v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-12 16:15:17    
থিয়েন আন মেন স্কোয়ার

cri

**থিয়েন আন মেন স্কোয়ার

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়ার নেট ওয়ার্ক রেডিও এন্ড টি ভি ফ্যান ক্লাবের চেয়ারম্যান মছরুর জুনাইদ

 উঃ থিয়েন আন মেন মহাচত্বর পেইচিং শহরের কেন্দ্রে অবস্থিত , এর উত্তর-দক্ষিণ দৈর্ঘ্য ৮৮০ মিটার, পূর্ব-পশ্চিম চওড়া ৫০০ মিটার , আয়তন ৪ লক্ষ ৪০ হাজার বর্গমিটার, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাচত্বর। এখানে ১০ লক্ষ লোকের সম্মিলনির আয়োজন করা যায়।

**চীনের সবচেয়ে প্রাচীন শহরটির নাম কি?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মোঃ জুয়েল আহম্মেদ মল্লিক

 উঃ চীনের কোন্ শহরটি সবচেয়ে প্রাচীন বলা মুশকিল। আমি চীনের সবচেয়ে প্রাচীন শহরের অন্যতম সিআনের কিছু তথ্য দেবো। সিআন হচ্ছে শা'নশি প্রদেশের রাজধানী। তার ইতিহাস ৬০০০ বছরেরও বেশি। খ্রীষ্ট-পূর্ব ১১ শতাব্দী থেকে সিআন ১১টি রাজবংশের রাজধানী ছিলো। থাং রাজবংশে সিআন তত্কালীন বিশ্বের বৃহ্ত্তম শহর ছিলো। সিআন তার ভূগর্ভস্থ ৮০০০টি সত্যিকার মানবাকৃতির চীনামাটির মূর্তি অর্থাত্ সৈন্যদের মূর্তির জন্য বিশ্ব-বিখ্যাত।

 

**সাংহাই প্রদেশ কি চীনের সবচাইতে উন্নত প্রদেশ?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনার ডিএক্স রেডিও কর্নারের মোঃ নবিস উদ্দিন রনি

 উঃ প্রথমে আমি এই শ্রোতার একটা ভুল সংশোধন করতে চাই। শাংহাই চীনের একটি প্রদেশ নয় , শাংহাই হচ্ছে চীনের চারটি কেন্দ্র-শাসিত মহানগরের অন্যতম। আমার মনে হয়, শাংহাইকে চীনের সবচেয়ে উন্নত প্রদেশ পর্যায়ের মহানগরের অন্যতম বলা যায়। কারণ জরীপ অনুযায়ী, শাংহাই হচ্ছে পৃথিবীতে সর্বোচ্চ জি ডি পিভোগী শহরগুলোর অন্যতম। শাংহাইয়ের সার্বিক প্রতিদ্বন্দিতার শক্তি চীনের মূলভূভাগে সবচেয়ে বেশি। শাংহাই হচ্ছে চীনের সবচেয়ে জনবহুল শহর এবং চীনের বৃহত্তম বন্দর।

 

**চীনের সাথে জাপানের অর্থনৈতিক সম্পর্ক কেমন আছে?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনার ডিএক্স রেডিও কর্নারের মোঃ নবিস উদ্দিন রনি

 উঃ চীনের সংস্কার ও উন্মুক্ততা চালু হওয়ার বিশাধিক বছরে চীন-জাপান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে বিরাট অগ্রগতি হয়েছে, বাণিজ্যমূল্য ১৯৮০ সালের ৯.৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০০৪ সালে ১৬৭.৮৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, অর্থাত্ প্রায় ১৭ গুণ বেড়েছে। ১৯৯৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা ১১ বছর ধরে জাপান সর্বদাই চীনের প্রথম অর্থনৈতিক অংশীদার ছিলো। কিন্তু জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি একাধিক বার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পনকরার ফলে চীন-জাপান অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্কের কারণে শীতল হয়েছে। ২০০৪ সাল থেকে জাপান চীনের প্রথম বাণিজ্যিক অংশীদার থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পিছনে পড়ে চীনের তৃতীয় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।

**চীন ডাব্লিউটিও এর কততম সদস্য রাষ্ট্র?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড়ের বেতার বন্ধু শ্রোতা সংঘের মোঃ শাহীন মল্লিক

 উঃ ২০০১ সালের ১১ ডিসেম্বর চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাত্ ডাব্লিউটিওতে ১৪৩তম সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়। এর আগে চীন এই আন্তর্জাতিক বহু-পাক্ষিক বাণিজ্য সংস্থায় অংশ নেয়ার জন্য ১৫ বছর কঠোর আলোচনা করেছে। ২০০৪ সালে চীনের আমদানী-রপ্তানীর মোট মূল্য ১.১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে, বিশ্বের তৃতীয় স্থান অধিকার করেছে। ডাব্লিউটিওতে অন্তর্ভুক্ত হবার সময়ে চীন যে প্রতিশ্রুতি দিয়েছে, তা ব্যাপক স্বীকৃতি পেয়েছে।