v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-29 14:37:39    
চীনের আয়তন কত বর্গ কিলোমিটার ও কত বর্গ মাইল?

cri
    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রাজশাহী জেলার ঠাকুরপাড়ার মোঃ আল-আমিন হোসাইনমোল্লা

    উঃ চীনের স্থলভাগের মোট আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রায় সারা পৃথিবীর স্থলভাগের মোট আয়তনের এক পঞ্চমাংশ। চীনের মূলভূমির উপকূলরেখা ১৮ হাজার কিলোমিটারেরও বেশী দীর্ঘ। চীনকে উত্তর থেকে দক্ষিণে ঘিরে রেখেছে পোহাই সাগর, হুয়াংহাই সাগর, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগর। চীনের বিশাল ভূভাগীয় সাগরগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো রয়েছে ৫ হাজারেরও বেশী দ্বীপ। এই দ্বীপগুলোর মধ্যে তাইওয়ান দ্বীপ সবচাইতে বড়, তার আয়তন ৩৬ হাজার বর্গকিলোমিটার।

    এবার আমি চীনের প্রশাসন ক্ষেত্রে কিছু তথ্য দেবো।

    চীনে ২২ টি প্রদেশ আর ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল আর ৪ টি কেন্দ্রশাসিত মহানগর এবং হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল মিলে মোট ৩৩টি প্রদেশ পর্যায়ের অঞ্চল আছে।

    চীনে যে পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, সেগুলোর নামঃ অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল, নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, কুয়াসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত চারটি মহানগরের নাম হলঃ পেইচিং, সাংহাই, থিয়েনচিন ও ছুংছিং। প্রদেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চলের অধীনে আছে শহর, স্বায়ত্তশাসিত বিভাগ, জেলা, স্বায়ত্তশাসিত জেলা। জেলা বা স্বায়ত্তশাসিত জেলার অধীনে আছে মহকুমা বা টাউন।

    চীনে মোট ১৯০০ টি শহর আছে। এদের মধ্যে সাতটি শহরের জনসংখ্যা ২০ লক্ষের ওপর। তেরটি শহরের জনসংখ্যা দশ লক্ষের বেশী(বর্তমানে শহরগুলোর লোকসংখ্যা অনেক বেড়েছে এবং বড় শহরের সংখ্যাও বেড়েছে)।

    চীনের সংখ্যালঘু জাতি সম্বন্ধে কিছু জানতে চেয়েছেন।

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঢাকা শহরের মোঃ আরিফুল আলম মিলন

    উঃ চীন একটি একীভূত বহুজাতিক দেশ এবং পৃথিবীতে সবচাইতে বেশি লোকসংখ্যাসম্পন্ন দেশ। বর্তমানে চীনে মোট ৫৬টি জাতি আর ১.৩ বিলিয়ন লোকসংখ্যা আছে।

    চীনে হান জাতির লোকসংখ্যার অনুপাত মোট লোকসংখ্যার শতকরা ৯২ ভাগ। সংখ্যালঘু জাতির লোকসংখ্যা শতকরা ৮ ভাগের কিছুটা বেশি। যেহেতু হান জাতির তুলনায় অন্য ৫৫টি জাতির লোকসংখ্যা অপেক্ষাকৃত কম, সেহেতু তাদেরকে সংখ্যালঘুজাতি বলা হয়। এইসব সংখ্যালঘু জাতি প্রধানত : চীনের উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম আর উত্তর পূর্ব অঞ্চলে ছড়িয়ে রয়েছে।

    সুদীর্ঘকালের ঐতিহাসিক উন্নয়নে চীনের বিভিন্ন জাতি ধাপে ধাপে হান জাতিভিত্তিক বিশাল চীনা জাতিতে পরিণত হয়েছে। ৫৫টি জাতির মধ্যে হুই জাতি আর মান জাতি হান ভাষা ব্যবহার করে। তা ছাড়া বাকী জাতিগুলো যার যার নিজস্ব ভাষা বা হান ভাষা ব্যবহার করে। বহু বছর ধরে ৫৬টি জাতি চীনের ৯৬লক্ষ বর্গ কিলোমিটার ভূমিতে যৌথভাবে পরিশ্রম করে আর বংশ বিস্তার করে চীনের সুদীর্ঘকালীন ইতিহাস আর উজ্জ্বল সংস্কৃতি সৃষ্টি করেছে।

    চীন একটি একীভূত বহুজাতিক দেশ। চীন সরকার বিভিন্ন জাতির সমতা, সংহতি ও পারস্পরিক সাহায্য সংক্রান্ত জাতিগত নীতি পালন করে এবং সংখ্যালঘু জাতির ধর্ম বিশ্বাসের স্বাধীনতা আর আচার ব্যবহারের মর্যাদা সুরক্ষা করে।

    সংখ্যালঘুজাতির আঞ্চলিক স্বশাসন ব্যবস্থা চীনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থা অনুসারে , দেশের একীভূত নেতৃত্বে বিভিন্ন সংখ্যালঘুজাতি অধ্যুষিত অঞ্চলে আঞ্চলিক স্বশাসন প্রবর্তন করে স্বশাসন সংস্থা গঠন করা হয় এবং স্বশাসনাধিকার পালন করা হয়। স্থানীয় বাস্তব অবস্থা অনুসারে দেশের আইন ও নীতি কার্যকর করার জন্য। সংখ্যালঘুজাতির স্বশাসন অঞ্চলকে সুনিশ্চিত করে ব্যাপকভাবে সংখ্যালঘুজাতির বিভিন্ন স্তরের মানুষ, পেশাজীবি ও শ্রমিকদের নানান বিষয়ে দায়িত্ব পালন করে। সংখ্যালঘুজাতির স্বশাসন অঞ্চলের বিভিন্ন জাতির জনগণ সমগ্র দেশের জনগণের সঙ্গে চীনের কমিউনিষ্ট পার্টির নেতৃত্বকে শক্তিশালী করে সমাজতান্ত্রিক আধুনিকায়নের নির্মানকাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে সংখ্যালঘুজাতির স্বশাসন অঞ্চলের অর্থনীতি ও সংস্কৃতির বিকাশ একদিকে যেমন দ্রুততর হচ্ছে অন্যদিকে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধিশালী সংখ্যালঘুজাতির স্বশাসন প্রতিষ্ঠিত হচ্ছে।