v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-06 10:20:05    
হংকংকে চীনের কাছে কত তারিখে হস্তান্ডর করা হয়?

cri
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহিলা কলেজ পাড়ার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেনের ।

    উত্তরঃ ১৯৯৭ সালের পয়লা জুলাই , হংকং আনুষ্ঠানিকভাবে চীনের কোলে ফিরে এসেছে । হংকংয়ের প্রত্যাবর্তনের প্রায় আট বছরে এক দেশে দুই সমাজ-ব্যবস্থা, হংকংবাসীদের দ্বারা হংকং শাসন আর উচ্চপর্যায়ের স্বশাসন সাফল্যের সংগে বাস্তবায়িত হয়েছে । হংকং চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় অবস্থিত , তা প্রাচীণকাল থেকে চীনের ভূভাগ ছিল । ১৮৪০ সালে , আফিম যুদ্ধের পর , হংকং আস্তে আস্তে বৃটেনের দখলে চলে যায় । ১৯৮৪ সালের সেপ্টেম্বর মাসে , চীন ও বৃটেন আলোচনার মাধ্যমে,হংকংয়ের প্রত্যাবর্তন সংক্রান্ত যৌথ বিবৃতি স্বাক্ষর করেছে । ১৯৯৭ সালের পয়লা জুলাই ,চীন আনুষ্ঠানিকভাবে হংকংয়ের উপর তার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে । হংকং দ্বীপ , কাউলোং ,সিনকাই তিনটি অংশ নিয়ে হংকং গঠিত ,এর আয়তন ১০৯৭ বর্গকিলোমিটার, জনসংখ্যা প্রায় ৭০ লক্ষ ।

    বর্তমানে চীনে মহিলা ও পুরুষ এবং শিশুসহ এইড্স রোগীর সংখ্যা কত?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার শ্রোতা পার্ভিন ।

    উত্তরঃবর্তমানে, এইড্স একটি দ্রুত মহামারী হিসেবে বিশ্বের না না জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অন্যতম ঘাতক রোগে পরিণত হয়েছে । চীনের বিশেষজ্ঞরা বলেছেন যে চীনের এইড্স এখন দ্রুত বিস্তারের সময়পর্বে প্রবেশ করেছে , প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে সঠিকভাবে এইড্সকে জানা। চীনের স্বাস্থ্য, বিজ্ঞান ও অর্থ বিষয়ক মন্ত্রণালয়গুলো যৌথভাবে " চীনের দীর্ঘমেয়াদী এইড্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিকল্পনা" প্রনয়ন করেছে । এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে : গোটা সমাজে এইড্স ও যৌন রোগ প্রতিরোধের জ্ঞান সম্প্রসারিত করা যাতে এইডসের বিস্তার রোধ করা যায় , ২০১০ সাল নাগাদ চীনের এইড্স রোগে আক্রান্ত জনসংখ্যা ১৫ লক্ষের নীচে সীমিত রাখা যায় । সারা বিশ্বে৭০ শতাংশের বেশী এইড্স ছড়ানোর উত্স হচ্ছে নারী-পুরুষের যৌন মিলন , ১০শতাংশ এইড্স ছড়ানোর উত্স হচ্ছে পুরুষদের সমকামীতা, তাছাড়া, আরো ৫ শতাংশ এইড্স ছড়ানোর উত্স হচ্ছে হেরোইন ইঞ্জেকশন নেয়া । পৃথিবীর ৮০শতাংশ এইড্জ রোগী হচ্ছে পুরুষ । বর্তমানে চীনে এইচ.আই.ভি পজিটিভদের সংখ্যা প্রায় ৮ লক্ষ ৪০ হাজার ,এদের মধ্যে এইড্স রোগীর সংখ্যা প্রায় ৮০ হাজার । সারা বিশ্বে মোট ৪ কোটি লোক এইচ.আই.ভি পজিটিভ । ভারতের এইড্জ রোগীর সংখ্যা দক্ষিণ আফ্রিকার চেয়ে কিছু কম, বিশ্বে তার স্থান দ্বিতীয় ।

    চীনের প্রাচীন ও বিখ্যাত চিকিত্সা পদ্ধতি আকুপাংচার কি?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রাজশাহী জেলার মোহাম্মদ আব্দুর রহিম ।

    উত্তরঃ আকুপাংচার হচ্ছে প্রাচীন ঐতিহ্যিক চিকিত্সাবিদ্যার গুরুত্বপূর্ণ অংশ । প্রাথমিক আকুপাংচার শুধু মাত্র একটি চিকিত্সার উপায় , পরে , আস্তে আস্তে আকুপাংচার একটি পূর্ণাংগ বিষয়ে পরিণত হয়েছে । আকুপাংচারের সুদীর্ঘ ইতিহাস আছে । প্রাচীণ বইতে বারবার লেখা হয়েছে যে, প্রাচীণযুগে আকুপাংচারের প্রাথমিক যন্ত্রপাতি ছিলো পাথরের সূঁচ ,তখন এর নাম ছিলো বিয়েন শি । জানা গেছে , এ ধরনের বিয়েন শির ব্যবহার আজ থেকে ৮ হাজার বছর আগে শুরু হয় এবং ৪ হাজার বছর আগে পর্যন্ত চলে । খ্রীষ্টপূর্ব ৪৭৬ সাল থেকে ২৫ খ্রীস্টাব্দপর্যন্ত , ধাতব সূঁচ ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে । ২৫৬ সাল থেকে ৫৮৯ সাল পর্যন্ত , আকুপাংচার উত্তর কোরিয়া ও জাপান ইত্যাদি দেশে বিস্তৃত হয়েছে । যষ্টদশ শতাব্দীতে , আকুপাংচার প্রযুক্তি ইউরোপে বিস্তৃত হয়েছে ।

    চীনে দৈনিক পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য পত্রিকাগুলোর নাম কি ? প্রচার সংখ্যা কত ও কোন ভাষায় প্রকাশিত হয় ?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের বাগেরহাট জেলার সি আর আই লিসেনার্স ক্লাবের সভাপতি তুষার রায় রোনির প্রশ্ন । উত্তরঃচীনের বিখ্যাত দৈনিক পত্রিকাগুলোর মাঝে রয়েছে :রেফারেন্স নিউজ ,চাইনা ডেইলি , রেনমিন রি বাও , ইয়াং জি ওয়ান বাও , দৈনিক মুক্তি ইত্যাদি দৈনিক পত্রিকা । বিশ্ব সংবাদপত্র পরিষদ প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে , চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পত্রিকা ব্যবহারকারী দেশ । দৈনিক প্রকাশিত নানা প্রত্রিকার প্রচার সংখ্যা মোট ৮ কোটি ২০ লক্ষ । দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ,দৈনিক প্রচার সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ । এর পর হচ্ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র । এদের মধ্যে চীনের রেফারেন্স নিউজ দৈনিক প্রচার সংখ্যা ২৫ লক্ষ ৩০ হাজার , রেনমিন রিবাওএর দৈনিক প্রচার সংখ্যা ১৭ লক্ষ৭৩ হাজার ,ইয়াংজি ওয়ানবাওএর দৈনিক প্রচার সংখ্যা প্রায় ১৬ লক্ষ ৫০ হাজার ।

    চীনের মোট আয়তনের কত ভাগ বনভুমি ?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের জয়পুরহাট জেলার নুর ইসলাম ।

    উত্তরঃচীনের বনভুমির আয়তন বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ,কিন্তু বনাঞ্চল শুধু ১৬.৫৫% অর্থাত্ বিশ্বের বনাঞ্চলের ৬১% । সারাদেশের বনভুমির আয়তন ১৫ কোটি৮৯ লক্ষ৪০ হাজার হেক্টর, কৃত্রিম বনের আয়তন ৪ কোটি ৬৬ লক্ষ ৬৭ হাজার হেক্টর যা বিশ্বে সবচেয়ে বেশী । ২০ বছর ধরে, সারাদেশে বিনা মূল্যে বৃক্ষ রোপণে অংশগ্রহণকারী জনসংখ্যা প্রায় ৮২২ কোটি পার্সন টাইম্স্। যদিও বিনা পারিশ্রমিকে বপন করা গাছপালার সংখ্যা ৩৯.৮৪ বিলিয়ন,কিন্তু সারাদেশের মাথাপিছু কেবল ০.১২৮ হেক্টর , বিশ্বের গড়পড়তা বনভুমিরআয়তনের ২০% । সেইজন্যে, চীন হচ্ছে বনসম্পদের অভাবগ্রস্ত দেশ ।

    চীনে বছরের কোন্ মাস থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবর্ষ শুরু হয় ?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সচিব সুকদেব কুমার ঘোষ ।

    উত্তরঃ চীনে প্রত্যেক বছরের সেপ্টেম্বর মাস থেকে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শুরু হয় । শিশুরা সাড়ে ছ'বছর বয়স থেকে স্কুলে যেতে শুরু করে । প্রাথমিক বিদ্যালয়ের ছয় বছর ও মাধ্যমিক বিদ্যালয়ের তিন বছর - এ নয় বছর হচ্ছে বাধ্যতামূলক শিক্ষাপর্ব ।

    সি আর আই বাংলা বিভাগের আমি তুমি সের মত কি প্রত্যেক বিভাগ ত্রৈমাসিক পত্রিকা বের করে ?

    প্রশ্নকর্তাঃভারতের পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার অক্সফোর্ড ওয়ার্ল্ড লিসেনার্স ক্লাবের মামুন মনদার । উত্তরঃ সি আর আইয়ের ৪৩টি বিভাগের প্রত্যেকেরই নিজের পত্রিকা আছে এবং অব্যাহতভাবে বিশ্বের নানা জায়গার শ্রোতাদের কাছে পাঠিয়ে থাকে , যাতে শ্রোতাদের বিস্তারিতভাবে চীন ও বিশ্বকে জানানো যায়।