v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-16 14:57:28    
চীনে সর্বপ্রথম কবে সংবাদপত্র চালু হয়? প্রথম সংবাদপত্রটির নাম কি?

cri

  চীনে সর্বপ্রথম কবে সংবাদপত্র চালু  হয়? প্রথম সংবাদপত্রটির নাম কি?                                                                                                                                                                                             
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার নয়নামতি উত্তরপাড়ার ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম।উত্তরঃ চীনের সর্বপ্রথম সংবাদ পত্রের নাম "ডি বাও", প্রাচীন হান রাজবংশের আমলে শুরু হয়েছে, থাং আর সোং রাজবংশের আমলে জনপ্রিয় হয় এবং  ইউয়ান, মিং আর ছিং রাজবংশের আমলে আরো উন্নত হয়েছে । ছিং রাজবংশের শেষ দিকে, পশ্চিমায়ন আন্দোলন কালে, অনেক পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশিত হয়েছে, তখন "ডি বাও" ধাপে ধাপে অদৃশ্য হয়েছে । ছিং রাজবংশের শেষ দিকে ডি বাওয়ের ভিত্তিতে পেইচিংয়ে প্রথম পত্রিকার মতো প্রকাশনা চিং বাও বা সরকারী পত্রিকা নামে প্রকাশিত হয়েছে ।  ১৯০২ সালের জুন মাসে, চীনের থিয়েন চিন শহরে পেইইয়াং সরকারী পত্রিকা অফিস প্রতিষ্ঠিত হয়েছে। অফিসে সম্পাদক, দোভাষী, চিত্রকর, মুদ্রাকর ইত্যাদি কর্মীরা মিলে মোট ১৫০'রও বেশী সদস্য। পেইইয়াং সরকারী পত্রিকার প্রকাশনা ১৯০২ সালের পয়লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পত্রিকার বিষয় ছিলো সংবাদ , বিজ্ঞান বিষয়ক কলাম ও ছবি। ১৯১১সালের মে মাস পর্যন্ত, মোট ৩ হাজারেরও বেশী সংস্করণ প্রকাশিত হয়েছে ।

     চীনের সর্বপ্রথম কবে, কোথায় বেতার কেন্দ্র চালু হয় ? 
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার নয়নামতি উত্তরপাড়ার ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম।
    উত্তরঃ ১৯৪০ সালের ৩০শে ডিসেম্বর চীনের বিপ্লবী কেন্দ্র ইয়ান আনে চীনের প্রথম বেতারের জন্ম হয়, তার নাম হচ্ছে ইয়ান আন সিনহুয়া বেতার । সিনহুয়া অর্থ নতুন চীন, যেমন সিনহুয়া সংবাদ সংস্থা। বেতারের ঘোষণার শুরুতে বলা হয় CXR , C হচ্ছে CHINA শব্দের প্রথম অক্ষর, X হচ্ছে সিনহুয়া শব্দের প্রথম অক্ষর, R হচ্ছে রেডিও শব্দের প্রথম অক্ষর । সিনহুয়া বেতার প্রত্যেক সপ্তাহে তিন দিন অনুষ্ঠান সম্প্রচার করতো, প্রত্যেক দিন বিকেলে এবং সন্ধ্যায়  চীনা ভাষা ও জাপানী ভাষায় প্রচারিত হতো। ১৯৪৯ সালের ২৫শে মার্চ ইয়ান আন সিনহুয়া বেতার পেইচিংয়ে সম্প্রচার কার্যক্রম শুরু করে। ১৯৪৯ সালের ৫ই ডিসেম্বর, আনুষ্ঠানিকভাবে এই বেতারের নাম চীনের কেন্দ্রীয় গন-বেতার নাম  ধারণ করে ।

    চীনে  কতটি  মটর গাড়ীর  শিল্প রয়েছে ? 
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের  নরসিংদী জেলার কাঠালিয়ার ফ্রেগুশীপ ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের মুহাম্মদ ইব্রাহিম মোল্লা
    উত্তরঃ ২০০১ সালে চীনের তৈরী গাড়ীর সংখ্যা বিশ্বে অষ্টম ছিল, সেডান গাড়ীর  সংখ্যা ছিলো বিশ্বে চতুর্দশ। ২০০২ সালে, চীনের তৈরী গাড়ীর  সংখ্যা ৩২.৫ লক্ষে দাঁড়িয়ে  বিশ্বের পঞ্চম স্থান অধিকার করে, সেডান গাড়ীর  সংখ্যা১০.৯ লক্ষে দাঁড়িয়ে , বৃদ্ধিহার৫৫% সেডান গাড়ীর উত্পাদনের অবস্থান দশম হয় ।২০০৩ সালে চীনের তৈরী গাড়ীর সংখ্যা ৪৪.৪ লক্ষে,সেডান গাড়ির  সংখ্যা ২০.১ লক্ষ, বৃদ্ধিহার ৮৪.৪ শতাংশ , এই  সংখ্যা ফ্রান্সের চেয়ে একটু বেশী ,ফলে চীন বিশ্বের চতুর্থ গাড়ী উত্পাদক দেশে পরিণত হয়েছে  বর্তমানে চীনে মোট ১২৩টি গাড়ী  কারখানা আছে ,প্রধান কয়েকটি গাড়ী কারখানার নাম :  ভক্সওয়াগন, জেনারেল মোটর, হোন্ডা, সিট্রেন ইত্যাদি যৌথ মালিকানার  প্রতিষ্ঠান ।
   

    চীনের  সিমেন্ট কারখানার  সংখ্যা কত ?
    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ছুয়াডাঞ্জা জেলার কোবিনটাপুরের অসমান কোন
উত্তরঃ ২০০০সাল পর্যন্ত চীনে মোট ৭ হাজারেরও বেশী সিমেন্ট কারখানা আছে , উত্পাদনের সামর্থ্যসাত কোটি টন । চীনের সিমেন্ট কারখানার গড়পড়তা উত্পাদনের পরিমাণ প্রায় এক লক্ষ টন, এটা বিশ্বের সিমেন্ট উত্পাদনের ১০% ।


    চীনে  দুয়ের  বেশী সন্তান হলে  কি শাস্তি পেতে  হয় ?
    প্রশ্নকর্তাঃভারতের পশ্চিম বাংলার দক্ষিণ দিনাজপুরের সন্দীপ আনজিলাল উত্তরঃ ১৯৮০ সালের পর চীনে সারাদেশে পরিবার পরিকল্পনা নীতি চালু হয়েছে , অর্থাত্ এক-সন্তান পরিবার নীতি সূচীত  হয়েছে । সেইজন্যে একাধিক  সন্তান হলে অর্থনৈতিক শাস্তি দেয়া হয় ,এই নীতির প্রনয়নের জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা । এই নীতির কল্যানে  চীনের লোকসংখ্যা বৃদ্ধি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে , তবে বর্তমানে পরিবার পরিকল্পনা নীতিতে  কিছুটা পরিবর্তন ঘটেছে । নতুন পরিবার পরিকল্পনা নীতি অনুযায়ী , স্বামী ও স্ত্রী উভয়েই যদি এক সন্তান পরিবারে জন্মগ্রহণ করে থাকেন তাহলে তার বৈধভাবে দু'সন্তান নিতে পারেন ।