Web bengali.cri.cn   
সুরের ধারা : মিলিত হওয়া
  2015-04-27 15:22:23  cri


পৃথিবী কত্ত বড় জায়গা! অসংখ্য মানুষ বসবাস করে এই পৃথিবীতে। মানুষের এই ভিড়ে প্রিয় লোকটির সাথে মিলিত হওয়া বড়ই আনন্দের ব্যাপার। আজ এ সুন্দর মিলন সম্পর্কিত কয়েকটি গান শোনাবো আপনাদের।

তাহলে বন্ধুরা অনুষ্ঠানের শুরুতেই শুনুন সিঙ্গাপুরের গায়িকা সুন ইয়ান জি'র গাওয়া 'মিলিত হওয়া' নামের চমত্কার গানটি। এ গানটি আসেল 'বাম দিকে যাও, ডান দিকে যাও' নামের চলচ্চিত্রের থিম সোং।

এ গানে বলা হয়েছে, 'শোনো, শীতকাল চলে গেছে। আমি এক সময় ঘুম থেকে জেগে উঠি। আমি চিন্তা করি; আমি অপেক্ষা করি; আমি প্রত্যাশা করি। ভবিষ্যতে একজন আমার জন্য অপেক্ষা করবে। তার সাথে দেখা হবে আমার। আমরা কী কী আলাপ করবো। আমি টেলিফোন নম্বর হাতে নিয়ে লাইনে দাড়িয়ে অপেক্ষা করি।' (প্রেমিকার সাথে মিলিত হওয়ার আগে অনেকে মনে মনে ভাবেন, আমরা কোথায় মিলিত হতে পারি? মিলিত হলে প্রথমে আমি কী কথা বলবো? আমি কী ধরনের কাপড় পড়ে তার সাথে দেখা কবো? যেন সে ভালো স্মৃতি ধরে রাখতে পারে। বিশেষ করে অল্প বয়সের যুবক-যুবতীদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই না বন্ধুরা?

বন্ধুরা, এবার শুনুন 'যদি তোমার সাথে মিলিত হই' নামের গানটি। গেয়েছেন ওয়েই রু। এ গানটি 'ক্রিসপি প্রেমপত্র' নামের একটি চলচ্চিত্রের থিম সোং।

এ গানে বলা হয়েছে, 'এক সাথে চলো। জীবনের দীর্ঘ পথে কেউ একা চলে না। কাঁদতে কাঁদতে আমার দু চোখ লাল হয়ে গেছে। তোমাকে নিয়ে যেতে আমাকে সুযোগ দাও। নীড়ে ফেরার আলো দেখে পাখির মনও নরম হয়ে যায়।'

বন্ধুরা, প্রেম! সে তো অনন্যা; অসাধারণ। প্রেমহীন মানুষ বাঁচতে পারে না। একজন মনের মত মানুষ খুঁজতে সারা জীবন ধরে প্রচেষ্টা চালায় অনেকেই। কিন্তু তার সাথে দেখা করার পর জীবনের আসল সুখ কি শুরু হয়? কেউ তা বলতে পারে না। এ প্রশ্নের উত্তর জানা নেই কারো। এটা নিতান্তই ভাগ্যের ব্যাপার। কখনো কখনো জীবনের কৌশলের ব্যাপারও বটে।

প্রিয় শ্রোতা, আমরা বইতে, চলচ্চিত্রে, নিজের আশেপাশে, কত প্রেমের গল্প দেখি। কত মিষ্টি বা দুঃখজনক দৃশ্য দেখি। আমাদের নিজেরো সুখি জীবন সৃষ্টি করার দৃঢ়প্রতিজ্ঞা থাকেই। মনে মনে নিজেকে উত্সাহ দেই। আমার সুখি জীবন, আমার প্রিয় মানুষ অদূর ভবিষ্যতের কোন এক কোণায় আমার জন্য নিশ্চয় অপেক্ষা করছে। আর এই প্রত্যাশা নিয়েই আমরা বেঁচে থাকি সারা জীবন।

বন্ধুরা, এবার শুনুন 'তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য' নামের গানটি। এটি একটি দ্বৈত সঙ্গীত। গেয়েছেন ছি ওয়েই আর ইয়াং জোং ওয়েই। এ গানটি 'লাভ ডেসটিনি' নামের একটি টেলিভিশন নাটকের সূচনা সঙ্গীত।

গানের কথাগুলো শুনুন। কত যে চমত্কার! রোমান্টিকতায় আপনাদের হৃদয় ভরে উঠবে। 'তোমার হাতের উষ্ণতা আমি স্পর্শ করতে চাই। তোমার চোখের স্নেহ কী আমার জন্য? কেবল তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি ভালো থাকি। আমি বাতাস ও বৃষ্টি অতিক্রম করে তোমার কাছে যাই। তোমার সঙ্গে দেখা হলে আমি কাজে মন দিতে পারি। আমি নিয়তিকে বিশ্বাস করি।'

প্রিয় মানুষের সাথে মিলিত হওয়ার জন্য কত ব্যাকুলতা। কত না আকুতি! কত প্রচেষ্টা! কিন্তু মিলিত হওয়ার পর কী ঘটতে পারে? বন্ধুরা, এবার শুনুন 'তোমার সঙ্গে মিলিত হয়েছি' নামের হৃদয়গ্রাহী গানটি। গেয়েছেন চেন ঈ শুন।

তিনি গেয়েছেন, 'তোমার সাথে মিলিত হয়ে আমার জীবন সৌন্দর্যে পুরিপূর্ণ হয়েছে; বসন্তের সমৃদ্ধ রূপ দেখা দিয়েছে হৃদয়ের গহীনে। আমি তোমাকে আমার প্রেম দেবো। প্রেম সূর্যালোকের মত উজ্জ্বল। কিন্তু তুমি মাথা নিচু করে চলে গেলে। আমার সুন্দর স্বপ্ন ভেঙ্গে গেছে। তুমি আমার প্রেম নিয়ে, আমার সুখ নিয়ে আকাশের সীমান্তে চলে গেলে। আমার মন বেদনায় ছেয়ে আছে।'

বন্ধুরা, যদি কেউ আপনাকে প্রশ্ন করে চিরস্থায়ী প্রেমে বিশ্বাস করেন কিনা? আপনার উত্তর কী হবে? হয়তো একেক জনের এক রকম উত্তর হবে। কারণ মানুষের জীবনে কত সম্ভাবনা আছে। কেউ বলতে পারে না। এখন শুনুন 'যদি ভবিষ্যতে আবার তোমার সাথে মিলিত হতে পারি' শিরোনামের গানটি। গেয়েছেন হাও ইয়ুন।

এই গানে বলা হয়েছে, 'আমরা এভাবে কয়েক দিন কাটিয়েছি, কেমন তরতাজা মনে হয়। আমরা এভাবে কয়েক বছর কাটিয়েছি, খুব সাদামাটা মনে হয়। আস্তে আস্তে আমরা হয়তো পরস্পরের সঙ্গে বিনয়ের সাথে কথা বলবো। হয়তো একদিন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদিও আমরা এখনো পরস্পরকে ভালোবাসি। যদি ভবিষ্যতে আবার তোমার সঙ্গে মিলিত হই, আমি তোমাকে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করবো। তোমার সঙ্গে প্রতিটি শীতের রাত কাটবো। তোমাকে নিয়ে প্রতিটি ঋতু অতিক্রম করবো। যদি একদিন আমরা আবার এখানে মিলিত হই, ভুলবে না, আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকেই ভালোবাসি।'

শু রু ইয়ুন তাইওয়ানের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। তিনি প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার বিষয়ে আমাদের কাছে অন্য এক রকম দৃশ্য বর্ণনা করেছেন। এবার শুনুন শু রু ইয়ুনের গাওয়া 'অন্য এক জনের সঙ্গে মিলিত হওয়া' নামের শ্রুতিমধুর গানটি।

তিনি গেয়েছেন, 'যদি একদিন আমি তোমাকে ভুলে যাই। আমি যদি অন্য কারো সাথে মিলিত হই। সম্ভবতো তাঁর আবির্ভাব তোমার ফাঁকা জায়গা পূরণ করবে। আমি বিশ্বাস করতে পারি না, আমাদের প্রেম ভুলে যাওয়া যায়। আমি মনে করি, সময়ের সাথে সাথে সব ব্যাথা মুছে ফেলা যায়। মাঝে মাঝে আমি নিজেকে বোকা মনে করি। আমি এখনো আশা করি, পরবর্তীতে আমি আরেকজনের সঙ্গে মিলিত হবো, তিনি তোমার মতই।'

বন্ধুরা, এতক্ষণ আমরা প্রিয়জনের সাথে মিলিত হওয়া নিয়ে আলাপ-আলোচনা করেছি, গানও শুনেছি। কিন্তু আমি শুধু একটি কথা বলতে চাই। তা হলো সঠিক মানুষের সঙ্গে মিলিত হন। কি বন্ধুরা, ঠিক বললাম না?

বন্ধুরা, এখন শুনছেন 'সঠিক মানুষের সঙ্গে মিলিত হন' নামের গানটি। নাম শুনেই বুঝতে পারেছেন এটিও একটি রোমান্টিক গান। এমন গান শুনলে হৃদয়ে কি যে এক অনুভূতি দোলা দিয়ে যায়। এই গানটি গেয়েছেন থাং সিয়াও। এ গানে বলা হয়েছেন, 'সঠিক লোকের সঙ্গে মিলিত হলে তুমি বুঝতে পারবে, সত্যিকার প্রেম মানে কি। কারো হাত ধরলে তা আর ছাড়তে মন চায় না। বার বার আনন্দ পরিবর্তিত হয় মনের পাহাড়ে। প্রেমের কথা শুনে চেহারা লাল হয়ে যায়। আমি এ আনন্দ তুলে রাখি শুধু তোমার জন্য। তুমি আমার স্বপ্ন ও প্রত্যাশা সবই বুঝো।'

বন্ধুরা, সুরের ধারা আসরের শেষ গানটি শুনুন এবার। এ গানের শিরোনাম 'আনন্দের সঙ্গে মিলিত হবো'। গেয়েছেন সিন সিয়াও ছি। তিনি এ গানের মাধ্যমে অতীতকালের স্মৃতি স্মরণ করেছেন। লোকসংগীতের তালে তালে কোমল ও শান্ত সুর সৃষ্টি হয়েছে এ গানে। গানটি শুনে চমত্কার অনুভূতি হবে আপনাদের।

সিন সিয়াও ছি গেয়েছেন, 'বহু বছর আগের ডায়েরি খুলে দেখেছি, তরুণ বয়সের হাতের লেখায় বহু স্মৃতি সংরক্ষিত রয়েছে। সময় পার হয়ে গেছে অনেক। আমি বুঝতে পেরেছি, সুখ অত সহজ নয়। এখন মনে মনে সবসময় কৃতজ্ঞতার ভাব থাকে। আনন্দময় স্মৃতি অন্যজনের সঙ্গে ভাগ করতে চাই। কাজ করতে করতে ক্লান্ত হলে আমি বন্ধুদের সঙ্গে গল্প করি, কফি খাই। আগামীকাল থেকে আবার আনন্দের সঙ্গে মিলিত হবো।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040