0525yinyue.mp3
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি---পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি, সবাই ভালো আছেন।
বন্ধুরা, এখন পেইচিংয়ে গ্রীষ্মকাল শুরু হয়েছে। তাপমাত্রা দিন দিন বাড়ছে। রাস্তার দু'পাশে এবং পার্কে নানা রংয়ের হরেক রকম ফুল ফুটেছে। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ। মেয়েরা এখন লম্বা পোশাকের পরিবর্তে আরামদায়ক ও সুন্দর গ্রীষ্মকালীন পোশাক পরছে। আমরা নীল আকাশ, সাদা মেঘ ও সূর্যালোক উপভোগ করার পাশাপাশি মন খুলে এ গ্রীষ্মকালকে আলিঙ্গন করছি। আজকের এ 'সুরের ধারায়' আসরে আমরা গ্রীষ্মকাল সম্পর্কিত কয়েকটি গান শুনবো।
বন্ধুরা, প্রথমেই শুনুন 'আমি গ্রীষ্মকাল ভালোবাসি' শিরোনামের গানটি। গেয়েছেন উ ইউয়ে থিয়েন। চাং কুও সি এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন।
ঊ ইউয়ে থিয়ান
এ গানে বলা হয়েছে, 'আমি জানি না, সে কোন সমুদ্রতীরে আছে। আমি গ্রীষ্মকাল ভালোবাসি। গ্রীষ্মকালে অনেক সুন্দর সুন্দর মেয়েদের দেখা যায়। প্রতি বছর গ্রীষ্মকালে আমি সমুদ্রতীরে যাই। সেখানে আমার পছন্দের একটি মেয়ে আছে। আমরা মাঝে মাঝে ফোনে কথা বলি। দেখা করার সুযোগ খুবই কম; আমি তাকে মিস করি।'
শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন, গ্রীষ্মকালে চারদিকে উষ্ণ রোদ থাকে। সোনালী রংঙের তীব্র রোদ চকচক করে চোখের সীমানায়। কিছুক্ষণ হাটলেই শরীর থেকে ঝরে পড়ে ঘাম। এ সময় একটু বাতাস এলে কত যে আরাম লাগে! বাতাসের স্পর্শে যেন সারা শরীর জুড়িয়ে যায়।
কিন শা ও লিন চুন চিয়ে
বন্ধুরা, এখন তাহলে আমরা 'বাতাস বয়ে যাওয়া গ্রীষ্মকাল' নামের একটি গান শুনি চলুন। গেয়েছেন লিন চুন চিয়ে আর কিন শা। এই গানটি ২০০৫ সালে তৃতীয় দক্ষিণ-পূর্ব চীনের সেরা দশটি শ্রেষ্ঠ গানের একটি নির্বাচিত হয়েছে। গায়িকা কিন শা এ গানের জন্য ব্যাপক জনপ্রিয় হয়েছেন।
এ গানে বলা হয়েছে, 'সে গ্রীষ্মকালের কথা আমার এখনো মনে আছে। সুপরিচিত মুখ আমার চোখের সামনে ভেসে আছে। নীল রঙের স্মৃতি হঠাত সূর্যালোক ভরা গ্রীষ্মকালে পরিণত হয়েছে।'
| ||||