প্রশ্নকর্তাঃ বাংলাদেশের লালমনিরহাট জেলার পুর্বদিঘলটারী বসিনটারী গ্রামের মোঃ রাশিদুল ইসলাম (রশিদ)
উত্তরঃ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরের ইউ শিয়াও অঞ্চলে অবস্থিত হুই শেন মসজিদ হলো চীনের সবচেয়ে প্রাচীণ মসজিদ । হুই শেন মসজিদ , শেন ইয়ো মসজিদ , ফিনিক্স মসজিদ এবং সাদা সারস মসজিদ হচ্ছে ইসলাম ধর্ম চীনে প্রবেশ করার পর চীনে প্রতিষ্ঠিত চারটি সবচেয়ে প্রাচীণ মসজিদ। মসজিদের নাম হুই শেন এর অর্থ হলো ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদকে স্মরণ করা। এই মসজিদ নির্মানের সঠিক সময় জানা যায় নি , তবে তার ভিতরে কুয়াং থা নামে একটি টাওয়ার ১৩০০ বছর আগে নির্মিত হয়েছে । সেই জন্য আমরা মনে করি , এই মসজিদের ইতিহাস ১৩০০ বছরের বেশি । এই মসজিদ চীনের বৈদেশিক পরিবহনের ইতিহাস , স্থাপত্যের ইতিহাস , ইসলাম ধর্মের ইতিহাস এবং চীন ও ইসলামী দেশগুলোর জনগণের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য বিশেষ তাত্পর্যবহ ।
|