1208yinyue.mp3
|
বন্ধুরা, আপনারা শুনছেন চীনের সবচেয়ে বিখ্যাত রক সংগীত শিল্পী ছুই চিয়ানের গাওয়া 'কিছুই নেই' নামের গান। এ গানটিকে চীনের মূলভূখণ্ডের রক সংগীতের যুগ শুরু হওয়ার প্রতীক হিসেবে মনে করা হয়।
গত শতাব্দীর ৮০'র দশকের শেষ দিক থেকে শুরু করে ৯০ দশকের প্রথম দিক ছিল চীনের রক সংগীতের সোনালী দশক। এ সময় অনেক শ্রেষ্ঠ রক শিল্পী, ব্যান্ড ও জনপ্রিয় সংগীতের আবির্ভাব হয়। হেইপাও ব্যান্ড, থাংছাও ব্যান্ড আর বিয়োন্ড ব্যান্ড হচ্ছে চীনের রকসংগীত জগতের তিনটি সবচেয়ে লক্ষণীয় রক ব্যান্ড।
হেইপাও ব্যান্ড
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হেইপাও ব্যান্ড হচ্ছে চীনের সবচেয়ে বিখ্যাত রক ব্যান্ডের অন্যতম। গত শতাব্দীর ৯০ দশকের প্রথম দিকে এ ব্যান্ডের গান 'আমার মন ভেঙ্গো না' হংকং ও চীনের মূলভূখণ্ডে অত্যন্ত জনপ্রিয় ছিল। এখন এ গানটি শুনুন।
চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর অর্থনৈতিক কাঠামো থেকে সাংস্কৃতিক খাত পর্যন্ত বিরাট পরিবর্তন হয়। আত্মীক মুক্তির প্রতীক হিসেবেরক সংগীত যুবকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। পেইচিংয়ে গঠিত থাংছাও ব্যান্ড হচ্ছে মূলভূখণ্ডের প্রথম মেটাল রক ব্যান্ড। ১৯৯২ সালে 'থাংছাও' অর্থাত্ থাং রাজবংশ নামে তাদের প্রথম অ্যালবাম বাজারে মুক্ত করার পর হংকং, তাইওয়ান ও মূলভূখণ্ডে চাঞ্চল্য সৃষ্টি করে। তখনকার তথ্যমাধ্যমের দৃষ্টিতে, এ ব্যান্ড ছিলতত্কালীন এশিয়ায় সবচেয়ে লক্ষণীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অধিকারী ব্যান্ড।
থাংছাও ব্যান্ড
বন্ধুরা, তাহলে শুনুন থাংছাও ব্যান্ডের গান 'স্বপ্নে থাং রাজবংশে ফিরে যাই'।