Web bengali.cri.cn   
সুরের ধারায়: সহজ ও সরল জীবন
  2015-07-20 20:50:36  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। এখন রয়েছে 'সুরের ধারায়' আসর। আর এ আসরে সুদূর পেইচিং থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি-। আশা করছি, পবিত্র ঈদের এই আনন্দে পরিবারের সবাইকে নিয়ে আপনারা বেশ ভালো আছেন।

আজকের 'সুরের ধারায়' আসর 'সহজ ও সরল' এই বিষয়টিকে নিয়ে। আমাদের মনে প্রশ্ন জাগে, জীবন সহজ নাকি কঠিন? হ্যাঁ, এর উত্তর অবশ্যই একেক জনের কাছে একেক রকম। অনেকে বলেন, মন সহজ হলে, জীবনও সহজ হয়। কিন্তু বাস্তব জীবন কি সত্যিই এতোটা সহজ? আমার কাছে তা মনে হয়না। শুনুন গায়িকা হুয়াং সিয়াও হু'র গাওয়া 'এতো সহজ নয়' নামের গানটি।

গায়িকা হুয়াং সিয়াও হু

গানে তিনি বলেছেন, "এতো সহজ নয়। কিছু না ভেবে শুধু ভালোবাসবে, কোনো মতে হবে না। অন্য জনের কথা শুনবে, কিন্তু সিদ্ধান্ত নেবে নিজেই। খুব বেশি চিন্তা করো না। প্রেম করা এতো সহজ নয়। একেক জনের একেক রকম মেজাজ। স্বপ্ন দেখার বয়স পার হয়ে গেল, এখন শান্ত জীবন কাটাতে চাই। সুখী জীবন এতো সহজ নয়। যখন কিছুই জানতাম না, তখন সবচেয়ে সরল, সবচেয়ে আনন্দে ছিলাম।"

বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন গায়িকা হুয়াং সিয়াও হু'র গাওয়া 'এতো সহজ নয়' নামের গানটি। এ গান আরো কয়েকজন গায়ক গেয়েছেন। গায়ক কুয়ান চেন তাদের মধ্যে একজন। তিনি এ গানে কিছু নতুন অনুভূতি যুক্ত করেছেন। শুনুন তাহলে।

বন্ধুরা, আপনার দৃষ্টিতে 'সুখ' মানে কি? শিশুর কাছে হয়তো মায়ের কোলে থাকা মানেই সুখ। বয়স্কদের কাছে হয়তো সন্তানদের সুখী,সুন্দর জীবন আর নিজের স্বাস্থ্য ভালো থাকা মানেই সুখ। যুবক-যুবতীদের কাছে হয়তো প্রেমে পড়া মানেই সুখ। চাকরিজীবীদের কাছে হয়তো কাজের সফলতা মানেই সুখ। শিক্ষার্থীদের কাছে হয়তো পরীক্ষার ভালো ফলাফল মানেই সুখ। আসলে সুখ জীবনের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়।

গায়িকা হুয়াং ছি শান সম্প্রতি একটি নতুন গান গেয়েছেন। গানের নাম 'সহজ সুখ'। এ গানটির সাথে হুয়াং ছি শানের অতীতে গাওয়া গানগুলোর অনেক পার্থক্য রয়েছে। এ গানে মন্থর ও হালকা ছন্দের মধ্য দিয়ে জীবনের প্রতি মানুষের সুন্দর প্রত্যাশার কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা দিয়ে এক একটি মনস্পর্শি গল্প বলা হয়েছে।

গায়িকা হুয়াং ছি শান বলেন, "সত্যি কথা, দশ বছর আগে আমি এ ধরনের গান গাইতে চাই নি। কারণ এ গান গাওয়ার কোনো চ্যালেঞ্জ নেই। কিন্তু এখন এ বয়সে আমি বুঝতে পেরেছি, এ ধরণের সংগীতের বিশেষ তাত্পর্য আছে। সংগীত নিজের মনের কথা প্রকাশ করার পাশাপাশি অচেনা লোকদের মধ্যে একই আবেদন সৃষ্টি করতে পারে। এ গানটি এমন ভূমিকা পালন করতে সক্ষম। ফলে আমি 'সহজ সুখ' নামের গান গেয়েছি।"

বন্ধুরা, তাহলে শুনুন 'সহজ সুখ' নামের গানটি। আশা করি, আপনাদের ভালো লাগবে।

গায়িকা হুয়াং ছি শান

বন্ধুরা, এতক্ষণ আপনারা 'সহজ সুখ' নামের গানটি শুনলেন। এবার শুনবেন 'এক সহজ গান' নামের গান। গেয়েছেন ওয়াং লি হোং। ২০০৪ সালে তার প্রকাশিত অ্যালবাম 'মনের সূর্য ও চাঁদ'-এ গানটি গেয়েছেন তিনি।

গানটিতে জীবনের প্রতি গায়কের মনোভাব প্রকাশিত হয়েছে। এ বিশ্ব অনেক জটিল, এখানে অনেক চেষ্টা করলেও হয়তো অনেক বিষয়ে সফলতা অর্জিত হয়না। তা সত্ত্বেও নিজের সুখী জীবনের জন্য প্রচেষ্টা চালাতে হয় সবসময়। জোর করে ভালোবাসা প্রকাশ করার দরকার নেই। কেবল সহজভাবে প্রকাশ করলেই হবে। শুনুন 'এক সহজ গান'।

বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন গায়ক ওয়াং লি হোংয়ের গাওয়া 'এক সহজ গান' । এবার শুনুন গায়িকা মুসির গাওয়া একই গান। গানের কথা এমন, "এ বিশ্ব খুব জটিল। আমি খুব জটিল খেলা জানি না। কেমন উপহার চিরকাল মনে রাখবে। সুখ তাড়াহুড়া করে চলে যাবে না। মেঘ, আকাশ, প্রজাপতি আর ফুল, তা দেখে কথা বলতে হয়না । প্রেম এক নদীর মতো। পথে পথে কোনো না কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়। এটা এক সহজ গান। সহজ ও গভীর।"

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' আসর শুনছেন। এবার শুনুন গায়ক থাও চেনের গাওয়া 'প্রেম খুব সহজ' নামের গান। এটি ১৯৯৭ সালে প্রকাশিত 'ডেভিড থাও' নামের অ্যালবামের একটি গান ।

গায়ক থাও চেন

গানের কথা এমন, "কিভাবে শুরু হয়েছে ভুলে গেছি। হয়তো প্রথম দিকে শুধু তোমার প্রতি এক বিশেষ অনুভূতি ছিল। হঠাত্ একদিন উপলব্ধি করেছি যে, আমি গভীরভাবে তোমাকে ভালোবেসেছি। সত্যি খুব সহজ। কোনো বাছাই নেই, কোনো পরিতাপ নেই। আমি সেই পাগল। আমি তোমাকে ভালোবাসি। কখনো তোমাকে হারাবো না। একসঙ্গে থাকলে সবকিছু করা যায়। আমি সবসময় তোমাকে ভালোবাসবো।"

মায়ের সঙ্গে গল্প করার সময় তিনি বলতেন, 'অতীতকালে লোকেরা ভালোবাসার কথা খুব কম বলতেন। বিয়ের পর স্বামী-স্ত্রী পরস্পরকে কখনো 'আমি তোমাকে ভালোবাসি' বলেন না। কিন্তু মনের ভিতরে যে গভীর প্রেম তা সব কাজে অনুভব করা যায়। বিবাহবিচ্ছেদও খুব কম। বর্তমানে চলচ্চিত্র বা টেলিভিশন নাটকের চরিত্ররা প্রায়শই পরস্পরকে বলেন 'আমি তোমাকে ভালোবাসি', কিন্তু বিবাহবিচ্ছেদ প্রায়শই ঘটে। এটা কেমন ব্যাপার?"

বন্ধুরা, এ বিষয়ে আপনার মন্তব্য কি? তবে আমি কোনো উত্তর দেবো না। গায়িকা লিয়াং চিং রো'র গাওয়া 'প্রেম খুব সহজ' নামের গানটি শুনুন আর তা নিয়ে চিন্তা করুন,কেমন?

অনুষ্ঠানের শেষে শুনুন 'আমাকের ভালোবাসা খুব সহজ' নামের গান। গেয়েছেন সিঙ্গাপুরের গায়িকা ছাই চিয়ান ইয়া। তিনি গেয়েছেন, "আমি তোমার কল্পনার মতো শীতল নয়। আমি কেবল প্রকাশ করতে পারি না। আমার কিছু রসবোধ আছে। আমি তোমার কল্পনার মতো আত্ম-সন্তুষ্ট নয়। যদি আমাকে ভালোবাসো, তোমার খুব বেশি করার নেই। মাঝে মধ্যে আমার জন্য রান্না করো। আমার সঙ্গে সোফায় বসো। আমাকে গল্প বলো। প্রায়শই আমাকে বলো 'আমাকে ভালোবাসো'।

বন্ধুরা, এ পর্বের 'সুরের ধারায়' আসর এ পর্যন্তই। এ অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040