0413music.mp3
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্বের 'সুরের ধারা' আসর শোনার জন্য স্বাগত জানাই আপনাদের।
এখন এপ্রিল মাস। পেইচিংয়ে এ সময় খুব আরামদায়ক আবহাওয়া। শীতকাল মাত্র চলে গেল। গ্রীষ্মকাল এখনো আসে নি। রাস্তায় হেঁটে হেঁটে বা পার্কে বসে বন্ধুদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে। এপ্রিল মাসের চীনাদের কাছে বিশেষ তাত্পর্য আছে। কারণ ৫ এপ্রিল হচ্ছে চীনের সমাধি পরিষ্কারকরণ উত্সব। এ দিনটিতে সবার মনে বিশেষ এক ধরণের অনুভুতি থাকে। আজকের এ আসরে আপনাদের এপ্রিল মাস সম্পর্কিত কয়েকটি গান শোনাবো এবং মনের অনুভূতি উপভোগ করবো।
সমাধি পরিষ্কারকরণ উত্সবের সময় ঝিরঝির করে বৃষ্টি পড়ে। বৃষ্টি হচ্ছে আকাশের চোখের জল। এ সময় ছাতা নিয়ে প্রয়াত আত্মীয়স্বজনের কবরস্থানে গিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করলে মনের দুঃখ চেপে রাখা যায় না।
বন্ধুরা, শুনুন চীনের শিল্পী শু সোংয়ের গাওয়া 'সমাধি পরিষ্কারকরণ দিবসের বৃষ্টি' নামের একটি গান। তিনি নিজে এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন। গানের কথা এমন, 'আমি এ জীবনে কেবল তোমার জন্য লিখবো। বৃষ্টির জল আমার মুখ ভিজিয়ে দিয়েছে। আমি প্রাঙ্গণের কুয়ার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করি, কবে তুমি ফিরে আসবে। না বুঝেই আমার চোখের জল পড়তে থাকে। আমি এ পৃথিবীতে তোমাকে খুঁজতে থাকি। তোমার স্বর্গ কোথায়? আবার সমাধি পরিষ্কারকরণ দিবস চলে এসেছে। আমি ফুল নিয়ে তোমার পাশে রেখে দিই। তোমার সবচেয়ে প্রিয় গান গাই।
এপ্রিল মাস হচ্ছে বসন্তকালের শুরু। এ সময় কেবল বৃষ্টি ঝরে তা নয়। এ সময় শিমুল তুলা, চেরিফুল, নাশপাতির ফুল, পিচ ফুল ও গোলাপ ফুলসহ অনেক ফুল ফোঁটে। চীনারা এ সময় শহরের উপকণ্ঠে গিয়ে ভ্রমণ করতে পছন্দ করেন। বাচ্চারা এ সময় খোলা মাটিতে ঘুড়ি উড়ায়। রাত হলেও আপনি পার্কে গেলে দেখতে পাবেন, এক একটি রঙিন বাতি জ্বালানো লম্বা লম্বা ঘুড়ি আকাশে ঘুরে বেড়ায়। খুব সুন্দর। অতীতে যখন লোকে ঘুড়ি উচু আকাশে উড়াতেন তখন অনেক সময় ঘুড়ির সুঁতা কেটে বাতাসের সাহায্যে অনেক দূরে চলে যেতো। তারা বিশ্বাস করতেন, এভাবে উড়ে ঘুড়ি দূরে চলে যাওয়া মানে রোগ-বালাই চলে যাওয়া, আর নিজের সৌভাগ্য বয়ে আনা। আজকাল লোকেরা আর তা মনে করেন না, কেবল মজা করার জন্য ঘুড়ি খেলা হয়।
আচ্ছা, বন্ধুরা, আরেকটা গান শুনুন। গানের নাম 'বর্ষাকাল আর আসবে না'। গেয়েছেন হংকংয়ের গায়িকা লি রুই আন। এ গানে বলা হয়েছে, 'কে জানালা খুলে বৃষ্টির জল রুমের ভিতরে ঢুকতে দিয়েছে? যেন তোমার হাত আমাকে আলিঙ্গন করছে। বৃষ্টি আমার গায়ে লেগেছে, আমার মন স্পর্শ করছে তোমার চুমুর মতো। তুমি কেন আমাকে হতাশ করো? এক একটি দিন পার হয়ে গেল। বর্ষাকাল আর আসবে না?
১ এপ্রিল হচ্ছে এপ্রিল ফুলস ডে। ১২ বছর আগের ঔ দিনে হংকংয়ের অতি বিখ্যাত গায়ক ও অভিনেতা চাং কুও রোং হংকংয়ের একটি ২৪ তলা হোটেল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তিনি ছিলেন 'চীনের চলচ্চিত্রের এক শ বছরে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা'। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সিআনআন তাকে 'ইতিহাসের ২৫ জন সবচেয়ে মহান এশীয় অভিনেতা' হিসেবে নির্বাচন করে। গত শতাব্দীর ৮০'র দশক থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ছিলেন হংকংয়ের সংগীত মহল ও চলচ্চিত্র মহলের সুপার স্টার। তাঁর মৃত্যুর পর প্রতি বছরের পয়লা এপ্রিল সারা বিশ্বের চীনা সম্প্রদায় তাঁকে স্মরণ করেন।
চাং কুও রোং
বন্ধুরা, এবার শুনুন চাং কুও রোংয়ের গাওয়া 'একসাথে সময় কাটাই' নামের গানটি। এ গানটি ১৯৮৭ সালে তাঁর 'সামার রোমান্স' নামে অ্যালবামের একটি গান। গানের কথা এমন, 'বাতি বন্ধ করে, চোখ বন্ধ করে আমার অতীত স্মরণ করি। আজ পর্যন্ত কত পরিবর্তন ঘটেছে। তুমি সবসময় আমার সঙ্গে আছো। আমার সবচেয়ে হতাশার দিনে নিজেকে জিজ্ঞেস করতাম, কেন জন্ম হয়েছে? কিন্তু তুমি সবসময় আমাকে উত্সাহ দিতে। আমাকে সাহস দিতে। যদি আমি আবার প্রাণ পাই, আমি আশা করি জীবনের পথে আবার তোমার সঙ্গে দেখা হবে। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তোমাকে কিছুই দিতে পারিনি, কেবল এই গানটি।'
| ||||