v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-02 11:18:15    
চীনে সর্ব প্রথম কাগজ আবিস্কৃত হয় কত সালে?

cri
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামের সি আর আই শ্রোতা সংঘের সভাপতি শহিদুর রহমান শহিদ

    উত্তরঃ কাগজ আবিস্কার হচ্ছে চীনের প্রাচীনকালের চারটি বিখ্যাত আবিস্কারের অন্যতম। ১৮০০ বছর আগে অর্থাত্ চীনের পূর্ব হান রাজবংশের সময়ে ছাই লুন নামে এক জন কর্মকর্তাগাছের ছাল , কাপড় এবং মাছ ধরা জাল প্রভৃতি নানা রকমের গাছের তন্তু পানির মধ্যে সিদ্ধ করে মিশিয়ে মন্ড তৈরী করে , পাতলা কাগজ আবিস্কার করেন । এই কাগজ লেখার জন্য সুবিধাজনক এবং খুব সস্তা। সর্বজনীনজনপ্রিয়তা পেয়েছে। ছাই লুনের আবিস্কার তখনকার তথ্য বিনিময় এবং সংরক্ষনের জন্য সুবিধা সৃষ্টি করেছে, বিশ্বের মানব সভ্যতার উন্নয়নে এর যুগান্তকারী তাত্পর্য আছে ।

    চীনের বড় সাগরের নাম কি ?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার মদনগঞ্জের ইব্রাহিম আহমেদ আরজু ।

     উত্তরঃ চীনে চারটি বড় সাগর আছে , তাদের নাম বোহায় সাগর , হলুদ সাগর , পূর্ব সাগর এবং দক্ষিণ সাগর । এই চারটি সাগর পরস্পরের সঙ্গে সংলগ্ন , সাধারণতঃ তাদেরকে চীন সাগর বলা হয় । তাদের মধ্যে দক্ষিণ সাগর হলো চীনের বৃহত্তম এবং গভীরতম সাগর , তার আয়তন প্রায় ৩৫ লক্ষ বর্গকিলোমিটার । দক্ষিণ সাগরের তলদেশে প্রচুর পরিমানে তেল এবং গ্যাস সম্পদ মজুদ আছে , তা হলো বিশ্বের চারটি তেলসমৃদ্ধ সাগরতলের অন্যতম । দক্ষিণ সাগর হলো প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের প্রতিবেশী । দক্ষিণ সাগর আর ভূমধ্য সাগর এবং ক্যারিবিয় সাগরকে পৃথিবীতে তিনটি বৃহত্তম আন্তঃর্দেশীয় সাগর বলা হয়।

    চীনের সবচেয়ে বড় মন্দিরটির নাম কি ? এবং কোথায় অবস্থিত ? 

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রাংগামাটির তবলছড়ির রিমা চাকমা

    উত্তরঃ চীনের হোনান প্রদেশের লোইয়াং শহরের পূর্ব উপকন্ঠে অবস্থিত সাদা ঘোড়া মন্দির হলো চীনের প্রথম প্রাচীন মন্দির । তার ইতিহাস ২০০০ বছরেরও বেশি দীর্ঘ। সাদা ঘোড়া মন্দির হলো বৌদ্ধ ধর্ম চীনে প্রবেশের পর কর্তৃপক্ষের নির্মিত প্রথম মন্দির , সুতরাং সাদা ঘোড়া মন্দির চীনের বৌদ্ধ ধর্মের উত্স বলে পরিচিত ।

    চীনের সবচেয়ে বড় চিড়িয়াখানার নাম কি ?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাইয়ের কুঞ্জপাড়া গ্রামের মোঃ মতিউর রহমান

    উত্তরঃ উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের হার্বিন উত্তরাঞ্চল সাফারি পার্ক হচ্ছে চীনের সবচেয়ে বড় চিড়িয়াখানা । এর আয়তন ৮৪৮ হেকটর । পুরো চিড়িয়াখানা নির্মানের পর ২৪০ প্রজাতির মোট ৫৮০০টি পশু সেখানে প্রদর্শন করা হয় ।