Web bengali.cri.cn   
'মা' সম্পর্কিত গান
  2015-05-11 17:08:54  cri


১০ মে ছিল বিশ্ব মা দিবস। 'মা দিবস' বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে পালিত হতে পারে। কিন্তু উদ্দেশ্য কিন্তু অভিন্ন: মায়ের প্রতি ভালোবাসা জানানো, কৃতজ্ঞতা জানানো। আজকের 'সুরের ধারায়' আমরাও বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুনবো কয়েকটি 'মা'-সম্পর্কিত গান। বন্ধুরা, প্রথমে শুনুন 'পৃথিবীতে কেবল মা ভালো' নামের একটি গান। গেয়েছেন চিন মিং। গানের কথাগুলো এমন: "পৃথিবীতে কেবল মা ভালো। মা থাকলে বাচ্চা মুক্তার মতো আদর পায়। মায়ের কোলে যে সুখ পাওয়া পায়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। পৃথিবীতে কেবল মা-ই ভালো। মা না থাকলে বাচ্চা ঘাসের মতো। মায়ের কোল ছেড়ে সুখ-শান্তি আর কোথায় পাবো?"

বন্ধুরা, মা দিবস পালন শুরু হয়েছিল সর্বপ্রথম প্রাচীন গ্রীসে। ৮ জানুয়ারি প্রাচীন গ্রীসের লোকেরা দেবতাদের মাতা 'রিয়া'-র  প্রতি সম্মান প্রদর্শন করতো। প্রাচীন রোমে 'মা দিবস' উদযাপিত হতো আরো ব্যাপক আকারে। তখন সাধারণত তিন দিনব্যাপী অনুষ্ঠান হতো।

সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বৃটেনে 'মা দিবস' পালন শুরু হয়। তখন যীশুর উপবাস স্মরণের উদ্দেশ্যে খ্রিস্টানদের চল্লিশ দিনব্যাপী বাত্সরিক উপবাসের চতুর্থ রোববারকে 'মা দিবস' নির্ধারণ করা হয়। এ দিন বাইরে থাকা ছেলেমেয়েরা মায়ের জন্য কিছু উপহার নিয়ে বাসায় ফিরে আসে।

বন্ধুরা, এবার শুনুন বৃটেনের বিখ্যাত ব্যান্ড 'স্পাইস গার্লস'-এর  এর গাওয়া 'মামা' নামের গানটি।

১৮৭৬ সালে যুক্তরাষ্ট্র উত্তর-দক্ষিণ যুদ্ধের নিহতদের জন্য শোক পালন করছিল। তখন মাদাম আন্না জারভিস এক গির্জায় লড়াইয়ে নিহত বীরদের কাহিনী বলার পর প্রার্থনা করার সময় বলেন, "আমি আশা করি, যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মায়েদের স্মরণ ও প্রশংসা করার জন্য কোনো এক সময়, কোনো এক স্থানে কেউ 'মা দিবস' পালন শুরু করবে।" ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতি মে মাসের দ্বিতীয় রোববারকে 'মা দিবস' হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট এসময় সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। এর পর থেকে 'মা দিবস' বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রচলিত হয়েছে।

বন্ধুরা, এবার শুনুন চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী সোং জু ইয়াংয়ের গাওয়া 'সবচেয়ে সুন্দর নারী হচ্ছেন মা' শীর্ষক গানটি।

গানের কথা এমন: "সবচেয়ে সুন্দর নারী হচ্ছেন মা। মায়ের দুগ্ধ মধুর মতো। মায়ের হাসিমুখ ফুলের মতো। মায়ের ডাক কবিতার মতো। মায়ের মুখের ভাঁজ ছবির মতো। মায়ের ঘর ভালোবাসায় ভরা। মা যেখানে থাকেন সেটাই ঘর। মা থাকলে কখনো আকাশ ভেঙে পড়বে না। মা থাকলে আমাদের মনে কখনো ভয় লাগে না। পৃথিবীতে মা সবচেয়ে ভালো। সবচেয়ে সুন্দর নারী হচ্ছেন মা।"

মা দিবস চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানে প্রথমে জনপ্রিয়তা পায়। তারপর এ দিবস প্রবেশ করে চীনের মূলভূভাগে। এ দিন ছেলেমেয়েরা মাকে মূল্যবান মণিরত্ন, ফুল, মিষ্টি, হাতে তৈরি অভিনন্দন কার্ড উপহার হিসেবে দেয়। বিংশ শতাব্দীর শেষ দিকে 'মা দিবস' চীনের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। এখন প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার চীনারা বিশ্বের অন্য দেশের মানুষের মতো নানা পদ্ধতিতে মায়ের কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

বন্ধুরা, এবার শুনুন চাং শাও হানের কণ্ঠে 'মা, আমি তোমাকে ভালোবাসি' গানটি।

গানের কথাগুলো বাংলা করলে অনেকটা এমন দাঁড়াবে: "তুমি সবসময় বলো, আমি বড় হইনি। আমাকে সাদা কাগজের মতো রক্ষা কর। তোমার চোখে আমি চিরকাল ছোট বাচ্চার মতো। আমার মনে অনেক কথা আছে। কিন্তু তোমাকে বলতে চাই না। তোমাকে ত্যাগ করে অনেক দূরে যেতে চাই। ইচ্ছামতো নিজের পছন্দের কাজ করতে চাই। কিন্তু যখন আমি জনসমুদ্রে ডুবে যাই, তখন শুধু তোমার কথা মনে পড়ে। আমি তোমাকে খুব মিস্ করি। মা, আমি তোমাকে ভালোবাসি।"

মা দিবসে অনেক পরিবারের স্বামী ও সন্তানরা সব গৃহকর্মের ভার নেন। সে দিনে মা রান্না করেন না, কাপড় কাচেন না, তৈজসপত্র ধোয়ার কাজ করেন না। কিছু পরিবার নাস্তা তৈরি করার পর মায়ের বিছানা পর্যন্ত পৌঁছে দেয়। এ দিন মা সবচেয়ে বড়। মা দিবস প্রতিষ্ঠার পর সারা বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সমর্থন পেয়েছে।

বন্ধুরা, এবার শুনুন মার্কিন কণ্ঠশিল্পী বিলি গিলমানের কণ্ঠে 'দ্য উইম্যান ইন মাই লাইফ' গানটি।

চীনে মা দিবসে ছেলেমেয়েরা মায়ের জন্য তাজা ফুল বা কেক ক্রয় করেন; অথবা নিজেরাই কিছু সুস্বাদু খাবার রান্না করে মাকে খাওয়ান। ছোট বাচ্চারা মায়ের জন্য ছবি আঁকতে পারে। কেউ কেউ নিজের মাকে সম্মান প্রদর্শনের পাশাপাশি দাতব্য প্রতিষ্ঠানে চাঁদা দিয়ে অন্য গরীব মাকে সাহায্য দেওয়ার মাধ্যমে বিশ্বের সকল মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বন্ধুরা, আপনারা এখন শুনছেন 'মায়ের চুমু' নামের গান। গেয়েছেন চেং লিন। গানের কথাগুলো এমন: "সে সুদূর ছোট্ট পাহাড়ি গাঁয়ে আমার প্রিয় মায়ের চুল সাদা হয়েছে। অতীতের স্মৃতি অবিস্মরণীয়। মা আমাকে কতো চুমু দিয়েছো। আমার মুখের অশ্রু মুছে ফেলো। আমার মনকে উষ্ণ করো। মায়ের চুমু, মিষ্টি চুমু, এখনো আমার মনে আছে। আমার ইচ্ছা হচ্ছে, আবার মাকে একটি চুমু দিই; মায়ের একাকী মনকে সান্ত্বনা দিই। মা, তুমি সুখী হও।"

শ্রোতাবন্ধুরা, বিভিন্ন দেশ বিভিন্ন পদ্ধতিতে ও বিভিন্ন দিনে 'মা দিবস' পালন করে থাকতে পারে। যেমন সুইডেনের 'মা দিবস' হচ্ছে মে মাসের শেষ রোববার। মা দিবসের প্রাক্কালে সুইডেনের রেড ক্রস সোসাইটি প্লাস্টিক দিয়ে তৈরি 'মায়ের ফুল' বিক্রি করে। বিক্রিত অর্থ মায়েদের ছুটি কাটানোর খরচ হিসেবে অনুদান হিসেবে দেওয়া হয়।

প্রতি বছরের মার্চ মাসের শেষ শুক্রবার হচ্ছে মিশরের মা দিবস। এ দিনে সে দেশের বিভিন্ন অঞ্চলের কিশোর-কিশোরীরা মায়ের জন্য ফুল ও উপহার ক্রয় করে; মার জন্য সংগীতানুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং সে দেশের সবচেয়ে আদর্শ মা নির্বাচন করে।

প্রতি বছরের ২৯ মে হচ্ছে মধ্য আফ্রিকার 'মা দিবস'। এ দিনে মায়েরা উত্সবের পোশাক পড়ে বাচ্চা কোলে নিয়ে রাজধানী বাঙ্গুইয়ের প্রধান প্রধান রাস্তায় জাঁকজমকপূর্ণ শোভাযাত্রায় শরিক হন। রাষ্ট্রীয় নেতারা আর সরকারের কর্মকর্তারাও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

বন্ধুরা, এবার শুনুন মার্কিন গায়িকা ক্যারি আন্ডারউডের কন্ঠে 'মামাস সং'গানটি।

বন্ধুরা, 'সুরের ধারায়' আসরটি গানের তালে তালে শেষ হয়ে যাচ্ছে। বিশ্বের সকল মায়ের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040