লি চিয়ান
শ্রোতাবন্ধুরা, লি চিয়ান চীনের বিখ্যাত একজন গায়ক। তার কণ্ঠস্বর পরিষ্কার ও আকর্ষণীয়। তার লেখাও বেশ সুন্দর। ২০১১ সালে তিনি রাশিয়ার বৈকাল হ্রদে বেড়াতে যান। এ হ্রদের অসাধারণ সব দৃশ্য দেখে অভিভূত হন তিনি। এ কারণে 'বৈকাল হ্রদের তীরে' নামে একটি গান লেখেন। গানটিতে তিনি লেখাছেন,
'বৈকাল হ্রদের তীরে'
আমার আলিঙ্গন তোমার চোখে,
যেখানে বসন্তের বাতাস মাদকতা ছড়ায়।
সেখানের ঘাস মাদুরের মতো বিছিয়ে থাকে।
চাঁদ ভালোবাসার আলো দিয়ে হ্রদের বুক ভরে তোলে।
কয়েক বছর ধরে আমি মেঘের মতো চরেছি।
কিন্তু তোমার হাত ধরতে পাড়ি নি;
সারা জীবন কত মানুষ আমাদের মতো-
চাঁদের আলোয় হেরেছে!
আশা করি একদিন-
আমরা বৈকাল হ্রদের তীরে ফিরবো।
বেশ কয়েক বছর ধরে অতীতের-
ঘটনাগুলো মেঘের মতো চরেছে।
তোমার নম্রতা তুষারকে বিমোহিত করে।
সারা জীবনে সময় এত কম!
গলিত তুষারে পড়ে থাকা প্রেম প্রমান
করতে যথেষ্ট নয় এ সময়!
একদিন তুমি হঠাত্ আবার ফিরে আসবে,
পরিষ্কার ও রহস্যময় বৈকাল হ্রদের তীরে দাঁড়াবে।
সে অপেক্ষায় আছি আমি।
| ||||