

বসন্তের নিজস্ব গন্ধ আছে। সেটা কী রকম? আমার কাছে এ গন্ধ নতুন ঘাস আর গাছের নতুন পাতার গন্ধ; আমার কাছে এ গন্ধ হচ্ছে মনের ভিতরে নতুন প্রত্যাশা সৃষ্টির ভাব। আর আপনাদের কাছে?
প্রিয় শ্রোতা, এখন শুনছেন 'বসন্তের গন্ধ' নামের গান। গেয়েছেন আইমিনি নামের একটি ব্যান্ড। তারা গেয়েছেন: 'আমি দেখেছি, মাটি ফুঁড়ে প্রথম চারাগাছটির জন্ম/ গাছের ওপরে জমে থাকা বরফ গলে গেছে, ফুটেছেফুল/ ঠান্ডা বাতাসে বসন্তেরহালকা গন্ধ পাওয়া যাচ্ছে/ দীর্ঘ অপেক্ষার পালা শেষ হবে; আমার সুখ আসছে।
শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারায় আসরে শুনছেন বসন্তের গান। এবার শুনুন চীনের বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা চৌ শুনের গাওয়া 'বসন্তকাল' নামের একটি গান।
চৌ শুনের কণ্ঠে বিশেষ ধরনের উষ্ণতা আছে। তার গান শুনলে মনে হয় তিনি আমাদের কোনো গল্প বলছেন। আমি তার গান পছন্দ করি। গানের কথাগুলো এমন: 'সন্ধ্যা বেলায় সবুজ রেলগাড়ি সুদূর পাহাড়তলিতে এসেছে। সেখানে কোকিলের হলুদ বাড়ি। বাড়ি ঢেকে আছে সুন্দর পাতায়। ভাবতেই পারিনি, এবার বসন্তকাল এতো দ্রুত আসবে! ভাবতেই পারিনি, এতো তাড়াতাড়ি সুন্দর স্বপ্ন থেকে জেগে উঠতে হবে।
আমার মনে হয়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বসন্তকালের ভিন্ন ভিন্ন সৌন্দর্য আছে। তেমনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে বসন্তকালের গানের স্বাদওভিন্ন ভিন্ন। তাহলে এবার আমরা একজন গায়কের গান শুনবো, দেখি চাং চিং শুয়েনের গাওয়া 'বসন্তকাল' আপনাদের কেমন লাগে। তিনি গেয়েছেন: 'তুমি না-থাকলে, আমার বসন্তকাল এতো সুন্দর হতো না। তুমি আমাকে হালকাভাবে জড়িয়ে ধরেছিলে, কিন্তু ভালোবাসো কিনা, জানাওনি। তুমি না-বললেও আমি জানি, তুমি কী চাও। আমি তোমাকে ভালোবাসি। নীল আকাশের নিচে তুমি নীরবে আছো, আমি তোমার অপেক্ষায় থাকি।
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে শুনুন তাইওয়ানের শিল্পী ইয়ু ছেং ছিয়াংয়ের গাওয়া 'বসন্তের কাদা' শীর্ষক গান। গানের কথা লিখেছেন ই নেং চিয়াং; সুর করেছেন ইয়ু ছেং ছিয়াং। গানের কথা এমন: 'আমরা নীরব আছি। কেউ কথা বলতে চাই না। আমি তোমার হাত ধরেছি। তোমার চোখ লাল। আমি বুকে সাহস নিয়ে তোমার যত্ন নিতে চাই, কোনো কষ্ট দিতে চাই না। অতীতের বেদনাদায়ক স্মৃতি সব বসন্তের কাদার মধ্যে রেখে দাও। প্রেম ও ব্যথা সব স্মৃতি হয়ে যায়। অতীতের কথা ভুলে যাও। আমাদের ভবিষ্যত সুন্দর হবে। আমি সাহস করে তোমাকে আদর করবো।
শ্রোতাবন্ধুরা, সুরের ধারায় আসরে এতক্ষণ আপনারা বসন্তের গান শুনলেন। আশা করি, আপনাদের ভালো লেগেছে। এবার আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/আলিম)

| ||||



