Web bengali.cri.cn   
বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের গান
  2015-03-02 17:28:55  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবার শুরু করছি গানের অনুষ্ঠান সুরের ধারা।

প্রতি বছরের চীনের চান্দ্র পঞ্জিকা অনুসারে বসন্ত উত্সবের আগের রাতে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রে বসন্ত উত্সব উদযাপন উপলক্ষে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সময়সীমা প্রায় সাড়ে চার ঘন্টা। বসন্ত উত্সবের কয়েক মাস আগে থেকে এ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়। সারা দেশের দর্শক আগে থেকেই বড় প্রত্যাশা নিয়ে এ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন।

চলতি বছরের বসন্ত উত্সবের অনুষ্ঠান প্রচারিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি রাত ঠিক ৮টায়। এবারের অনুষ্ঠানের মূল বিষয় ছিল 'পরিবার সম্প্রীতিময় হলে সব কাজ সমৃদ্ধ হবে'। আজকের সুরের ধারা আসরে এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাছাই করা কয়েকটি গান শোনাবো আপনাদের।

লিউ দে হুয়া

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা শুনছেন হংকংয়ের বিখ্যাত শিল্পী লিউ দে হুয়ার গাওয়া 'বাসায় ফেরার পথ' নামে গানটি। গানের কথাও তিনি লিখেছেন। সুর করেছেন চেন সি হান। এ গানটি লিউ দে হুয়ার একটি চলচ্চিত্রের থিম সোং এবং ২০১৫ সালে কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের বসন্ত উত্সবের প্রচারিত গান হিসেবে ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়। গানের কথা এমন, 'বাসায় ফেরার পথে কত ঋতু পার হয়েছে। বাসায় ফিরে এসে মা-বাবাকে আলিঙ্গন করে সে কী আনন্দ ও সুখ মনে অনুভূত হয়। বাসায় ফিরে এসে মনের একাকীত্ব দূর হয়ে যায়; মনে সান্ত্বনা পাই। বাসায় ফিরে এসে শরীরের অভিনয়ের পোশাক খুলতে পারি। মনের কুয়াশা মুছে ফেলা যায়। বাসায় ফিরে এসে দেহের ধুলো পরিষ্কার করা যায়। যত ক্লান্তই লাগুক না কেন, বাসায় ফিরে যাবো। বাসায় ফেরে যাওয়া সত্যিই আনন্দের ব্যাপার'। (শেষ)

প্রতি বছর বসন্ত উত্সব হলো চীনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিবস। এ উত্সব মানে পরিবার পুনর্মিলনের দিন। সে জন্য এদিন 'বাসায় ফিরার পথ' নামের গানটি সবার মন স্পর্শ করে যায়।

বন্ধুরা, এবার আপনারা শুনছেন 'তুমি বুড়ো হলে' নামের একটি গান। গেয়েছেন মো ওয়েন ওয়েই। ২০০৪ সালে তিনি কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছিলেন। এবার দশ বছর পর আবার এসেছেন। মহড়ার সময় এ গানটি গাইতে গাইতে বেশ কয়েক বার তার চোখের জল পড়ে। গানটি সুরকার চাও চাও নিজের মায়ের জন্য লিখেছেন। গানের কথা আয়ারল্যান্ডের একজন কবির কবিতা থেকে নেয়া হয়েছে। গানটিতে বলা হয়েছে, 'যখন তুমি বুড়ো হও, চুল সাদা হয়ে যায়, ঘুম ঘুম লাগে। হাটতে পারো না। যৌবনকালের কত কথা মনে পড়ে। কত লোক তোমার সৌন্দর্য ভালোবাসতো। কিন্তু কেবল একজন তোমার আত্মা ভালোবাসে। তোমার পুরোনো মুখকেও ভালোবাসে সে।'

২০১৫ সালের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাস্কট ছিল 'ইয়াং ইয়াং'। এবারের প্রতিপাদ্য সংগীত ছিল 'শান্ত পরিবার সমৃদ্ধ হয়'। অনুষ্ঠানের গানগুলোর মূল বিষয় পরিবারের পুনর্মিলন ও সুখই জীবন। সারা বিশ্বের চীনারা একসাথে নিজের দেশকে নিয়ে স্বপ্ন দেখেন, চীনের গল্প বলেন, চীনের মর্মকথা উপস্থাপন করেন, চীনের বসন্ত উত্সব উদযাপন করেন।

চাং ফাং ঈ, দুয়ান ঈ হোং ও চু ইয়া ওয়েন

এবার শুনুন চাং ফাং ঈ, দুয়ান ঈ হোং ও চু ইয়া ওয়েনের সমবেত কণ্ঠের একটি গান 'চীনের ভালো সন্তান'। এ গানটিতে বলা হয়েছে, 'ড্রাগনের নিজের পৃথিবী আছে। বাঘেরও নিজের মাটি আছে। আমি হচ্ছি সাহসী চীনা সন্তান। বাম হাতে শিঙ্গা তুলেছি, ডান হাত দিয়ে ঢাক বাজাই। আমি বীর চীনা জাতির প্রতিনিধি।

বসন্ত উত্সব মানে পুনর্মিলনের দিন। বাড়ি থেকে যত দূরেই যে কেউ থাকুক না কেন, তাকে বাড়ি ফিরে যেতেই হয়। এটা চীনাদের ঐতিহ্য। হংকংয়ের শিল্পী তেং জি ছি এ অনুষ্ঠানে গেয়েছেন'যত দূরেই থাকি না কেনো একত্রে হবো' নামের হৃদয়স্পর্শী গানটি।

গানের কথা এমন, 'তোমার শোনা সংগীত শুনতে চাই। তোমার পড়া উপন্যাস পড়তে চাই। তোমার চোখে বিশ্ব দেখতে চাই। তোমার সঙ্গে থাকার প্রত্যেক মুহুর্ত হারাতে চাই না আমি। ভালোবাসলে দূরত্ব দূর করা যায়। যত দূরই হোক না কেন, একত্র হতে চাই।"

লিউ হুয়ান চীনের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। তিনি 'চীনের ভালো কণ্ঠ', 'চীনের ভালো গান'সহ নানা সংগীতানুষ্ঠানের উপদেষ্টা ছিলেন। এবার শুনুন তাঁর গাওয়া 'আগে জীবন ছিল ধীর গতির' নামের গানটি। গানে পিয়ানো বাজিয়েছেন লাং লাং। বেহালা বাজিয়েছেন লুই সি ছিং।

গানের কথাগুলো এমন, আগে আমার ছোট বেলায় দিনগুলোতে মন্থর গতিতে সময় কাটাতাম। গাড়ি, ঘোড়া আস্তে আস্তে চলতো। চিঠিও পৌঁছাতো অতি ধীরে। তখন এক জীবনে কেবল একজনকেই ভালাবাসতে হতো। অতীতে তালা সুন্দর ছিল। চাবি দেখতেও ছিল চমত্কার। তুমি তালা দিলে অন্যজন তা বুঝতে পারতো।

প্রত্যেকের জীবনে স্বপ্ন আছে। প্রত্যেক দেশের স্বপ্ন আছে। দেশ সমৃদ্ধ হওয়ার এখন চীনারা স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছে। বন্ধুরা, শুনুন ইন সিউ মেই ও লিয়াও ছাং ইয়োংয়ের গাওয়া 'একসঙ্গে চীনের স্বপ্ন বাস্তবায়ন করো' নামের প্রাণবন্ত গানটি।

এ গানটির কথা হলো, ‌'মহিমাময় হচ্ছে পাহাড়ের স্বপ্ন। প্রশস্ত হচ্ছে সাগরের স্বপ্ন। নীল হচ্ছে আকাশের স্বপ্ন। সুখি হচ্ছে জনসাধারণের স্বপ্ন। তাজা ফুল হচ্ছে বসন্তকালের স্বপ্ন। উড্ডয়ন হচ্ছে ঈগলের স্বপ্ন। সমৃদ্ধ হচ্ছে চীনের স্বপ্ন। আমরা একসাথে তা বাস্তবায়নের প্রচেষ্টা চালাবো।'

উত্সবের দিন অনেকেই ঘরে ফেরার জন্য কাতরতা বোধ করেন। বিশেষ করে বসন্ত উত্সবের দিনে বাড়ি ফিরে যেতে না পারলে আরো বেশি খারাপ লাগে। এ অনুষ্ঠানে চীনের গায়িকা লেই চিয়া চোখের জল ফেলতে ফেলতে এমনই একটি হৃদয়স্পর্শী গান গেয়েছেন। গানের নাম 'ঘরমুখো'। তিনি গানটি গাওয়ার সময় নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেছেন, 'আমার মা-বাবা হুনান প্রদেশের বাড়িতে আছেন। আমি তাদের খুবই মিস করছি। এ বছর আমি বাড়িতে যেতে পারিনি। গানে একটি কথা আছে, দীর্ঘ দিন পার হলে অন্য অঞ্চলকে নিজের স্বদেশ মনে হয়। আমিতো তাই হয়েছি। প্রতি বছর বসন্ত উত্সবের ছুটিতে চীনে ২৮০ কোটি লোক যাতায়াত করেন। কী এক শক্তি নিয়ে সবাই কষ্ট করে দেশের বাড়িতে যান। এ হলো গৃহকাতরতা। এ থেকেই প্রকাশিত হয় বাড়ির প্রতি গভীর ভালোবাসা'।

বন্ধুরা, এ মাত্র আপনারা লেই চিয়ার গাওয়া 'ঘরমুখো' নামের গানটি শুনলেন। অনেক শ্রোতা এ গান শোনার পর চিঠি লিখেছেন। চিঠিতে তারা অনেকেই বলেছেন, 'কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের প্রচারিত 'ঘরমুখো' শীর্ষক গানের কথা ও সুর খুবই সুন্দর এবং তা মনকে স্পর্শ করে।' যারা বিদেশে থাকেন, তারা মনে করেন, এ গানটি বিদেশে অবস্থানরত মানুষের মনের কথা প্রকাশ করছে।

বন্ধুরা, এবার শুনুন হান লেই ও আলুআজো'র গাওয়া 'পৃথিবীর আকাশপথ' নামের একটি গান। এ গানটি হলো দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার জন্য এয প্রকল্প রয়েছে সে বিষয়ে নির্মিত চলচ্চিত্র 'আকাশপথ' এর থিম সোং।

থিম সোংটিতে বলা হয়েছে, 'আগে কেউ আমাকে বলেছিলেন, আকাশে একটি প্রাচীন নদী আছে। আজ আমি তোমাকে বলতে চাই, পৃথিবীতেও এক নবীন নদী আছে। একটি হচ্ছে দেবতার কাহিনী, অন্যটি হচ্ছে বীরের গল্প।'

আজকাল আমরা প্রায়ই 'রেশমপথ' নামের একটি শব্দ শুনি। আধুনিককালে এ পুরোনো রেশমপথ নতুন ভূমিকা পালন করবে এবং এ পথের আশেপাশের দেশগুলোর জন্য নতুন ভরসা বয়ে আনবে তাই আমাদের প্রত্যাশা।

আপনারা এখন শুনছেন সেই রেশমপথ নিয়ে চীনের কন্ঠশিল্পী না ইংয়ের গাওয়া 'রেশমপথ' নামের চমতকার গানটি। এ গানে বলা হয়েছে, 'তত্কালীন উজ্জ্বল চাঁদ এ পথে আলো দিতো। কত শীত, কত বালিঝড়। সেই একই পথ, আজ আবার রওনা হয়েছে। হাজার হাজার মাইল দূরে হলেও সমতল পথে যেতে পারবে সে।'

প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের বসন্ত উত্সব বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের গানগুলো শুনলেন। সবশেষে শুনুন 'আজকের রাতটি ভুলবো না' নামের শ্রুতিমধুর গানটি।

এ গানটি সবসময় বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে প্রচারিত হতো। এ গান শোনানোর মাধ্যমে বোঝানো হয় এ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে এবং নতুন বছর শুরু হয়েছে। আমরা একসাথে দেশের সুন্দর ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করি।

বন্ধুরা, সংগীতের তালে তালে সুরের ধারা আসর আজ এ পর্যন্তই। নতুন বছরে নতুন আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। আজ আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। কল্যাণে থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040