স্যান্ডি ল্যাম
সুপ্রিয় শ্রোতা, স্যান্ডি ল্যাম হংকংয়ের একজন বিখ্যাত গায়িকা। তার গানে নানা রকম উপাদান আছে। ২০০৬ সালে তিনি সুইডেনের একটি গানের দল 'The Cardigans'-এর 'যোগাযোগ' নামের গানটির অনুকরণে একটি কভার সংস্করণ রচনা করেন। গানটির নাম 'ভুল প্রকাশ করা'।
এ গানের অর্থ প্রায় এমন,
'ভুল প্রকাশ করা'
আমার সুখ, ভয় ও সন্দেহ আমি প্রকাশ করতে চাই।
তাহলে তুমি আমার হৃদয় দেখতে পাবে।
মনে হয় আমাদের মধ্যে একটি কাঁচের দেয়াল রয়েছে।
আমরা দেখতে পারি কিন্তু স্পর্শ করতে পারি না।
যদিও আমরা এত কাছাকাছি; আমি কিছু করছি না।
আমার চিন্তা কি তা তুমি জানবে না।
আমি নীরবে কাঁদছি।
আমি নিজের কষ্ট প্রকাশ করতে পারি না।
কোথা থেকে শুরু করি বলো!
আমি তোমাকে ভালোবাসি তা কি ভাবে প্রকাশ করি!
আমি নিঃসঙ্গ থাকি;
আমাদের মধ্যে একটি সেতু নির্মাণ করতে চাই।
আমি তোমার দৃষ্টির বাইরে থাকি;
তোমার মন বদল হলে আমার খুশি বা দুঃখ লাগে।
তুমি একা কিনা তাই-
আমি সবসময় তোমার কাছে থাকি।
কিন্তু আমি কিছু বলিনি;
আমি নিজের কষ্ট প্রকাশ করতে পারি না।
কোথা থেকে শুরু করি বলো!
আমি তোমাকে ভালোবাসি তা কি ভাবে প্রকাশ করি!
আমি নিঃসঙ্গ থাকি;
আমাদের মধ্যে একটি সেতু নির্মাণ করতে চাই।
আবেগ যেন সবসময় ভুলভাবে প্রকাশ করি।
শ্রোতাবন্ধুরা, এবার আমরা 'যোগাযোগ' নামের গানটি শুনবো। নিশ্চয় এই চমত্কার রোমান্টিক গানটি আপনাদের পছন্দ হবে। তাহলে শুনুন যোগাযোগ নামের গানটি।
সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো।এবার বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাজানাচ্ছি।
আগামী সপ্তাহে আবারো আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন।(নীলাম্বর/মান্না)
| ||||