v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-19 10:40:17    
পেইচিং অপেরা

cri

**পেইচিং অপেরা

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ট্রিপল প্ল্যানেট লিসেনার্স ক্লাবের সভাপতি সুরেশ চন্দ্র বিশ্বাস

 উঃ চীনের পেইচিং অপেরাকে "প্রাচ্যের অপেরা" বলা হয়। এটা হচ্ছে চীনের বিখ্যাত রাষ্ট্রীয় বিশুদ্ধ সংস্কৃতির সারভাগ , পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে বলে পেইচিং নামটি এতে যুক্ত হয়েছে। পেইচিং অপেরার ইতিহাস দু'শতাধিক বছরের। এর উত্স হচ্ছে চীনের কয়েকটি প্রাচীন স্থানীয় অপেরা।

 চীনের সংস্কার আর উন্মুক্ততা চালু হওয়ার পর পেইচিং অপেরার নতুন অগ্রগতি হয়েছে। বিশেষ করে চীনের চমত্কার ঐতিহ্যিক শিল্পকলা হিসেবে চীন সরকারের প্রচুর সমর্থন পেয়েছে। এখন প্রতি বছরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পেইচিং অপেরার অনুরাগীদের প্রতিযোগিতা পৃথিবীর বিভিন্ন দেশের পেইচিং অপেরার অনুরাগীদের আকর্ষণ করেছে। পেইচিং অপেরা চীন আর বিদেশের সাংস্কৃতিক আদান-প্রদানের এক স্থায়ী অনুষ্ঠান হয়েছে।

**চীনে কি স্বেচ্ছায় রক্তদান হয়ে থাকে?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার সোনার গাঁর আলগীরচর গ্রামের গ্রীন লাইফ রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মিন ফাইজারুল হক

 উঃ চীনে রক্তদান আইন আছে। এই আইন অনুযায়ী , দেশ ১৮ থেকে ৫৫ বছর বয়সের স্বাস্থ্যবান নাগরিকদের স্বেচ্ছায় রক্তদানে উত্সাহ দেয়। এর সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় সংস্থা, সেনাবাহিনী, সামাজিক গোষ্ঠী, শিল্পপ্রতিষ্ঠানগুলো, অধিবাসী কমিটি, গ্রামবাসী কমিটি নিজ সংস্থার উপযুক্ত বয়সের নাগরিকদের রক্তদান করতে উত্সাহ দেয় এবং সংগঠিত করে। 

**চীনে দৈনিক পত্রিকা প্রকাশিত হয় কয়টি ? চীনের প্রথম দৈনিক পত্রিকার নাম কি, কত সালে প্রকাশিত হয়?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ড্রিম ওয়েভ অডিয়ান্স ক্লাবের জে কে রাজু , গোবিন্দপুর ধর্মতলার ওবাইদুল ইসলাম, নাটোর জেলার বিপরা হালসার উত্তরণ চায়না রেডিও ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের চিঠি সেকশনের প্রধান মোঃ আরিফুল আলম মিলন

 উঃ "২০০৫ সালে চীনের পত্রিকা শিল্প উন্নয়ন সংক্রান্ত রিপোর্টের পরিসখ্যান অনুযায়ী চীনের দৈনিক পত্রিকার প্রকাশনালয়ের মোট সংখ্যা একটানা পাঁচ বছর ধরে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে। ২০০৪ সালে চীনের প্রকাশিত দৈনিক পত্রিকা সারা বিশ্বের মোট সংখ্যার ১৪.৫% । বিশ্বের প্রতি সাত রকম পত্রিকার মধ্যে একটা হচ্ছে চীনের।

 ১৮৭২ সালের ৩০ এপ্রিল শাংহাইয়ে প্রকাশিত "শেন পত্রিকা" ১৯৪৯ সালের মে মাসে বন্ধ হয়েছে। এটা হচ্ছে চীনের ইতিহাসে সবচেয়ে প্রাচীণ একটি চীনা ভাষার দৈনিক পত্রিকা।

 ১৯৮১ সালের জুন মাসে "চায়না ডেইলী " পত্রিকা পেইচিংয়ে প্রকাশিত হয়, এটা হচ্ছে নয়া চীনের প্রথম জাতীয় ইংরেজী দৈনিক।

**বাংলাদেশে নিযু্ক্ত প্রথম চীনা রাষ্ট্রদূতের নাম কি ?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের মাগুরা জেলার শ্রীপুরের দারিয়াপুরা হাসপাতাল রোডের মসিউল আজম লিখন

 উঃ বাংলাদেশে নিযুক্ত প্রথম চীনা রাষ্ট্রদূতের নাম চুয়াং ইয়ে।

**বর্তমান সি আর আই এর প্রধানের নাম ও বয়স কত?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার আদমদীঘির সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম আব্দুর রাজ্জাক

 উঃ চীন আন্তর্জাতিক বেতারের বর্তমান মহাপরিচালক হচ্ছেন ওয়াং গেং নিয়েন। ২০০৪ সালের ডিসেম্বর মাসে তিনি এই পদে নিযু্ক্ত হন। তাঁর বয়স ৪৯ বছর।