ওয়াং ফেই
বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। এবার শুনুন ওয়াং ফেই'র গাওয়া 'এপ্রিলের তুষার' নামের গানটি। এ গানে বলা হয়েছে, 'এপ্রিল মাসের আকাশে হঠাত তুষার পড়েছে। যখন আমরা অতীতের স্মৃতি মনে করি তখন হঠাত কি যেন হারিয়ে যায়। পৃথিবীতে যখন হতাশ বোধ করি, তখন দেবতা গান গাইতে শুরু করেন। আমরা কেন দুঃখ বোধ করি? আমরা কার জন্য ব্যস্তভাবে কাজ করি? কারণ সারা বিশ্ব এতো নোংরা। ফলে আমরা সুন্দর আশা-আকাঙ্ক্ষার স্বপ্ন দেখি। আমরা আন্তরিকভাবে স্বপ্ন দেখি। অবশেষে একদিন আমরা সূর্যালোক দেখতে পাবোই।
বন্ধুরা, এবার আপনাদের শোনাবো চীনের শেনইয়াং সংগীত ইনস্টিটিউটের অধ্যাপক, গায়ক ফাং লোংয়ের গাওয়া 'এপ্রিল' নামে গানটি। এ গানে বলা হয়েছে, 'তুমি স্বদেশের পাহাড়ে অনেক লাল আজালিয়া ফুল চাষ করেছো। সেই ফুলগুলো বহু বছর ধরে নীরবে ফুটেছিলো। যখন উষ্ণ বাতাস হয়, তখন আমি তোমাকে খুব মিস করি। তুমি বলেছিলো, ফুল ফুটুক বা শুকিয়ে যাক, এসবই প্রাণের নিয়তি। তুমি চলে গেলে অনেক বছর। যখন আজালিয়া ফুল ফুটে, তখন আমি তোমার পাশে চলে আসি।'
পেইচিংয়ের বসন্তকাল অতি অল্প দিনের। মনে হয়, শীতকাল মাত্র চলে গেছে, গ্রীষ্মকাল সঙ্গে সঙ্গে শুরু হয়। তবে এ বছর বসন্তকাল সঠিকভাবে চলে এসেছে। আমরা বসন্তের আরাম বাতাসের মধ্যে সময় উপভোগ করছি।
গু চুই চি
বন্ধুরা, এবার শুনুন হংকংয়ের গায়িকা গু চুই চি'র গাওয়া 'বসন্তকাল' নামের গানটি। সুরকার চৌ চি পিং এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন। গানের কথা এমন, 'জলবায়ুর মধ্যে ভালোবাসার গন্ধ আছে। চূড়ান্ত পর্যায় এসে চিরস্থায়ী বসন্তকাল এসেছে। এর জন্য আমি আজীবন অপেক্ষা করলেও কোন পরিতাপ প্রকাশ করবো না।'
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন মালয়েশিয়ার কণ্ঠশিল্পী আনিউ'র গাওয়া 'পিচ ফুল ফুটেছে' নামের একটি গান। এটা খুবই আনন্দদায়ক একটি গান। তিনি গানে বার বার প্রশ্ন করেছেন, 'আমি এখানে তোমার অপেক্ষা করি। তুমি কবে ফিরে আসবে? ফিরে এসে পিচ ফুল দেখবে।
বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারা' আসর শুনলেন। এ অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)
| ||||