0323yinyue.mp3
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি --- পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের সুরের ধারায় আপনাদের জন্য থাকছে বসন্তের গান। আশা করি, গানগুলো আপনাদের ভালো লাগবে।
পেইচিংয়ের বসন্তকাল স্বল্পস্থায়ী। এখানে শীতকাল ও গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। প্রতি বছরের ১৫ মার্চ পেইচিংয়ের ঘরবাড়িগুলোকে কেন্দ্রীয়ভাবে উষ্ণ রাখার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। এসময় শীত কমে যায়, মানুষের গায়ের কাপড় দিনে দিনে কমতে থাকে, গাছে গাছে নতুন পাতা গজায়, কোনো কোনো গাছে ফুটতে শুরু করে বসন্তের ফুল। এসময় পেইচিংয়ে রাস্তার দু'পাশের দৃশ্য দিন দিন সুন্দর থেকে সুন্দরতর হয়। আসলে মার্চ ও এপ্রিলেই পেইচিংয়ে আমরা বসন্তের সুগন্ধ পাই।
বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে 'বসন্তের ফুল ফুটেছে' শীর্ষক একটি গান শুনবো। গানটি গেয়েছেন লোং মেই চি।
গানের কথাগুলো এমন: 'বসন্ত এসেছে, পরিবেশ উষ্ণ হয়েছে, ফুল ফুটেছে। এটা আমার বিশ্ব। প্রাণ পানির মতো-- কখনো শান্ত, কখনো উঠানামা করে। যদি তুমি এক ফোটা পানি চাও, আমি তোমাকে এক সাগর দিতে চাই। যদি তুমি একটি লাল পাতা চাও, আমি তোমাকে গোটা বন ও রঙিন মেঘ দিবো। যদি তুমি এক চিলতে হাসি চাও, আমি তোমার জন্য খুলে দেব আমার উষ্ণ বুক। যদি তুমি একজন সঙ্গী চাও, আমি তোমার সঙ্গী হয়ে ছুটবো ভবিষ্যতের পানে।'
বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন, বসন্তকালের বাতাস আর অন্য ঋতুর বাতাসেপার্থক্য আছে? হ্যা, পার্থক্য আছে বৈকি! শীতের বাতাস পোশাক ভেদ করে শরীরে লাগে; মুখ, হাত, পা সব ঠাণ্ডায় জমে যেতে চায়। আর গ্রীষ্মকালের বাতাস কখনো কখনো চামড়া পুড়িয়ে দেয়। শুধু বসন্তকালের বাতাস স্নিগ্ধ, আরামদায়ক। এ বাতাস যেন প্রিয় মানুষের আলতো ছোঁয়ার মতো।
বন্ধুরা, এবার আপনাদের শোনাবো চীনের বিখ্যাত পপ গায়িকা ওয়াং চাংয়ের গাওয়া 'বসন্তের বাতাস' নামের গান। গানের কথা লিখেছেন ওয়াং চাং;সুর দিয়েছেন বিখ্যাত সুরকার সিয়াও খো। ওয়াং চাং নিখুঁতভাবে বেল কান্টো এবং পপ সংগীতের মিশ্রণ ঘটিয়েছেন গানটিতে।
গানের কথাগুলো কবিতার মতো: 'ফুল বসন্তের বাতাসে ঘুমাচ্ছে। নীল গোলাপ ও কফির সুগন্ধ ভাসছে। আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলো না। ফুলের পাপড়ি বাতাসে ভাসছে। আমি জানালা খুলে তোমার গান শুনছি। এ সব যেন স্বপ্নের মতো।'
বন্ধুরা, 'বসন্তের বাতাস' গানটি কেমন লাগলো? আপনাদের মুখে কী বসন্তের বাতাসের ছোঁয়া লেগেছে? আমি বিশ্বাস করি, বেশিরভাগ মানুষ বসন্তকাল পছন্দ করেন। তাই না?
এবার শুনুন 'বসন্তকালে থাকো' শীর্ষক একটি গান। গেয়েছেন ছাও ফাং। গানে বলা হয়েছে: 'সমুদ্রের পাশে এক প্রেমিকা আর এক কুকুর আমার সঙ্গী। আমরা বসন্তকালে থাকি। আমি চাই, এ সুখী জীবন, এ মুহূর্ত টিকে থাকুক। আমরা একসঙ্গে আজীবন কাটিয়ে দেবো, পরস্পরকে ভালোবেসে। আমার সবকিছু তোমার জন্য।
বন্ধুরা, এতোক্ষণ আমরা তিন জন গায়িকার গান শুনেছি। এবার শুনুন একজন গায়কের কণ্ঠে বসন্তের গান। সু ইয়ু থাংয়ের কণ্ঠ স্পষ্ট। তিনি গানের মাধ্যমে আমাদের এক কিশোরের গল্প বর্ণনা করেছেন। শুনুন 'আমি বসন্তকালে তোমার অপেক্ষায় থাকি' নামের একটি গান। এ গানটি ২০১২ সালের মার্চ মাসে প্রচারের পর ইন্টারনেটে দ্রুত জনপ্রিয়তা পায়।
গানের কথা এমন: আমি বসন্তকালে তোমার অপেক্ষায় থাকি/ যেন প্রথমবার বাড়ি ছাড়ার সময় কেউ তোমাকে বাধা দিতে পারে না। আবার তোমার সুপরিচিত পথে ফিরে এসেছি। এখানে সবই আগের মতো। নীল আকাশ, তোমার হাসিমুখ, স্নিগ্ধ বাতাস, কিশোরবেলার গল্প, মনের প্রত্যাশা, সবই এখানে রয়েছে। আমি বসন্তকালে তোমার অপেক্ষায় থাকি।
| ||||