অ্যাডো
শ্রোতা বন্ধুরা, অ্যাডো সিঙ্গাপুরের একজন গায়ক। তিনি চীনা ভাষায় গান রচনা করেন। চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তিনি বেশ বিখ্যাত। ২০০২ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম বের করেন। একই বছর তিনি 'শেষ পর্যন্ত লেগে থাকা' নামে নিজের তৃতীয় অ্যালবাম বের করেন। এ অ্যালবামের প্রধান গানের নাম 'শেষ পর্যন্ত লেগে থাকা', গানটিতে লেখা আছে,
'শেষ পর্যন্ত লেগে থাকা'
জলে হোক আর আগুনেই হোক-
আমার ভালোবাসা পরিবর্তন হবে না।
সময় শেষ হলেও আমি তোমাকে অনুসরণ করবো।
বাতাসে হোক আর বৃষ্টিতেই হোক
তোমার ছাতা ভেঙ্গে গেলে-
আমি দ্বিধা ছাড়াই নিজের কাপড়
তোমাকে দিয়ে দেবো।
জীবন কি তা তুমিই আমাকে শিখিয়েছ।
চারটি মাত্র শব্দ, শেষ পর্যন্ত লেগে থাকা;
তুমি না থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে।
তোমার প্রতি আমি প্রেম উপলদ্ধি করেছি।
চারটি শব্দ মাত্র, শেষ পর্যন্ত লেগে থাকা।
তা যত কষ্টেরই হোক না কেন!
আমি সব দিয়ে শেষ পর্যন্ত তোমাকেই ভালবাসবো।
তুমি আমার চোখের দিকে তাকানোর সময়-
মন থেকে আমি একটি মাত্র বাক্য বলবো,
তোমার ক্লান্ত লাগলে আমি তোমাকে আলিঙ্গন করবো।
জীবন কি তা তুমিই আমাকে শিখিয়েছ।
চারটি শব্দ মাত্র, শেষ পর্যন্ত লেগে থাকা।
তুমি না থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে।
তোমার প্রতি আমি প্রেম উপলদ্ধি করেছি।
চারটি শব্দ মাত্র, শেষ পর্যন্ত লেগে থাকা।
তা যত কষ্টেরই হোক না কেন!
আমি সব দিয়ে শেষ পর্যন্ত তোমাকেই ভালবাসবো।
| ||||