২০০৫ সালে আরগুনা ব্যান্ড চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের মঞ্চে গান গাওয়ার সুযোগ পায় এবং দ্রুত সারা চীনের দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। এরপর অল্প সময়ের মধ্যে তারা পরপর দুটি অ্যালবাম প্রকাশ করে।
বন্ধুরা, এবার শুনুন আরগুনা ব্যান্ডের 'রাজহাঁস' শীর্ষক গানটি। এ গান হচ্ছে অন্তঃর্মঙ্গোলিয় জাতির উলাত লোকসংগীত। এই গানে জন্মস্থানের প্রতি সুরকারের গভীর ভালোবাসা প্রতিফলিত হয়েছে। তৃণভূমিকে ভালোবাসা এমন একজন পুরুষ এক কাপ মদ হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে অতীতের কথা স্মরণ করছেন এবং ভবিষ্যতের কথা চিন্তা করছেন।
আরগুনা ব্যান্ড প্রতিষ্ঠার পর দু'বার তাদের সদস্য পরিবর্তন হয়।
২০০৯ সালে এ ব্যান্ড 'বিশ্বাস' নামে একটি অ্যালবাম প্রকাশ করে। তারপর ২০১০ সালের আগস্টে 'তৃণভূমির গান গাই' নামে একটি অ্যালবাম প্রকাশ করে তারা। বন্ধুরা, এবার শুনুন তাদের 'বিশ্বাস' নামের চমত্কার গানটি।'
এ গানে বলা হয়েছে, 'প্রতিটি ঢেউয়ে প্রাণের শক্তি আছে। প্রতিটি বীজের চিরস্থায়ী স্বপ্ন আছে। প্রতিটি চোখের মধ্যে সূর্যের আলো থাকে। প্রতিটি মুখে স্বজনের চেহারা ফুটে ওঠে। এসো, তোমাকে প্রেমের ভরসা দেবো। এখন থেকে আর কোনো বেদনা থাকবে না।'
২০০৫ সালের অক্টোবরে আরগুনা সিসিটিভির 'তারার বীথিকা' নামে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয়। ২০০৮ সালে এ ব্যান্ডটি অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রতিপাদ্য গান গেয়েছে।
বন্ধুরা, এখন আপনারা শুনছেন আরগুনা ব্যান্ডের গান 'তারা'। গানের কথাগুলো হলো, 'সুদূরের তারাগুলো দেখতে স্বপ্নের মতো। বাতাসের মাধ্যমে তোমাকে পৌঁছে দিয়েছে আমার ভালোবাসা। আমি যত দূরেই থাকি, আমার পাশে সবসময় তোমার ছায়া থাকে। আমার প্রেম তারা হয়ে তোমার সঙ্গি হবে। আমি কখনো তোমাকে ভুলবো না।'
| ||||