চীনের প্রথম প্রেসিডেন্টের নাম কি? এবং তিনি মোট কত বছর ক্ষমতায় ছিলেন?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার আটঘরিয়ার পারকোদালিয়া গ্রামের রেডিও ফেয়ার লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা
উত্তরঃ মাও ছে তুং হলেন নয়া চীনের প্রথম মহান নেতা । ১৮৯৩ সালের ২৬শে ডিসেম্বর হুনান প্রদেশের শাও শান গ্রামের এক কৃষক পরিবারে তাঁর জন্ম। ১৯৭৬ সালের ৯ই সেপ্টেম্বর বেইজিংয়ে তিনি মৃত্যু বরণ করেন। মাও ছে তুং কেবল চীনা জনগণের নেতা এবং মার্কসবাদীই নন, বরং তিনি সর্বহারা-শ্রেণীর মহান বিপ্লবী নেতা, রণনীতিবিদ এবং তত্ত্ববিদ, চীনা কমিউনিস্ট পার্টি, চীনের গণ-মুক্তি ফৌজ এবং চীন গণ প্রজাতন্ত্রের প্রধান স্থপতি আর শীর্ষনেতা , কবি এবং হস্তলিপি শিল্পী ।
১৯৩৬ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান, ১৯৪৫ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, ১৯৪৮ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সরকারের চেয়ারম্যান এবং ১৯৫৪ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত চীন গণ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হন।
মাও ছে তুং সর্বদাই সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরোধীতা করেন , জাতির স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব আর বিশ্বের শান্তি রক্ষা করেন। তিনি চীনের বিপ্লবের জন্য অমর বিরাট অবদান রেখেছেন বলে তিনি চীনা জনগণের উচ্চ মানের শ্রদ্ধা অর্জন করেছেন। মাও ছে তুং চিন্তাধারা চীনে মার্কসবাদের বিকাশ হিসেবে এখনো চীনের কমিউনিস্ট পার্টির পথনির্দেশক চিন্তাধারা এবং চীনা জনগণের মূল্যবান মর্ম-সম্পদ।
মাও ছে তুং এর পোট্রেট কোথায় অবস্থিত ?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুরের তেলিয়াপাড়ার ইয়ং ব্রাদার্স রেডিও লিসনার্স ক্লাবের কাজী মোঃ বোরহান উদ্দিন
উত্তরঃ চেয়ারম্যান মাও ছে তুংয়ের মতো মহা নেতার পোট্রেট চীনে অনেক জায়গায় রয়েছে। তবে পেইজিংয়ের থিয়েন-আন-মেন নগর তোরণে লাগানো তার পোট্রেট সবচেয়ে গুরুত্বপুর্ণ এবং বিখ্যাত ।
১৯৪৯ সালের ১লা অক্টোবর ২৮ বছরের কঠোর সংগ্রামের পর চেয়ারম্যান মাও ছে তুং থিয়েন-আন-মেন নগর তোরণে সারা বিশ্বের কাছে দৃঢ়কন্ঠে ঘোষণা করেন , চীন গণ প্রজাতন্ত্র ও তার কেন্দ্রীয় গণ-সরকার প্রতিষ্ঠিত হয়েছে । সেই দিন থেকে থিয়েন-আন-মেন নগর তোরণের ঠিক মধ্যিখানে চেয়ারম্যান মাওয়ের বিরাটাকারের পোট্রেট লাগানো আছে। বর্তমান পোট্রেটের উচ্চতা ছয় মিটারেরও বেশি , প্রস্থ পাঁচ মিটারেরও বেশি , ওজন ১ টন । এই পোট্রেট সারা বছরে গৃহের বাইরে থাকার দরুণ তার রঙের পরিবর্তন হয়। তাই প্রতি বছরের ১লা অক্টোবরের ঠিক আগের রাতে পুনঃস্থাপিত করা হয় ।
এখন পর্যন্ত মোট চার জন চিত্রকর পালাক্রমে চেয়ারম্যান মাও এর পোট্রেট আঁকার কর্তব্য পালন করেছেন । তাঁরা হলেন চৌ লিং চাও , চাং জেন শি, ওয়াং কুও তুং এবং কে সিয়াও কুয়াং । কে সিয়াও কুয়াং ১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত চেয়ারম্যান মাও এর পোট্রেট আকাঁর দায়িত্ব পালন করে আসছেন ।
|