Web bengali.cri.cn   
গ্রীষ্মকালকে স্পর্শ করো
  2015-05-25 19:48:10  cri

বন্ধুরা, এবার শুনুন 'শান্ত গ্রীষ্মকাল' নামে একটি গান। গেয়েছেন লিয়াং চিং রু। এই গানটি ২০০৫ সালে 'মিউজিক রেডিও'র চীনের টপ তালিকায় 'হংকং ও তাইওয়ানের বার্ষিক সেরা গান' পুরস্কার পেয়েছে। গায়িকা লিয়াং চিং রু'র একটি শ্রেষ্ঠ গান এটি।

লিয়াং চিং রু

রোমান্টিক এ গানটির কথায় বলা হয়েছে, 'শান্ত গ্রীষ্মকালের রাতের আকাশে অনেক তারা জ্বলে রয়েছে। আমি তোমাকে না দেখার ভান করি। অথচ মনে মনে তোমায় খুবই মিস করি। ঘুর্ঘুরে পোকা ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমিয়ে পড়েছি।'

শ্রোতা বন্ধুরা, প্রতিবছর এ সময় স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকে। এ সময়টি ছাত্রছাত্রীদের জীবনে সবচেয়ে আনন্দের সময়। ছোট বাচ্চারা বাবা-মার সঙ্গে নানা জায়গায় বেড়াতে যায়। যারা বড় তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় উপভোগ করে। গ্রীষ্মকালকে নিয়ে অনেক গল্প হতে পারে এবং অনেক স্মৃতিও থাকতে পারে হৃদয়ের গভীরে।

বন্ধুরা, এবার শুনুন 'সে সালের গ্রীষ্মকাল' শিরোনামে একটি গান। গানের কথা লিখেছেন লিউ মিং ইয়াং। সুর করেছেন চেন ছাও। গেয়েছেন শুয়ে ফেই।

এ গানে মানুষের জীবনের ওঠা-নামা এবং জীবন ও মনের বেদনা বর্ণনা করা হয়েছে। গায়িকা শুয়ে ফেই নিজের অপরিবর্তিত অবস্থা নিয়ে নিজের সংগীতের স্বপ্ন অন্বেষণ করেছেন। তার গান শুনে শ্রোতারা নিজের আহত মনে সান্ত্বনা পায়। যারা একাকী বোধ করেন, তারা এ গানে সে সালের গ্রীষ্মকালের স্মৃতি স্মরণ করতে পারেন। যাদের মন আনন্দে ভরা তারা এ গানের মাঝে নিজেদের ছোটবেলার আনন্দ খুঁজে পান। 'সে সালের গ্রীষ্মকাল' একটি পুরনো চলচ্চিত্রের মতো আমাদের স্মৃতির মনিকোঠায় জেগে উঠে যেন।

শুয়ে ফেই

প্রিয় শ্রোতা, 'সে সালের গ্রীষ্মকালে' একটি মেয়ে পরম শান্তিতে গান গেয়েছিলো। তার গান, তার হাসিভরা মুখ ভীষণভাবে মুগ্ধ করেছে আমাকে। বড় হওয়ার পর আমি প্রায়শই একাকী বোধ করি। পুরনো কালের স্মৃতি বাতাসের মতো ভেসে ভেসে রাত অতিক্রম করে আমার কাছে চলে আসে। তার গানের আওয়াজ আবার আমার কানে ভেসে আসে। বড় হওয়ার পর আমি যেন অনেক আনন্দ ভুলে গেছি। আমার আশেপাশে বন্ধুর সংখ্যাও খুবই কম। ছোটবেলার পবিত্র হাসিভরা ওই সব মুখ কোথায় গেল? সাদা পাখা থাকা সুন্দর পরী কোথায় হারিয়ে গেছে! আমি মনে করতাম, এ বিশ্ব খুব সুন্দর। মনে কোন কামনা থাকলে মোমবাতির আলোর মত ফুঁ দিয়ে নিভিয়ে দিলেই যেন সব বাস্তবায়িত হয়ে যায়। আমি আমার অতীতের দিনগুলো মিস করি। আমি চোখ বন্ধ করে করজোড়ে প্রার্থনা করি, কোন এক দিন আবার অতীতে ফিরে যাবো। তারাও সবাই ফিরে আসবে, তাদের কোন পরিবর্তন হয়নি। ঘন্টার কাঁটা থেমে গেছে সে সালের গ্রীষ্মকালে।'

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' আসর শুনছেন। এখন আমরা গ্রীষ্মকাল সম্পর্কিত কয়েকটি গান শুনছি। আশা করছি গানগুলো আপনাদের ভালো লাগছে।

'শাশ্বত গ্রীষ্মকাল' একটি চলচ্চিত্রের নাম। এ চলচ্চিত্রে এক বিশেষ গল্প বলা হয়েছে। প্রতিটি মানুষের মনে একটি গোপন বিষয় থাকে। কম-বেশি সবাই একাকী বোধ করে। অবশেষে একদিন সবাই বুঝতে পারে যে, মৈত্রী হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার শুনুন এই চলচ্চিত্রের থিম গান 'শাশ্বত গ্রীষ্মকাল'। গেয়েছেন ঊ ইউয়ে থিয়ান ব্যান্ডের প্রধান গায়ক আসিন।

গানটিতে বলা হয়েছে, নিয়ম ত্যাগ করে ইচ্ছা মতো ভালোবাসবে। নিজের ভবিষ্যত নিজেই সৃষ্টি করবে। আমি আপোস করবো না। নিয়মকানুন আরো সহজ করবো। জীবনের শৃঙ্খলা আরো গোলমাল হয়ে যাক। এমন যৌবনই আমি পছন্দ করি।

বন্ধুরা, এস.এইচ.ই হচ্ছে তাইওয়ানের একটি জনপ্রিয় ব্যান্ড। তারা অনেক পপ সংগীত গেয়েছেন। তাদের গান শুনে যৌবনকালের প্রাণশক্তি অনুভব করা যায়। এবার শুনুন তাদের গাওয়া 'গ্রীষ্মকালের মৃদুহাসি' নামের গানটি।

এস.এইচ.ই

গানের কথা এমন, 'তোমার দেয়া মালা আমি নিয়ে এসেছি। তোমাকে ফেরত দেবো। আমাদের প্রেম শেষ হয়ে গেছে। কিন্তু গতকালকে আমি ভুলে যেতে পারি না। হয়তো প্রেমের সীমানা আছে, কিন্তু স্মৃতির সমাপ্তিরেখা নেই। আমাদের প্রেমের গল্প হাসি দিয়ে শুরু হয়েছে, চোখের জল দিয়ে তা শেষ করতে চাই না। গ্রীষ্মকালের মতো মৃদুহাসি দিয়ে মনের বেদনা লুকিয়ে রাখবো।'

প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন তাইওয়ানের গায়িকা ওয়াং সিন লিংয়ের গাওয়া 'সে বছরের গ্রীষ্মকালের শান্ত সাগর' শিরোনামের গানটি। এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন ফাং শুয়ে বিন।

তিনি এ গানে বলেছেন, 'তখন আমরা প্রতিদিন একসাথে থাকতাম। আমাদের কোন দূরত্ব ছিল না। তখন আমরা নবীন ছিলাম। আমাদের আনন্দ ও বেদনা স্বপ্নের মতো ছিলো। গতকাল তুমি কোথায় চলে গিয়েছো? সে বছরের গ্রীষ্মকালে আমরা এ শান্ত সাগরে লুকিয়েছিলাম। এ বিশ্বের প্রতি আমাদের বড় প্রত্যাশা ছিলো। এ বছরের শীতকালে তোমাকে আর খুজে পাই না। আমার মন বড় ফাঁকা হয়ে আছে। অবশেষে আমি বুঝতে পেরেছি, স্মৃতি আসল জীবনের চেয়ে চমত্কার।'

বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক 'বেতারের সুরের ধারায়' আসর শুনলেন। সময় ফুরিয়ে এসেছে; এবার বিদায়ের পালা। এ অনুষ্ঠান শোনার জন্য সবাইকে প্রাণঢালা ধন্যবাদ। সবাই ভালো থাকুন; কল্যাণে থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040