং আর ছিং রাজবংশের আমলে আরো উন্নত হয়েছে ।
|