v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-20 14:17:25    
গণ চীনে সরকারী অফিস আদালতে জাতীয় পতাকা প্রতিদিন উত্তোলনকরা হয় কিনা ?

cri
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নওগাঁ জেলার রাণীনগর থানার বেলতা গ্রামের আলোড়ন রেডিও ফ্যান ক্লাবের ডাক্তার মোঃ সোলায় মান আলী ।

    উত্তরঃচীনের সরকারী অফিস প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করে না । সাধারণত উত্সব বা দিবসের সময়ে সরকারী অফিস জাতীয় পতাকা উত্তোলন করে । চীনের প্রাথমিক বিদ্যালয় ,মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রত্যেক সপ্তাহের সোমবার স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করে । কিন্তু পেইচিংয়ের থিয়েন আন মেন মহাচত্বরে একটি বিশেষ পতাকা উত্তোলনকারী দল থাকে-তাঁদের নাম হচ্ছে থিয়েন আন মেন জাতীয় পতাকা ক্লাস । ১৯৮২ সালের ২৮শে ডিসেম্বর থেকে একটি সেনাবাহিনী দল থিয়েন আন মেনে প্রবেশ করেছেন । সেইদিন থেকে তাঁরা থিয়েন আন মেন চত্বরের পতাকা উত্তোলন ও পতাকা সুরক্ষার কর্তব্য পালন করেন । জনগণ তাঁদের "থিয়েন আন মেন জাতীয় পতাকা ক্লাস"নাম দিয়েছেন । ১৯৯০ সালের এপ্রিল মাসে , চীনের রাষ্ট্রীয় পরিষদ সেই ক্লাসকে "জাতীয় পতাকার দেহরক্ষী"পুরস্কার দিয়েছে ,এটা হচ্ছে জাতীয় পতাকা ক্লাসের সর্বোচ্চ পুরস্কার । ১৯৯১ সালের  মে মাসে ,জাতীয় পতাকা ক্লাস বিস্তারিতভাবে "থিয়েন আন মেন জাতীয় পতাকা দেহরক্ষী দল" প্রতিষ্ঠিত হয়েছে । সেই দলের মোট৩৬জন সদস্য আছে । বর্তমানে, প্রতিদিন ভোরে থিয়েন আন মেন চত্বরের জাতীয় পতাকা উত্তোলন পেইচিংয়ের একটি বিশেষ দৃশ্যে পরিণত হয়েছে ।

    চীনের জাতীয় টেলিভিশন চ্যানেলের নাম কি,প্রচার সময় কাল কতঘন্টা , কত লোক এর উপর নির্ভর শীল,সবচেয়ে জন প্রিয় অনুষ্ঠান কোনটি, ভবনটি কোথায় অবস্থিত ,প্রতিষ্ঠিত কত সালে ?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার ড্রিম ওয়েভ্ আউডিএন্স ক্লাবের জাহাংগীর কবির রাজু ।

    উত্তরঃচীনের কেন্দ্রীয় টেলিভিশন হচ্ছে চীন প্রজাতন্ত্রের জাতীয় টেলিভিশন চ্যানেল । ১৯৫৮ সালের পয়লা মে থেকে প্রচার শুরু করে । দোসরা সেপটেম্বর আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে । প্রথমে এর নাম ছিল পেইচিং টেলিভিশন । ১৯৭৮ সালের পয়লা মে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় টেলিভিশন নাম ধারণ করেছে । CCTV হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ বিনোদন ও সংবাদ মাধ্যমে, সারাদেশের জনগণের তথ্য অর্জনের প্রধান চ্যানেল এবং চীনের বিশ্বকে জানা এবং বিশ্বের চীনকে জানার গুরুত্বপূর্ণ জানালা । বর্তমানে CCTV'র মোট ১৫ টি চ্যানেলে অনুষ্ঠান প্রচারিত হয়। এর বিষয় জীবনযাত্রার নানা ক্ষেত্রের সংগে জড়িত । দৈনিক প্রচারকাল ২৭০টি ঘন্টা, সারাদেশের ৯০ শতাংশ এলাকায় দেখা যায় । দর্শকদের সংখ্যা বেড়ে ১১০ কোটতে। জনপ্রিয় অনুষ্ঠান:যেমন "শিল্প জীবন", "জাতীয় সংবাদ", " সাক্ষাত্কার" ইত্যাদি অনুষ্ঠান । CCTV ভবন পেইচিংয়ের পশ্চিম অঞ্চলের ফু শিং লু অবস্থিত । CCTV র মোট ১৫টি বিভাগ আছে , প্রায় ১০ হাজার লোক সেখানে কাজ করেন ।