প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার বিপিন নগরের ডি ডাবলিউ ডি এক্স ফ্যান ক্লাবের মোঃ জসিম উদ্দিন প্রশ্ন করেছেন । উত্তরঃচীন বিশাল এক দেশ বলে বিভিন্ন অঞ্চলে নিজস্ব আঞ্চলিক ভাষা আছে। বিশেষ করে উত্তর চীন আর দক্ষিণ চীনের আঞ্চলিক ভাষা একদম ভিন্ন। যেমন শাংহাই আর কুয়াংচৌ এই দুটি বড় শহরের ভাষা এক জন উত্তর চীনের নাগরিকের কানে বিদেশী ভাষার মতো , বুঝতে খুব কঠিন লাগে । তবে চীনে ৩৪টি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক এলাকা থাকলেও চীনের প্রধান আঞ্চলিক ভাষা আছে ৭ টি। আমরা এক এক করে আপনাদের সংক্ষেপে বলবো।
প্রথম হচ্ছে ইউয়ে ইউ, অর্থাত্ ক্যান্টনীজ। এ ভাষা চীনের কুয়াং তুং , কুয়াং শি এবং হংকং প্রভৃতি অঞ্চলে তা প্রচলিত আছে। প্রায় ৪ কোটি লোক এই ভাষা বলেন।
দ্বিতীয় হচ্ছে কান ইউ, যা চীনের চিয়াং শি প্রদেশের মধ্য এবং উত্তরাংশে ব্যবহার করা হয়। প্রায় ৩ কোটি লোক এই ভাষায় কথা বলেন। তা হচ্ছে চীনের সাতটি বড় আঞ্চলিক ভাষার মধ্যে প্রচলিত আয়তন সবচেয়ে ছোট, ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম একটি আঞ্চলিক ভাষা।
তৃতীয় হচ্ছে সরকারী ভাষা, অর্থাত্ সাধারণ উত্তরাংশের ভাষা। চীনের বড় বড় আঞ্চলিক ভাষার মধ্যে এই ভাষার উল্লেখ্যযোগ্য মর্যাদা এবং প্রভাব আছে। সাম্প্রতিক ১০০০ বছরে চীনের বহু শ্রেষ্ঠ সাংস্কৃতিক কাজ , যেমন প্রাচীন কালের থাং এবং সুন রাজবংশ থেকে মিং আর ছিং রাজবংশের উপন্যাস পর্যন্ত সবই উত্তরাংশের ভাষার ভিত্তিতে রচিত হয়েছে । বর্তমানে চীনে দেশব্যাপী সম্প্রসারিত ফু তুং হুয়া অর্থাত্ চীনের স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে চীনের বিভিন্ন আঞ্চলিক ভাষার সমন্বয়ে সৃষ্ট সর্বস্তরে যোগাযোগের ভাষা, তা হচ্ছে সরকারী ভাষার ভিত্তিতে বিকশিত আধুনিক হান জাতির অভিন্ন ভাষা। তার ব্যবহারকারীর সংখ্যা ৭০ কোটিরও বেশি।
এর পর আরো আছে খ্য চিয়া আঞ্চলিক ভাষা। এটাও চীনা ভাষার সাতটি বড় আঞ্চলিক ভাষার অন্যতম। খ্য চিয়া ভাষা প্র্রধানতঃ ফু চিয়ান, কুয়াং তুং, চিয়াং শি, ইয়ুন নান, তাইওয়ান এবং সি ছুয়েন প্রভৃতি সাতটি প্রদেশে ব্যবহার করা হয়। চীনের বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশেও খ্য চিয়া ভাষা প্রচলিত আছে।
চীনের প্রধান আঞ্চলিক ভাষার মধ্যে আরো আছে মিন ইউ, অর্থাত্ ফু লাও হুয়া। এটা হচ্ছে চীনের আঞ্চলিক ভাষার মধ্যে সবচেয়ে জটিল একটি আঞ্চলিক ভাষা। প্রধানতঃ ফু চিয়ান, কুয়াং তুং, তাইওয়ান প্রদেশ এবং চে চিয়াং প্রদেশের দক্ষিণাংশ আর চিয়াং শি, কুয়াং শি, চিয়াং সু প্রদেশের কিছু কিছু অঞ্চলে তা প্রচলিত। মিন ইউ এর ব্যবহারকারীদের সংখ্যা প্রায় ৪ কোটি।
উ ইউ অর্থাত্ চীনের চিয়াং সু এবং চে চিয়াং প্রদেশের আঞ্চলিক ভাষা প্রায় চীনের ১১০টিরও বেশি জেলায় ব্যবহার করা যায়, ব্যবহারকারীদের সংখ্যা ৭ কোটির কাছাকাছি।
হুনান ভাষা হচ্ছে চীনের সাতটি বড় আঞ্চলিক ভাষার মধ্যে প্রচলিত অঞ্চল অপেক্ষাকৃত ছোট একটি আঞ্চলিক ভাষা। প্রধানতঃ হুনান প্রদেশে প্রচলিত আছে।
|