প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নরসিংদী জেলার পাঁচদোনার মেহেরপাড়া গ্রামের এফ আই সফিউদ্দিন ।
উত্তরঃ কুং লি হচ্ছেন চীনের বিখ্যাত নায়িকার অন্যতম। পাশ্চাত্য লোকদের চোখে কুং লি হলেন প্রাচ্যের সুন্দরতমা নারী। তিনি ১৯৬৫ সালে উত্তর-পুর্বচীনের লিয়াও নিন প্রদেশের শেন ইয়াং শহরে জন্ম গ্রহণ করেছেন। এই পর্যন্ত বিশাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন । তিনি বহু বার দেশ-বিদেশের বড় পুরস্কার পেয়েছেন । যেমন ১৯৯২ সালে তিনি ৪৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ নায়িকা পুরস্কার পেয়েছেন । ২০০০ সালে ২৪তম মন্ট্রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ নায়িকা পুরস্কার এবং সফল শিল্পী পুরস্কার পেয়েছেন । একই বছরে আমন্ত্রণক্রমে তিনি ৫০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের নির্বাচন কমিটির সভানেত্রী নিযুক্ত হয়েছেন ।
|