v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-27 11:27:47    
চীনের কয়েক জন টেবিল টেনিস খেলোয়াড়ের নাম ও পরিচয় ?

cri
    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার মহিলা কলেজ পাড়ার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন ।

    উত্তরঃটেবিল টেনিস হচ্ছে চীনের জাতীয় খেলা। বহু বছর ধরে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় চীনের খেলোয়াড়রা শ্রেষ্ঠ সাফল্য অর্জন করে আসছেন। তবে চীনের টেবিল টেনিস খেলোয়াড়দের নাম বলতে চাইলে তেং ইয়া পিংয়ের নাম কোনো মতেই বাদ দেয়া যাবে না। তেং ইয়া পিং চীনের এক জন অতি বিখ্যাত নারী টেবিল টেনিস খেলোয়াড়। ১৯৭৩ সালে তিনি চীনের হোনান প্রদেশের চাং চৌ শহরে এক সাধারণ শ্রমিক পরিবারে জন্ম গ্রহণ করেন । তাঁর বাবা-মা উভয়েই টেবিল টেনিস খেলার অনুরাগী , তাঁদের এক সখ তেং ইয়া পিংকে দিয়েছেন । তিনি পাঁচ বছর বয়স থেকে টেবিল টেনিস শিখতে শুরু করেন। এক সময়ে তিনি খাটো বলে তাকে হোনান প্রদেশের প্রতিনিধি দলে নেয়া হয় নি । কিন্তু তিনি কখনো এই খেলা থেকে দূরে যান নি।

১০ বছর বয়সে তিনি প্রথম বার চীনের জাতীয় কিশোর-কিশোরী টেবিল টেনিস প্রতিযোগিতায় দলগত এবং একক ইভেন্টের দুটি চ্যাম্পিয়নশীপ লাভ করেন । ১৯৯২ সালে ২৫তম ওলিম্পিক গেমসে তিনি একাই টেবিল টেনিসের নারী একক এবং নারী ডাবলস খেলার দুটি স্বর্ণ পদক অর্জন করেছেন। তাঁর ক্রিড়া জীবনে তিনি মোট ১৮ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, এর মধ্যে চারবার ওলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন , তা ছাড়া তিনি একটানা ৭ বছর ধরে বিশ্বের নারী টেবিল টেনিস খেলোয়াড়দের নামের তালিকায় শীর্ষ স্থান বজায় রেখেছেন। তিনি বিশ্ব টেবিল টেনিস জগতের এক জন খাটো সুপারস্টার বলে পরিচিত। ২০০০ সালের ডিসেম্বার মাসে তেং ইয়াং পিং বেইজিং ওলিম্পিক গেমসের আবেদক দলের শুভেচ্ছা-দূতে পরিণত হয়েছে। বেইজিং মহানগরের ওলিম্পিক গেমসের স্বাগতিক হবার জন্য তেং ইয়া পিং নিজের উপযুক্ত অবদান রেখেছেন।

    লিউ কুও লিয়াং চীনের জাতীয় পুরুষ টেবিল টেনিস দলের এক জন বিখ্যাত খেলোয়াড়। তিনি ৬ বছর বয়স থেকে টেবিল টেনিস খেলতে শুরু করেন। ১৩ বছর বয়সে জাতীয় যুব দলে যোগদান করেন। ১৯৯১ সালে তার অসাধারণ নৈপুণ্য বলে প্রচলিত নিয়ম ভেঙ্গে জাতীয় দলে যোগদান করেন। ১৯৯৬ সালে ওলিম্পিক গেমসে তিনি পুরুষ একক , এবং ডাবলস্ উভয় দফাতেই চ্যাম্পিয়ন হন। তিনি হলেন চীনের প্রথম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা, বিশ্ব কাপ এবং ওলিম্পিক গেমসের সবগুলোর গ্রান্ড-স্লাগম বিজয়ী । ১৯৯৬ সালের বিশ্ব কাপের পর আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের নামের তালিকায় তার নাম প্রথম স্থান অধিকার করেছে।  

২০০২ সালে অবসর নেয়ার পর তিনি চীনের জাতীয় টেবিল টেনিস দলের কোচ হন। ২০০৩ সালের ২৩শে জুন তিনি চীনের জাতীয় টেবিল টেনিস দলের পুরুষ দলের প্রধান কোচ হন। ২০০৪ সালের ৭ই মার্চ তাঁর নেতৃত্বে চীনের পুরুষ টেবিল টেনিস দল ৪৭তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার পুরুষ দলগত স্বর্ণপদক অর্জন করেছে।