0316yinyue.mp3
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি---পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্বের সুরের ধারা আসরে 'আরগুনা' নামে একটি ব্যান্ডের কয়েকটি গান শোনাবো আপনাদের। আশা করছি, গানগুলো আপনাদের ভালো লাগবে।
আরগুনা ব্যান্ডটি ২০০১ সালের জুলাই মাসে গঠিত হয়। এ ব্যান্ডের নামকরণ করা হয়েছে মঙ্গোলিয়া জাতির মাতৃ সমতুল্য নদী আরগুনা নদী অবলম্বনে। এ ব্যান্ডে চারজন সদস্য আছেন। তারা হচ্ছেন, নারিসু, মাশিপাথু, পাও ইয়ু মিন আর ওয়াং মেং।
বন্ধুরা, শুরুতে শুনুন আরগুনা ব্যান্ডের গাওয়া 'যাযাবর ছেলে' নামের একটি গান। এ গানের কথা এমন, 'আমি পৃথিবীর পথে চলি, তোমার স্নেহ সঙ্গে নিয়ে। তোমার মায়া হচ্ছে শীতকালের রাতে সবচেয়ে উষ্ণ অগ্নি। আমি পৃথিবীতে চলি, কিন্তু মেন কোনো পরিতাপ রাখতে চাই না। নীল আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি ফিরে আসার সময় ফুল ফুটবে।'
২০০১ সালের গ্রীষ্মকালে তৃণভূমি থেকে আসা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগীতের স্বপ্ন ও আদর্শ নিয়ে আরগুনা ব্যান্ড গঠন করেন। তারা সংগীতের মাধ্যমে মঙ্গোলিয় জাতির শিল্প ও সংস্কৃতির সৌন্দর্য বিশ্বের কাছে তুলতে চান। ২০০৪ সালে তাদের প্রথম অ্যালবাম মঙ্গোলিয় ভাষার প্রকাশিত হয়। তাদের গান দ্রুত গোটা অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এবার শুনুন আরগুনা ব্যান্ডের গাওয়া 'তৃণভূমির গান গাই' নামের গানটি।
এ গানে বলা হয়েছে, 'তুমি কীসের জন্য দ্বিধা করছো? তোমার মন খারাপ কেন সবসময়? তুমি আর নীরবে থেকো না। জীবন এ রকমই। তুমি আমাকে বলেছিলে, তুমি তৃণভূমির জীবন পছন্দ করো। ব্যস্ত শহর ত্যাগ কর এখানে চলে এসো। তুমি দেখো এ সুন্দর তৃণভূমি কত বিস্তীর্ণ। এখানে এসে তোমার মনের সব বিরক্তি ত্যাগ করে আসল আত্মা আবার বের করো।
| ||||